নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

ইসলাম,রাজনীতি

আসুন আমরা ২টি ভারী বস্তু আল্লাহর কুরান ও রাসুলের(সাঃ) পরিবারকে(আঃ) অনুসরন করি।

আল-মুনতাজার

আমি মুয়াবিয়ার আহলে সুন্নত ওয়াল জামায়াত পরিত্যাগকারী রাসুলের(সাঃ) শিয়া।শিয়া মানে অনুসারী।আমি আল্লাহর অনুসারী,রাসুলের(সাঃ) অনুসারী।ডঃ তিজানী সামাভী বলেন,শিয়ারা রাসুলের(সাঃ) সুন্নত পালন করছে।

আল-মুনতাজার › বিস্তারিত পোস্টঃ

রেডিও তেহরান থেকেঃ‘ইরানের সম্ভাব্য প্রতিক্রিয়ার ভয়ে আমেরিকা পিছিয়ে গেছে’

১৩ ই সেপ্টেম্বর, ২০১৩ দুপুর ১২:৫৯



জাওয়াদ কারিমি কুদ্দুসি জাওয়াদ কারিমি কুদ্দুসি



১২ সেপ্টেম্বর (রেডিও তেহরান): ইরানের সম্ভাব্য প্রতিক্রিয়ার ভয়ে আমেরিকা সিরিয়ার ওপর সামরিক হামলার পরিকল্পনা বাদ দিয়েছে বলে মনে করছেন ইরানের সিনিয়র সংসদ সদস্য জাওয়াদ কারিমি কুদ্দুসি।







ইরানের সংসদের জাতীয় নিরাপত্তা ও পররাষ্ট্রনীতি বিষয়ক স্থায়ী কমিটির সদস্য কুদ্দুসি বলেছেন, “যখন আমাদের সামরিক কমান্ডাররা সিরিয়াকে তাদের রেড লাইন হিসেবে ঘোষণা করেছেন এবং সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহিল উজমা খামেনেয়ী বিষয়টি নিয়ে স্পর্শকাতরতা দেখিয়েছেন তখন আমেরিকা উপলব্ধি করেছে, আঞ্চলিক সুপারপাওয়ার হিসেবে ইরান মার্কিন বাহিনীর মারাত্মক ক্ষতি করবে এবং ইরানের রেড লাইন অতিক্রম করার শক্তি বিশ্বের কোন শক্তির নেই।”







ইরানের এ সিনিয়র সংসদ সদস্যের মতে, মার্কিন রাজনীতিবিদরা বর্তমান স্পর্শকাতর সময়ে এমন কোন সিদ্ধান্ত নিতে চান না যেখানে আমেরিকার জন্য ভয়াবহ ও ঐতিহাসিক সামরিক পরাজয় অপেক্ষা করছে। সিরিয়া হচ্ছে মধ্যপ্রাচ্যে ইসরাইল বিরোধী প্রতিরোধ আন্দোলনের প্রথম ফ্রন্ট। কাজেই যেসব দেশ ও সংগঠন এ প্রতিরোধ আন্দোলনে সক্রিয় তাদের সবাই সাম্প্রতিক উত্তেজনার সময় মার্কিন বিরোধী সম্ভাব্য যুদ্ধে সিরিয়ার পেছনে সারিবদ্ধ হয়েছিল।







কারিমি কুদ্দুসি আরো বলেন, সিরিয়া এবং লেবাননের হিজবুল্লাহ ইসরাইলসহ মার্কিন স্বার্থে পাল্টা হামলা চালানোর যে হুমকি দিয়েছিল সেটিও আমেরিকাকে সরে পড়তে যথেষ্ট ইন্ধন যুগিয়েছে। “আমেরিকানরা জানতো, সিরিয়া আক্রান্ত হলে ভূমধ্যসাগরে মোতায়েন তাদের সবগুলো যুদ্ধজাহাজে প্রতিরোধ শক্তিগুলোর ক্ষেপণাস্ত্রগুলো বৃষ্টির মতো আঘাত হানতো।”







কিন্তু আগ্রাসন না চালানোর সিদ্ধান্ত নিয়ে মার্কিন সরকার বুদ্ধিমত্তা ও দূরদর্শিতার পরিচয় দিয়েছে। কুদ্দুসি বলেন, যে কোন অজুহাত দেখিয়ে যুদ্ধ থেথকে সরে যাওয়া ছাড়া আমেরিকার অন্য কোন পথ ছিল না।#

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.