নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

ইসলাম,রাজনীতি

আসুন আমরা ২টি ভারী বস্তু আল্লাহর কুরান ও রাসুলের(সাঃ) পরিবারকে(আঃ) অনুসরন করি।

আল-মুনতাজার

আমি মুয়াবিয়ার আহলে সুন্নত ওয়াল জামায়াত পরিত্যাগকারী রাসুলের(সাঃ) শিয়া।শিয়া মানে অনুসারী।আমি আল্লাহর অনুসারী,রাসুলের(সাঃ) অনুসারী।ডঃ তিজানী সামাভী বলেন,শিয়ারা রাসুলের(সাঃ) সুন্নত পালন করছে।

আল-মুনতাজার › বিস্তারিত পোস্টঃ

রাসুল(সাঃ) কখনো দাড়াইয়া প্রস্রাব করিয়াছেন?বুখারী শরিফের মিথ্যা হাদিসগুলোকে টয়লেটে ফেলুন

৩০ শে সেপ্টেম্বর, ২০১৩ সন্ধ্যা ৭:২৫

আবু মুছা(রাঃ) প্রস্রাবের সময় অতিমাত্রায় সতর্কতা অবলম্বন করিতেন(এমনকি প্রস্রাবের সুক্ষ্ণ ছিটা হইতে বাচিবার জন্য বোতলে প্রস্রাব করিতেন)।হোযায়ফা বলিলেন,সতর্কতা অবলম্বনের সীমা অতিক্রম না করাই উত্তম।আমি রাসুলাল্লাহকে(সাঃ) দেখিয়াছি,রাসুল(সাঃ) আবর্জনা ফেলিবার স্থানে দাড়াইয়া প্রস্রাব করিলেন (বুখারী,হাদিস # ১৬৫,প্রকাশকঃহামিদিয়া লাইব্রেরী,১৯৫৭ সাল)

সুপ্রিয় পাঠকগন, কেউ কি কোরান থেকে প্রমান করতে পারবেন যে, রাসুল(সা;) দাড়াইয়া প্রস্রাব করিতেন? কোন হাদিস সত্য বা মিথ্যা সে ব্যাপারে রাসুল(সাঃ) বলিয়াছেন,যে হাদিসটি কোরানের আয়াতকে সমর্থন করে না,সেটি মিথ্যা হাদিস। কেউ কি কোরান থেকে প্রমান করতে পারবেন রাসুল(সাঃ) দাড়াইয়া প্রস্রাব করতেন? তাই আসুন,আমরা বুখারী শরীফের সত্য হাদিস গ্রহন করি,মিথ্যা হাদিস টয়লেটে ঢিলা কুলুখের সঙ্গে ত্যাগ করি।

মন্তব্য ২৩ টি রেটিং +০/-১

মন্তব্য (২৩) মন্তব্য লিখুন

১| ৩০ শে সেপ্টেম্বর, ২০১৩ সন্ধ্যা ৭:৩১

পলাশমিঞা বলেছেন: আমিও কোন এক বইয়ে পড়েছিলাম। তাই বলে এত বড় কথা বলা কিন্তু ঠিক হয়নি।
(আমি সাধারণ মানুষ)

০১ লা অক্টোবর, ২০১৩ বিকাল ৪:১১

আল-মুনতাজার বলেছেন: সত্য কথা বলতে ভয় পান?

২| ৩০ শে সেপ্টেম্বর, ২০১৩ সন্ধ্যা ৭:৪১

আশরাফ মাহমুদ মুন্না বলেছেন: .
আপনি কি শিয়া মতালম্বী?

"হ্যাঁ" অথবা "না"-তে জবাব দিলে চলবে।

ধন্যবাদ।

০১ লা অক্টোবর, ২০১৩ বিকাল ৪:১১

আল-মুনতাজার বলেছেন: আমি মুয়াবিয়ার আহলে সুন্নত ওয়াল জামায়াত পরিত্যাগকারী রাসুলের(সাঃ) শিয়া।শিয়া মানে অনুসারী।আমি আল্লাহর অনুসারী,রাসুলের(সাঃ) অনুসারী।ডঃ তিজানী সামাভী বলেন,শিয়ারা রাসুলের(সাঃ) সুন্নত পালন করছে।

৩| ৩০ শে সেপ্টেম্বর, ২০১৩ সন্ধ্যা ৭:৪৫

বিডি আমিনুর বলেছেন: আপনার উদ্দেশ্য কি ?
আপনাকে তো ফ্যাসাদ সৃষ্টিকারী মনে হচ্ছে।

৪| ৩০ শে সেপ্টেম্বর, ২০১৩ সন্ধ্যা ৭:৫২

ফেরদাউস দেশী বলেছেন: ফ্যাসাদ থেকে দূরত্ব বজায় রাখাই শ্রেয়।

৫| ৩০ শে সেপ্টেম্বর, ২০১৩ সন্ধ্যা ৭:৫২

আশরাফ মাহমুদ মুন্না বলেছেন: .
নাস্তিকরাই মুসলিম সেজে মুসলিমদের মধ্যে সন্দেহ, বিভ্রান্তি সৃষ্টি করার জন্য বোখারী শরীফের হাদীছ নিয়ে ক্যাচাল সৃষ্টি করে।

আর করে শিয়া মতাবলম্বীরা। বাংলাদেশে ৯০% বেশী সুন্নী মুসলিম। তাই বোখারী শরীফের হাদীছ নিয়ে যে ভাষায় আপনি পোষ্ট দিয়েছেন, তা' আপত্তিকর। মনে রাখা দরকার।

এসব বিষয় নিয়ে হাদীছ বিষয়ে স্কলাররাই মতামত দিতে পারে।

আপনি কি এ বিষয়ে স্কলার?

?4U

৬| ৩০ শে সেপ্টেম্বর, ২০১৩ সন্ধ্যা ৭:৫৩

এস এইচ খান বলেছেন: বুখারীর শরীফের বেশ কিছু হাদিস রয়েছে যা সরাসরি কোরআনের সংগে সাংঘর্ষিক তাই বলে শেষের দিকে যা বলেছেন তা স্রেফ বাড়াবাড়ি! আচ্ছা কিউ কি বুখারীর হাদিসকে কোরআনের সমতুল্য মনে করে? আপনি ওভাবে লিখলেন কেন?

৭| ৩০ শে সেপ্টেম্বর, ২০১৩ রাত ৮:০১

টুনা বলেছেন: অবস্থা বুঝে ব্যবস্থা। চলার পথে এমন বাথরুম থাকে যেখানে বসে প্রশ্রাব করলে নাপাক হবার সম্ভাবনা বেশী । বসে করার ব্যবস্থা থাকলে দাঁড়িয়ে করার কোন অর্থ নাই। বোখারীর হাদীসে টয়লেটে ফেলার আপনি কে? X(

৮| ৩০ শে সেপ্টেম্বর, ২০১৩ রাত ৮:২৫

ভুদাই আমি বলেছেন: পোস্টটা ডিলিট করে দেওয়ার অনুরোধ জানাচ্ছি।


কলহ সৃস্টি করার মতো যথেষ্ঠ হয়েছে।

৯| ৩০ শে সেপ্টেম্বর, ২০১৩ রাত ৮:৫১

মিজানুল হক বলেছেন: বিরাট হাদীস বিশেষজ্ঞ পাওয়া গেছে....এইগুলারে ডাস্টবিনে ছুড়ে ফেলা দরকার।

১০| ৩০ শে সেপ্টেম্বর, ২০১৩ রাত ৮:৫২

দয়াল সাহেব বলেছেন: আপনি একটা ইবলিশের সহোদর । ফেতনা সৃষ্টি করে মানে পোষ্ট দিয়া নেংটি মেরে পালাইয়া যান ।

১১| ৩০ শে সেপ্টেম্বর, ২০১৩ রাত ৯:০০

শাহাদাত রুয়েট বলেছেন: সমস্যা হয়েছিল বলেই করেছেন। এমনটা তো নয় যে সবসময় করতেন । শিয়ারা বেশী বুঝে । এরা ফিতনা সৃষ্টি করতে একধাপ সবসময় এগিয়ে।

০১ লা অক্টোবর, ২০১৩ বিকাল ৫:৩৩

আল-মুনতাজার বলেছেন: শাহাদাত সাহেব,আসসালামু আলাইকুম।ধন্যবাদ আপনার বুঝার জন্য যে শিয়ারা বেশী বুঝে।আর এজন্যই তো তারা ইরানে একটি ইসলামী প্রজাতন্ত্র প্রতিষ্টা করতে পেরেছে।আর মুয়াবিয়া প্রতিষ্টিত আহলে সুন্নাত ওয়াল জামায়াত আজ পর্যন্ত ইসলামকে রাষ্ট্রীয়ভাবে কোন দেশে প্রতিষ্টিত করতে পারেনি।আসলে ভাই,শিয়া সুন্নি ব্যাপার না।ব্যাপার হলো সত্য আর মিথ্যার।আমাদেরকে অবশ্যই সত্যকে গ্রহন করতে হবে,মিথ্যাকে ত্যাগ করতে হবে।যারা শিয়া এবং সুন্নীর মধ্যে পার্থক্য তৈরী করছে/করেছে তারা নিজেরা শিয়াও না,সুন্নীও না।তারা হলো ইহুদী,নাচগারা,মালাউনদের গোলাম।

১২| ৩০ শে সেপ্টেম্বর, ২০১৩ রাত ৯:৪৭

সাইবার অভিযত্রী বলেছেন: শিয়া রা বলে আবু বকর ওমর কাফের !
এখন বুঝেন কে কাফের, কে মুসলমান আর কে মুনাফিক!

০১ লা অক্টোবর, ২০১৩ বিকাল ৫:৩৫

আল-মুনতাজার বলেছেন: কে ,কোথায় কখন বলেছে,দলীলসহ পেশ করুন।

১৩| ০১ লা অক্টোবর, ২০১৩ রাত ১:০৫

জুবায়েদ হোসেন বলেছেন: ব্যাটা একটা ইবলিশ।

০১ লা অক্টোবর, ২০১৩ বিকাল ৫:৩৬

আল-মুনতাজার বলেছেন: যারা সত্যকে গ্রহন করতে ভয় পায়,তারা কি?

১৪| ০১ লা অক্টোবর, ২০১৩ রাত ২:০৮

যাফর বলেছেন: আল-মুনতাজার, আপনার প্রায় সকল পোস্ট রসুল করিম (সঃ) এর অবমাননা করার জন্য করা হয় মনে হচ্ছে। বেছে সেই হাদিস গুলি পোস্ট করেন। বুখারি শরীফ একটা উসিলা মাত্র। আমাদের মধ্যে একটা ধারনা চালু আছে যে শিয়ারা রসুল করিম (সঃ) কে নাবী হিসাবে মানেনা। রসুল করিম (সঃ) কেই যদি না মানলাম তবে আমি কোথাকার মুসলিম?

১৫| ০১ লা অক্টোবর, ২০১৩ সকাল ৭:৫৯

আমি অপদার্থ বলেছেন:
ফাউল পোষ্ট। X(( X(( X((
পোষ্ট ডাউন করার দাবি জানাই গেলাম।

০১ লা অক্টোবর, ২০১৩ বিকাল ৫:৩৭

আল-মুনতাজার বলেছেন: পনি আসলেই অপদার্থ,আপনার কথা মডারেটরগন টয়লেটে ছুড়ে ফেলেছে।

১৬| ০১ লা অক্টোবর, ২০১৩ বিকাল ৫:০৫

আহমেদ আলিফ বলেছেন:
"যে হাদিসটি কোরানের আয়াতকে সমর্থন করে না,সেটি মিথ্যা হাদিস"
এই কথাটির রেফারেন্স কি ? আপনি তো ভাই ইচ্ছা করে কিছু শব্দ এখানে চেঞ্জ করেছেন । সঠিক টা হবে -
" যে হাদিস কোরআনের বিপরীত যায় সেটা মিথ্যা হাদিস"
অনেক বিষয়ই আছে যেটা কোরআনে পষ্ট কেরে নাই সেটা আমরা হাদিস থেকে পাই ।
আপনার উদ্দেশ্য ভালো না । আমার মনে হয় আপনি শিয়াও নন । অন্য গ্রুপের কেউ !

০১ লা অক্টোবর, ২০১৩ বিকাল ৫:৩৮

আল-মুনতাজার বলেছেন: আমি মুয়াবিয়ার আহলে সুন্নত ওয়াল জামায়াত পরিত্যাগকারী রাসুলের(সাঃ) শিয়া।শিয়া মানে অনুসারী।আমি আল্লাহর অনুসারী,রাসুলের(সাঃ) অনুসারী।ডঃ তিজানী সামাভী বলেন,শিয়ারা রাসুলের(সাঃ) সুন্নত পালন করছে।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.