নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমি আহমাদ মাগফুর। ৯৪ এ ময়মনসিংহে আমার জন্ম। স্কুল, কওমি আর আলিয়া -- সবার অবদান প্রাপ্ত হয়ে আপাতত আমি ‘মূর্খ কবি’ হিসেবে জীবনযাপন করছি। তাই আমার অনেক কিছু জানতে ইচ্ছে করে। জানতে ইচ্ছে করে, মানুষ কেন খুন করে! জানতে ইচ্ছে করে, মানুষ কেন ভালবাসে!

আহমাদ মাগফুর

অবশেষে তুমি নিরব হলে, নিভে যায় দিগন্তের বাতি। দিক ভুলে পিছু হাটতে হাটতে, বেড়ে যায় আঁধারের বেলা। পান্থপথের ফুটপাত মনে রাখে তোমার, মোমের মত নরম আঙুলের ছোঁয়া। ভুলে যাই তখন, দিগন্ত আমারও আছে। রৌদ্র নেই যদিও। নেই বসন্তের সুখময় রেখা। উত্তর দক্ষিণ সব কিছু ভুলে আমি তখন সে দিগন্তেই ঝুঁকি। বিকেলের শেষে যে দিগন্তে জ্বলে টুকটুকে লাল স্বপ্নের অনুশিখা। তাই সাধারণ চাওয়াটাই আজ হলো প্রতিবাদ। রাগে নয় অনুরাগে। শুধু একবার খুলে দাও দিগন্ত তোমার। সিঁথিতে সিঁদুর কি বা কবুল বলার আগে।

আহমাদ মাগফুর › বিস্তারিত পোস্টঃ

জান্নাতী

১৮ ই আগস্ট, ২০১৭ রাত ৯:৫৪



জান্নাতী
আহমাদ মাগফুর
_____________________

তুমি আমার "জান্নাতী'' এক নাম
মাটির ধরায় বেহেশতী এক ফুল,
তোমায় ছুঁতে মিটাই কিসের দাম
নামই তোমার স্বর্গ - সমতুল।

জীবন্তিকা হোক না যতই ছোট
মনের ভেতর হাজার দাবিদাওয়া,
তুমি আমার সকল দাবির মাঝে
ঝিনুক ভেঙে নতুন কিছু চাওয়া।

দূরত্ব আর ব্যবধানে থেকেও
বুকে আমার দাগ টেনে যাও খুবি,
ধাপ মেলে না যদিও তোমার সাথে
আমি তবু তোমার জলেই ডুবি।

স্বর্গ-সুখের স্থায়িত্বকাল খুঁজি
উড়াল-তারে যখন তুমি হাসো,
নিরব হলেই অবুঝ লাগে রোজ'ই
কেন্ যে তুমি একলা অমন ভাসো।

শরীর থেকে দূরে আছো, থাকো
হৃদয় ছেড়ে যেয়ো না আর মেয়ে,
তুমি কি আর মনের ভাষা পড়ো
মনটা তোমার শক্ত লোহার চেয়ে।

শিউলিফুলে শিশির পড়ার মত
তোমায় তো খুব যতন করেই চাই,
তুমি দেখাও কৃষ্ণ-কাঁটার পথ
উড়ে যেথায় স্বপ্ন পুড়ার ছাই।

সেই ভাবনায় পাথর হয়ে থাকো
আমিই একা স্বপ্ন-কমল আঁকি,
ভুলেও যদি পুষ্প হয়ে হাসো
আমি কেবল সে আশাতেই থাকি।

প্রতীক্ষাটা যদিও মরুর মত
সেই ভূমিতে ক্যাকটাসও তো থাকে,
বারুদজ্বলা বালুপথের ক্ষতে
কাঁটাগাছও শরাব ধরে রাখে।

তবুও যদি পাথর হয়েই থাকো
আমি হবো নির্ঝরিণী'র ঢল,
সারাটাক্ষণ তোমার উপর ঝরে
গড়বো প্রেমের কুসুম-সমতল।

-রামপুরা ঢাকা
৮ই অগাস্ট ২০১৭

মন্তব্য ৪ টি রেটিং +০/-০

মন্তব্য (৪) মন্তব্য লিখুন

১| ১৮ ই আগস্ট, ২০১৭ রাত ১০:০২

সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: সুন্দর লিখেছেন।

১৮ ই আগস্ট, ২০১৭ রাত ১০:০৪

আহমাদ মাগফুর বলেছেন: ধন্যবাদ ভাই।
তবে জান্নাতির মত সুন্দর হয়নাই বোধহয়। :)

২| ১৯ শে আগস্ট, ২০১৭ সকাল ১০:৩১

শুভ্র বিকেল বলেছেন: অনেক সুন্দর। শুভকামনা কবি।

২৩ শে ডিসেম্বর, ২০১৭ রাত ১২:০৭

আহমাদ মাগফুর বলেছেন: ধন্যবাদ প্রিয় শুভ্র বিকেল! :)

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.