নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমি আহমাদ মাগফুর। ৯৪ এ ময়মনসিংহে আমার জন্ম। স্কুল, কওমি আর আলিয়া -- সবার অবদান প্রাপ্ত হয়ে আপাতত আমি ‘মূর্খ কবি’ হিসেবে জীবনযাপন করছি। তাই আমার অনেক কিছু জানতে ইচ্ছে করে। জানতে ইচ্ছে করে, মানুষ কেন খুন করে! জানতে ইচ্ছে করে, মানুষ কেন ভালবাসে!

আহমাদ মাগফুর

অবশেষে তুমি নিরব হলে, নিভে যায় দিগন্তের বাতি। দিক ভুলে পিছু হাটতে হাটতে, বেড়ে যায় আঁধারের বেলা। পান্থপথের ফুটপাত মনে রাখে তোমার, মোমের মত নরম আঙুলের ছোঁয়া। ভুলে যাই তখন, দিগন্ত আমারও আছে। রৌদ্র নেই যদিও। নেই বসন্তের সুখময় রেখা। উত্তর দক্ষিণ সব কিছু ভুলে আমি তখন সে দিগন্তেই ঝুঁকি। বিকেলের শেষে যে দিগন্তে জ্বলে টুকটুকে লাল স্বপ্নের অনুশিখা। তাই সাধারণ চাওয়াটাই আজ হলো প্রতিবাদ। রাগে নয় অনুরাগে। শুধু একবার খুলে দাও দিগন্ত তোমার। সিঁথিতে সিঁদুর কি বা কবুল বলার আগে।

আহমাদ মাগফুর › বিস্তারিত পোস্টঃ

মনোরম বৈরিতা

২৭ শে জানুয়ারি, ২০১৬ বিকাল ৪:০৯


তোমার ঐ দোলে যাওয়া জীবনের পটে
অবশেষে এঁকে নিলে পানসে ফাগুন,
রুপে তাই বিরুপের তমসা দেখে
নিভে গেলো অতীতের ইশকের আগুন।

শত্রুতা বন্ধুতা কত মিথ হলো
হলো নাকো তবুও দেখা ভেতরের মুখ,
সুখ খুঁজে আমি তুমি পথ ভুলে হাটি
ঘাটে তাই ভিরে নাকো কমল উন্মুখ।

কমলের কোমলতা দেখে মহাজন
তুমি আর আমি মিলে দেখি আর কি তা!
আমাদের দিনে রাতে ক্রোধ হাসে বুকে
ছানি হয়ে চোখে ভাসে নীল বৈরিতা।

তাই খুব দূরে তবুও পাশাপাশি চলে
দেখো নাতো, দেখি আমি ঝরে কত খুন,
আজও যদি সব বুঝে নাই ফেরো
তুমি আমি হবো মনোরম বৈরিতাগুন।

মন্তব্য ২ টি রেটিং +০/-০

মন্তব্য (২) মন্তব্য লিখুন

১| ২৭ শে জানুয়ারি, ২০১৬ বিকাল ৪:৩৪

শুভ্র বিকেল বলেছেন: খুব সুন্দর।

২৭ শে জানুয়ারি, ২০১৬ বিকাল ৪:৩৭

আহমাদ মাগফুর বলেছেন: কৃতজ্ঞ!

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.