নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমি আহমাদ মাগফুর। ৯৪ এ ময়মনসিংহে আমার জন্ম। স্কুল, কওমি আর আলিয়া সবার অবদান প্রাপ্ত হয়ে আপাতত আমি ‘মূর্খ কবি’ হিসেবে জীবনযাপন করছি। তাই আমার অনেক কিছু জানতে ইচ্ছে করে। জানতে ইচ্ছে করে, মানুষ কেন খুন করে! জানতে ইচ্ছে করে, মানুষ কেন ভালবাসে!

আহমাদ মাগফুর

আহমাদ মাগফুর › বিস্তারিত পোস্টঃ

তোমার সন্ধ্যাবেলা

২০ শে ফেব্রুয়ারি, ২০১৬ সন্ধ্যা ৬:০৯


হয়তো তুমি সন্ধ্যে প্রতি
ঘরের কোণে পড়তে বসো,
কপাল গুজে ঠোট কামড়ে
মনযোগে অংক কষো।

ইচ্ছে হলেই তোমার পাশের
জানালাটা ইকটু খোলো,
মন চাইলে তার উপরে
হটাৎ করেই পর্দা ফেলো।

বৃষ্টি এলে হয়তো আবার
পর্দা ঠেলে বাদল দেখো
ঘাড় ফিরিয়ে অবাক মুখে
বৃষ্টিতে চোখ রাখতে শেখো।

মন চাইলেই হাত বাড়িয়ে
মেঘের ফোটা গায়ে মাখো,
উষ্ণাতে মন চায়ের কাপে
তোমার কোমল হাতটি রাখো।

হয়তো কোন সন্ধ্যে তুমি
পাওনা খুঁজে পড়ার মানে
সেদিন দেখি গান-শুনা তার
ঝুলছে তোমার নরম কানে।

হয়তো তখন গানের আবেগ
তোমার মনে স্বপ্ন আঁকে,
সেই স্বপনে মনটা তোমার
ভুল করে হউক কাউকে ডাকে।

সে ডাক শুনে আমি পাগল
তোমার ছবি আঁকি মনে,
তারার মেলায় চাঁদের ছবি
মিলাই আমার নীল গগনে।

ঠিক এভাবেই দিন প্রতিদিন
তোমার ঘরে সন্ধ্যা নামে,
দেখে তোমার সন্ধ্যানামা
মনের ব্যথা ইকটু থামে।

এমনি করেই মাসের শেষের
দু’দিন তোমার সন্ধ্যা দেখি,
আর বাকি দিন সন্ধ্যা দু’টি
স্মৃতির পাতার লাইনে লিখি।

মন্তব্য ১৮ টি রেটিং +২/-০

মন্তব্য (১৮) মন্তব্য লিখুন

১| ২০ শে ফেব্রুয়ারি, ২০১৬ সন্ধ্যা ৬:১২

বিজন রয় বলেছেন: এই সন্ধ্যায় সুন্দর একটি কবিতা পড়লাম।
+++++

শুভসন্ধ্যা।

২৯ শে ফেব্রুয়ারি, ২০১৬ বিকাল ৫:৩৪

আহমাদ মাগফুর বলেছেন: শুভসন্ধ্যা আপনাকেও ! পাঠের জন্য কৃতজ্ঞ! :)

২| ২০ শে ফেব্রুয়ারি, ২০১৬ সন্ধ্যা ৬:১৪

সোজোন বাদিয়া বলেছেন: সুন্দর মিষ্টি একটি কবিতার জন্য ধন্যবাদ।

২৯ শে ফেব্রুয়ারি, ২০১৬ বিকাল ৫:৩৬

আহমাদ মাগফুর বলেছেন: মিষ্টি? বাহ্! লেখার সময় মিষ্টতা পাই নি, এখন পেলাম। :)

৩| ২০ শে ফেব্রুয়ারি, ২০১৬ সন্ধ্যা ৬:২১

দিশেহারা রাজপুত্র বলেছেন:
সুন্দর। মিষ্টি কবিতা। :)

ছবিটা অসাধারণ। সংগ্রহে নিলাম।

২৯ শে ফেব্রুয়ারি, ২০১৬ বিকাল ৫:৩৮

আহমাদ মাগফুর বলেছেন: ধন্যবাদ প্রিন্স! সঙগ্রহশালা সমৃদ্ধ হউক আপনার! :)

৪| ২০ শে ফেব্রুয়ারি, ২০১৬ সন্ধ্যা ৬:২৩

আব্দুল্লাহ তুহিন বলেছেন: এই সন্ধ্যায় বল্গে আসা সার্থক হইল,,
আপনার কবিতাটা ভালো লাগল।

২৯ শে ফেব্রুয়ারি, ২০১৬ বিকাল ৫:৩৯

আহমাদ মাগফুর বলেছেন: এমন মন্তব্য পড়ে কবিওতো স্বার্থক হয়ে যায়। :)

৫| ২০ শে ফেব্রুয়ারি, ২০১৬ সন্ধ্যা ৬:৩৮

আরাফআহনাফ বলেছেন: " এমনি করেই মাসের শেষের
দু’দিন তোমার সন্ধ্যা দেখি,
আর বাকি দিন সন্ধ্যা দু’টি
স্মৃতির পাতার লাইনে লিখি।"

আকুতির অসাধারন প্রকাশ।
কবিতায় ভালো লাগা জানবেন।

ভালো থাকুন সবসময়।

২৯ শে ফেব্রুয়ারি, ২০১৬ বিকাল ৫:৪১

আহমাদ মাগফুর বলেছেন: মাসের শেষের দুদিন কেন জানেন! ঐ দুটো দিনই হোস্টেল ছুটি হতো। আমি বাসায় যেতাম। আর পাশের জানালায় তাকে দেখতাম।

৬| ২০ শে ফেব্রুয়ারি, ২০১৬ সন্ধ্যা ৬:৪০

মাহবুবুল আজাদ বলেছেন: খুবই সুন্দর

২৯ শে ফেব্রুয়ারি, ২০১৬ বিকাল ৫:৪২

আহমাদ মাগফুর বলেছেন: ধন্যবাদ প্রিয়!

৭| ২০ শে ফেব্রুয়ারি, ২০১৬ সন্ধ্যা ৭:১৫

রেজওয়ানা আলী তনিমা বলেছেন: চমৎকার।

২৯ শে ফেব্রুয়ারি, ২০১৬ বিকাল ৫:৪৩

আহমাদ মাগফুর বলেছেন: পড়েছেন বলেইতো। :)

৮| ২০ শে ফেব্রুয়ারি, ২০১৬ সন্ধ্যা ৭:৪৩

সুমন কর বলেছেন: সুন্দর হয়েছে।

২৯ শে ফেব্রুয়ারি, ২০১৬ বিকাল ৫:৪৪

আহমাদ মাগফুর বলেছেন: কবিতা সুন্দর হয় পাঠের পরে। ভালোবাসা জানবেন প্রিয়।:)

৯| ২০ শে ফেব্রুয়ারি, ২০১৬ সন্ধ্যা ৭:৪৪

সুমন কর বলেছেন: সুন্দর হয়েছে।

২৯ শে ফেব্রুয়ারি, ২০১৬ বিকাল ৫:৪৫

আহমাদ মাগফুর বলেছেন: ধন্যবাদ! :)

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.