নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমি আহমাদ মাগফুর। ৯৪ এ ময়মনসিংহে আমার জন্ম। স্কুল, কওমি আর আলিয়া -- সবার অবদান প্রাপ্ত হয়ে আপাতত আমি ‘মূর্খ কবি’ হিসেবে জীবনযাপন করছি। তাই আমার অনেক কিছু জানতে ইচ্ছে করে। জানতে ইচ্ছে করে, মানুষ কেন খুন করে! জানতে ইচ্ছে করে, মানুষ কেন ভালবাসে!

আহমাদ মাগফুর

অবশেষে তুমি নিরব হলে, নিভে যায় দিগন্তের বাতি। দিক ভুলে পিছু হাটতে হাটতে, বেড়ে যায় আঁধারের বেলা। পান্থপথের ফুটপাত মনে রাখে তোমার, মোমের মত নরম আঙুলের ছোঁয়া। ভুলে যাই তখন, দিগন্ত আমারও আছে। রৌদ্র নেই যদিও। নেই বসন্তের সুখময় রেখা। উত্তর দক্ষিণ সব কিছু ভুলে আমি তখন সে দিগন্তেই ঝুঁকি। বিকেলের শেষে যে দিগন্তে জ্বলে টুকটুকে লাল স্বপ্নের অনুশিখা। তাই সাধারণ চাওয়াটাই আজ হলো প্রতিবাদ। রাগে নয় অনুরাগে। শুধু একবার খুলে দাও দিগন্ত তোমার। সিঁথিতে সিঁদুর কি বা কবুল বলার আগে।

আহমাদ মাগফুর › বিস্তারিত পোস্টঃ

খুলে দাও দিগন্ত তোমার

২৯ শে ফেব্রুয়ারি, ২০১৬ বিকাল ৫:৫৫


অবশেষে তুমি নিরব হলে
নিভে যায় দিগন্তের বাতি,
দিক ভুলে পিছু হাটতে হাটতে
বেড়ে য়ায় আঁধারের বেলা,
পান্থপথের ফুটপাত মনে রাখে তুমার
মোমের মত নরম আঙুলের ছোঁয়া।

ভুলে যাই তখন, দিগন্ত আমারও আছে,
রৌদ্র নেই যদিও, নেই বসন্তের হলদে রেখা,
উত্তর দক্ষিণ সব কিছু ভুলে
আমি তবে সে দিগন্তেই ঝুঁকি,
বিকেলের শেষে যে দিগন্তে জ্বলে
টুকটুকে লাল স্বপ্নের অনুশিখা।

তাই সাধারণ চাওয়াটাই আজ
হলো প্রতিবাদ
রাগে নয় অনুরাগে,
শুধু একবার খুলে দাও দিগন্ত তুমার
সিঁথিতে সিঁদুর কি বা
কবুল বলার আগে।

মন্তব্য ১৪ টি রেটিং +০/-০

মন্তব্য (১৪) মন্তব্য লিখুন

১| ২৯ শে ফেব্রুয়ারি, ২০১৬ সন্ধ্যা ৬:৩৩

কল্লোল পথিক বলেছেন: বাহ!চমৎকার কবিতা।

০১ লা মার্চ, ২০১৬ বিকাল ৫:২১

আহমাদ মাগফুর বলেছেন: ধন্যবাদ কল্লোলদা! :)

২| ২৯ শে ফেব্রুয়ারি, ২০১৬ সন্ধ্যা ৬:৫৫

তার আর পর নেই… বলেছেন: প্রথমে অবশেষে শব্দটা থাকলেই ভালো হতো। তুমার কি ইচ্ছাকৃত?

০১ লা মার্চ, ২০১৬ বিকাল ৫:২৪

আহমাদ মাগফুর বলেছেন: হুম, তার শেষ করার পরেই আমি শুরু করতে চেয়েছি আমার বলা। তাই শেষ দিয়েই শুরু করতে হলো। :)

৩| ২৯ শে ফেব্রুয়ারি, ২০১৬ সন্ধ্যা ৭:০১

কথাকথিকেথিকথন বলেছেন: সুন্দর কবিতা । তবে মোম কী নরম !!

০১ লা মার্চ, ২০১৬ বিকাল ৫:২৬

আহমাদ মাগফুর বলেছেন: নরমইতো। তবে নরম করার জন্য ইকটু উষ্ণতা চাই। আর হাত ধরলেইতো উষ্ণতা। এরপরেই নরম হয়ে গলে যেতে থাকা। :)

৪| ২৯ শে ফেব্রুয়ারি, ২০১৬ সন্ধ্যা ৭:০৩

সুমন কর বলেছেন: মোটামুটি....

০১ লা মার্চ, ২০১৬ বিকাল ৫:২৯

আহমাদ মাগফুর বলেছেন: ধন্যবাদ বন্ধু! কবিতাকে জিমে পাঠাচ্ছি। মোটাও না আর মুটিও না। আশা রাখি এবার স্লিম হবে । :)

৫| ২৯ শে ফেব্রুয়ারি, ২০১৬ সন্ধ্যা ৭:১০

নেক্সাস বলেছেন: দিগন্তের বাতি উপমা টা ভাল লেগেছে।

তুমার=তোমার

০১ লা মার্চ, ২০১৬ বিকাল ৫:৩২

আহমাদ মাগফুর বলেছেন: হুম। নিয়মতো কিছু থাকেই। মাঝে মাঝে সে নিয়ম জানাই হয়ে উঠে না। আবার কখনো কখনো মানতে ইচ্ছে করে না। :)

৬| ২৯ শে ফেব্রুয়ারি, ২০১৬ রাত ৮:১২

মুসাফির নামা বলেছেন: শুভকামনা রইল।

০১ লা মার্চ, ২০১৬ বিকাল ৫:৩৩

আহমাদ মাগফুর বলেছেন: ভালোলাগা রেখে গেলাম। :)

৭| ২৯ শে ফেব্রুয়ারি, ২০১৬ রাত ১০:০৯

লাইলী আরজুমান খানম লায়লা বলেছেন: যাইহোক দারুন একটা কবিতা পড়লাম ----

০১ লা মার্চ, ২০১৬ বিকাল ৫:৩৫

আহমাদ মাগফুর বলেছেন: কতটা দারুণ হলো জানি না। কিন্তু এভাবে দারুণ বল্লে কার না ভালো লাগে বলুন!
পাঠ এবং মন্তব্যর জন্য কৃতজ্ঞতা জানবেন!

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.