![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমি মুয়াবিয়ার আহলে সুন্নত ওয়াল জামায়াত পরিত্যাগকারী রাসুলের(সাঃ) শিয়া।শিয়া মানে অনুসারী।আমি আল্লাহর অনুসারী,রাসুলের(সাঃ) অনুসারী।ডঃ তিজানী সামাভী বলেন,শিয়ারা রাসুলের(সাঃ) সুন্নত পালন করছে।
মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা সিরিয়ায় হামলা চালানোর ঘোষণা দিয়েও পিছু হটে প্রমাণ করেছেন, বিশ্বে আমেরিকার রাজত্বের দিন শেষ হয়ে এসেছে। এ মন্তব্য করেছে ইহুদিবাদী ইসরাইলের গণমাধ্যম।
ইসরাইলের বিভিন্ন দৈনিক মঙ্গলবার প্রকাশিত বেশ কয়েকটি নিবন্ধে বলেছে, মার্কিন প্রেসিডেন্টের পিছু হটার সিদ্ধান্তে ইসরাইলের পাশাপাশি কিছু আরব ও ইউরোপীয় দেশ ক্ষুব্ধ হয়েছে।
গত সপ্তাহে ওবামা একাধিকবার সিরিয়ায় হামলা চালানোর হুমকি দিলেও শনিবার এক বিশেষ ভাষণে বলেন, তিনি এ হামলার বিষয়টি কংগ্রেসের সিদ্ধান্তের ওপর ছেড়ে দিয়েছেন। ইহুদিবাদী ইসরাইল মার্কিন প্রেসিডেন্টের এ বক্তব্যের তীব্র সমালোচনা করে বলেছে, এর মাধ্যমে ইরানের মোকাবিলায় আমেরিকার পরাজয়ের বিষয়টি ফুটে উঠেছে।
ইহুদিবাদী দৈনিক ‘ইয়াদিয়োত আহারোনোত’ লিখেছে, বারাক ওবামা সিরিয়ায় হামলার সিদ্ধান্ত থেকে সরে এসে মধ্যপ্রাচ্যে নিজের মিত্রদের স্বার্থ বিকিয়ে দিয়েছেন।
তবে অপর ইসরাইলি দৈনিক মাআরিভ জানিয়েছে, সিরিয়ায় এখন মার্কিন হামলা অনিশ্চিত হয়ে পড়েছে; কারণ, আমেরিকার বেশিরভাগ জনগণ এ হামলার বিরোধী বলে কংগ্রেসে এ সংক্রান্ত বিল পাস হবে বলে মনে হয় না।
অপর দৈনিক ইসরাইল টুডে জানিয়েছেন, মার্কিন প্রেসিডেন্ট ওবামা সিরিয়ায় হামলা না চালানোর অজুহাত খুঁজছেন। তার এ মানসিকতা আমেরিকার মিত্র দেশগুলোকে হতাশ করেছে।#
০৩ রা সেপ্টেম্বর, ২০১৩ সন্ধ্যা ৭:২৭
আল-মুনতাজার বলেছেন: সহমত-ধন্যবাদ।
২| ০৩ রা সেপ্টেম্বর, ২০১৩ সন্ধ্যা ৭:২৭
আল-মুনতাজার বলেছেন: রাসুল(সাঃ) ঘোষিত জ্ঞানের নগরীর দরজা হযরত আলীর(আঃ) অবিস্মরনীয় খোতবা ও চিঠি সমুহএর বই " নাহজুল বালাগ" পেতে ক্লিক করুনঃ
Click This Link
৩| ০৩ রা সেপ্টেম্বর, ২০১৩ সন্ধ্যা ৭:২৭
বিদ্রোহী ভৃগু বলেছেন: যার শুরু আছে তার শেষ আছে
গুডবাই আমেরিকা
০৩ রা সেপ্টেম্বর, ২০১৩ সন্ধ্যা ৭:২৮
আল-মুনতাজার বলেছেন: সহমত-ধন্যবাদ।
৪| ০৩ রা সেপ্টেম্বর, ২০১৩ সন্ধ্যা ৭:২৮
বাগসবানি বলেছেন: বেল পাকলে কাকের কি
৫| ০৩ রা সেপ্টেম্বর, ২০১৩ সন্ধ্যা ৭:৩৪
মদন বলেছেন: অফ টপিক:
- শিয়ারা কি বাকি তিন খলিফা(আবু বকর, উমর, উসমান) কে মান্য করে?
- শিয়াদের মধ্যে নাকি একটি গ্রুপ বিশ্বাস করে যে নবুয়াত আলীর উপরে না এসে ভুল ক্রমে মুহম্মদ(স.) এর উপরে এসেছে।
০৩ রা সেপ্টেম্বর, ২০১৩ সন্ধ্যা ৭:৪২
আল-মুনতাজার বলেছেন: ১/ আপনার প্রশ্নের উত্তরের জন্য ক্লিক করুনঃ
Click This Link
২/ ইহুদীদের জোড়ালো অপপ্রচারের অংশ হিসাবে আহলে সুন্নাত ওয়াল জামাতীরা বেহায়ার মত বলে বেড়ায়,নবুয়ত আলীর(আঃ) উপর না এসে রাসুলের(সাঃ) উপর এসেছে। কিন্তু গোবেচারা সুন্নীরা কোন দলীল দেখাতে পারে না। হ্যা, ওহাবী-সালাফীরা ইদানিং শিয়া আলেমদের নাম দিয়ে অনেক নকল বই ছাপিয়ে বিশ্বব্যাপি প্রচারের ছেড়ে দিয়েছে। তাই আমাদের উচিত সতর্ক থাকা।
৬| ০৩ রা সেপ্টেম্বর, ২০১৩ সন্ধ্যা ৭:৪১
ডাইরেক্ট টু দ্যা হার্ট বলেছেন: আমেরিকা শক্তি কম বেশি সেটা বিষয়না,বিষয় হলো এশিয়াটিক রাজনীতি এখন পুরোই বদলে গেছে,রাশিয়াকে সামনে রেখে চিন ইরান ভারত সহ এশিয়ার উল্ল্যেখ যোগ্য দেশ গুলো এখন একি সুতোয় গাঁথা,রাশিয়া বিনা টাকায় অস্র এবং অনুদান এশিয়ায় অব্যহত রেখেছে যা এশিয়ার জোট বদ্ধতা প্রকাশ করে/সুতরাং সিরিয়া মানে শুধু সিরিয়া নন এই অংক ওবামা কষেই পিছু নিয়েছেন।
এভাবেই রাশিয়া আবার উঠে আসবে বিশ্ব ক্ষমতায়।
৭| ০৩ রা সেপ্টেম্বর, ২০১৩ রাত ১১:৩৫
মোমেরমানুষ৭১ বলেছেন: আমেরিকা সহ সকল কুত্তা নিপাত যাক
©somewhere in net ltd.
১|
০৩ রা সেপ্টেম্বর, ২০১৩ সন্ধ্যা ৭:২৫
মদন বলেছেন: কখনও যুদ্ধে পিছুটানও একটি কৌশল। তবে আমেরিকা ঠিক সাহসে কুলায়া উঠতে পারে নাই এটি সত্য।

সৌদী সরকারের ইজরাইলী ভুমিকা দেখে মুসলমান হিসেবে লজ্জাই লাগতেছে