নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমি আহমাদ মাগফুর। ৯৪ এ ময়মনসিংহে আমার জন্ম। স্কুল, কওমি আর আলিয়া -- সবার অবদান প্রাপ্ত হয়ে আপাতত আমি ‘মূর্খ কবি’ হিসেবে জীবনযাপন করছি। তাই আমার অনেক কিছু জানতে ইচ্ছে করে। জানতে ইচ্ছে করে, মানুষ কেন খুন করে! জানতে ইচ্ছে করে, মানুষ কেন ভালবাসে!

আহমাদ মাগফুর

অবশেষে তুমি নিরব হলে, নিভে যায় দিগন্তের বাতি। দিক ভুলে পিছু হাটতে হাটতে, বেড়ে যায় আঁধারের বেলা। পান্থপথের ফুটপাত মনে রাখে তোমার, মোমের মত নরম আঙুলের ছোঁয়া। ভুলে যাই তখন, দিগন্ত আমারও আছে। রৌদ্র নেই যদিও। নেই বসন্তের সুখময় রেখা। উত্তর দক্ষিণ সব কিছু ভুলে আমি তখন সে দিগন্তেই ঝুঁকি। বিকেলের শেষে যে দিগন্তে জ্বলে টুকটুকে লাল স্বপ্নের অনুশিখা। তাই সাধারণ চাওয়াটাই আজ হলো প্রতিবাদ। রাগে নয় অনুরাগে। শুধু একবার খুলে দাও দিগন্ত তোমার। সিঁথিতে সিঁদুর কি বা কবুল বলার আগে।

আহমাদ মাগফুর › বিস্তারিত পোস্টঃ

অসম তৃষ্ণা

০১ লা মার্চ, ২০১৬ বিকাল ৫:৪৬


আমি বড় তৃষ্ণার্ত
বুকে আমার তৃষ্ণার ব্যথা খুব,
তাই বুঝে না বুঝে রঙিন জলেতে দিয়েছি গোপন ডুব,
গিলেছি রঙচটা সব জল
গেয়েছি মিথ্যে তৃপ্তির গান
অথচ তৃষ্ণায় তৃষিতই হলো প্রাণ।

একথা শুনে তুমি রেগে বললে!
বোকা, জলতো আমার কাছেই ছিলো,
ছিলো গঙ্গার পবিত্র ঢেউ, ছিলো শীতল শুভ্র শিলও
মরুতে জল খোঁজার আগে আমায় ডাকনি কেনো!
কেন অসময়ের তৃষ্ণা নিয়ে অজাগাতে জল খুঁজে
আমায় করেছো হেনো!

নাকি জলকে আমার অপবিত্র বলেই জানো ?

বলছি আমায় একটু বিশ্বাস করো!
যতটা করা যায় একটা মাকড়সার ঘরকে,
অতটুকুই হয়ত যথেষ্ট হবে চিনতে আমার মনকে,

আমি জানি,
তুমি গঙ্গার ঢেউয়ে ভাসা শুভ্র কোমল কামিনী,
যতটা পবিত্র তোমার জল তার চেয়ে পবিত্র তুমি,

তবে অসময়ে তৃষ্ণাই হতে পারে আমার
সময়ের কোন ছল,
তৃষ্ণা মেটাতে ঘোলা হতে পারে তোমার কাখের জল,

তবে কেমন করে তোমার থেকেই নেই পিপাসার জল
অথচ আজও শুনছি এ বুকে অশ্লিল কোলাহল।

মন্তব্য ১০ টি রেটিং +৪/-০

মন্তব্য (১০) মন্তব্য লিখুন

১| ০১ লা মার্চ, ২০১৬ বিকাল ৫:৫১

সকাল রয় বলেছেন: বাহ! সুন্দর কবিতা

০১ লা মার্চ, ২০১৬ সন্ধ্যা ৬:০৪

আহমাদ মাগফুর বলেছেন: ধন্যবাদ সকালদা! :)

২| ০১ লা মার্চ, ২০১৬ বিকাল ৫:৫৮

তার আর পর নেই… বলেছেন: পড়তে পড়তে হাসলাম :D :D

ভাল্লাগছে! +

০১ লা মার্চ, ২০১৬ সন্ধ্যা ৬:০৪

আহমাদ মাগফুর বলেছেন: হাসাইতে চাইনাইতো। :( হাসছেন ক্যান?
তয় ভাল্লাগছে শুইনা কিন্তু আমারও ভাল্লাগছে........... :)

৩| ০১ লা মার্চ, ২০১৬ সন্ধ্যা ৬:০৪

হাসান নাঈম বলেছেন: তবে কেমন করে তোমার থেকেই নেই পিপাসার জল
অথচ আজও শুনছি এ বুকে অশ্লিল কোলাহল।

০১ লা মার্চ, ২০১৬ সন্ধ্যা ৬:১০

আহমাদ মাগফুর বলেছেন: এজন্যই শরমে আর তার জল খাইনি। :)
পাঠ এবং মন্তব্যর জন্য কৃতজ্ঞতা জানবেন হাসান নাঈম ভাই!

৪| ০১ লা মার্চ, ২০১৬ সন্ধ্যা ৬:১৩

অগ্নি কল্লোল বলেছেন: বাহ্ বলাৎকার হয়েছে ওহ সরি চমৎকার হয়েছে।

৫| ০১ লা মার্চ, ২০১৬ সন্ধ্যা ৭:১১

অভ্রনীল হৃদয় বলেছেন: ভাললাগা রেখে গেলাম কবিতায়!

৬| ০১ লা মার্চ, ২০১৬ রাত ১০:৫১

দিশেহারা রাজপুত্র বলেছেন:


আমি বড় তৃষ্ণার্ত

পাঠকের তৃষ্ণা পুরোপুরি মিটলো না কিন্তু।

৭| ০২ রা মার্চ, ২০১৬ সকাল ৯:৩৩

জনৈক অচম ভুত বলেছেন: মজা পাইলাম। =p~
পড়তে ভাল লেগেছে। :)

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.