নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমি আহমাদ মাগফুর। ৯৪ এ ময়মনসিংহে আমার জন্ম। স্কুল, কওমি আর আলিয়া সবার অবদান প্রাপ্ত হয়ে আপাতত আমি ‘মূর্খ কবি’ হিসেবে জীবনযাপন করছি। তাই আমার অনেক কিছু জানতে ইচ্ছে করে। জানতে ইচ্ছে করে, মানুষ কেন খুন করে! জানতে ইচ্ছে করে, মানুষ কেন ভালবাসে!

আহমাদ মাগফুর

আহমাদ মাগফুর › বিস্তারিত পোস্টঃ

মনোরম বৈরিতা

২৭ শে জানুয়ারি, ২০১৬ বিকাল ৪:০৯


তোমার ঐ দোলে যাওয়া জীবনের পটে
অবশেষে এঁকে নিলে পানসে ফাগুন,
রুপে তাই বিরুপের তমসা দেখে
নিভে গেলো অতীতের ইশকের আগুন।

শত্রুতা বন্ধুতা কত মিথ হলো
হলো নাকো তবুও দেখা ভেতরের মুখ,
সুখ খুঁজে আমি তুমি পথ ভুলে হাটি
ঘাটে তাই ভিরে নাকো কমল উন্মুখ।

কমলের কোমলতা দেখে মহাজন
তুমি আর আমি মিলে দেখি আর কি তা!
আমাদের দিনে রাতে ক্রোধ হাসে বুকে
ছানি হয়ে চোখে ভাসে নীল বৈরিতা।

তাই খুব দূরে তবুও পাশাপাশি চলে
দেখো নাতো, দেখি আমি ঝরে কত খুন,
আজও যদি সব বুঝে নাই ফেরো
তুমি আমি হবো মনোরম বৈরিতাগুন।

মন্তব্য ২ টি রেটিং +০/-০

মন্তব্য (২) মন্তব্য লিখুন

১| ২৭ শে জানুয়ারি, ২০১৬ বিকাল ৪:৩৪

শুভ্র বিকেল বলেছেন: খুব সুন্দর।

২৭ শে জানুয়ারি, ২০১৬ বিকাল ৪:৩৭

আহমাদ মাগফুর বলেছেন: কৃতজ্ঞ!

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.