নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

অধ্যায়ন ও গবেশনা মানুষের জ্ঞানের পরিধি বাড়ায়। সাথে সাথে অন্যদের সাথে তা শেয়ার করলে অন্যমানুষও উপকৃত হয়। এজন্যই আমার এপথে চলা।

আহমদউসামা

১জন স্বাধারন মানুষ।

আহমদউসামা › বিস্তারিত পোস্টঃ

সমাজকে সুন্দর করতে পারিবারিক দীক্ষা বড় গুরুত্বপূর্ণ

০১ লা জুন, ২০১৮ রাত ৮:২৬



একটি সন্তান যখন জন্ম হয় তখন সে থাকে একদমই নিষ্পাপ।
ন্যায়, অন্যায়, ভালমন্দ কোনকিছুর বুঝই থাকেনা তার মস্তিস্কে। ধীরে ধীরে যখন তার মস্তিস্ক বিকাশ লাভ করে, ক্রমান্বয়ে সবকিছু সে বুঝতে ও জানতে শুরু করে। তার চারপাশে যা কিছু সে দেখে তার নতুন বিকাশ লাভ করা সতেজ মস্তিস্ক সেটাকেই সংরক্ষণ করে রাখে। আর এজন্যই দেখা যায় যে, মানুষ চলার পথে অনেককিছু ভুলে গেলেও একদম ছোটবেলায় তার সাথে ঘটে যাওয়া অনেক ঘটনা মনে রাখতে পারে। এর এটাই কারন- সে যখন ঐ ঘটনার সম্মুখীন হয়েছিল তখন তার মস্তিস্ক ছিল প্রখর ও সতেজ।
ঐ মানব শিশু তখন তার চারপাশের পরিস্থিতি দেখে দীক্ষা লাভ করে।
যখন সে তার চারপাশে সৎ মানুষের কার্যকলাপ দেখতে পায় তখন সে সৎ বা ভালমানুষের আচরণ শেখে এবং সাথেসাথে তার মস্তিস্ক উন্নত হতে থাকে। আর যখন সে তার চারপাশে অসৎ মানুষের অশুভ পরিস্থিতি দেখে তখন সে মানসিক ভাবে আঘাতপ্রাপ্ত হয়। যা সে কখনোই প্রকাশ করতে পারেনা। কিন্তু একই সাথে ঐ পরিস্থিতির কারনে তার মস্তিস্ক অসৎ পথে এগিয়ে যাওয়ার একটা পথ আবিস্কার করে ফেলে।
পরবর্তীতে তার শিশুকালের সীমার মধ্যেই যদি কোনভাবে তাকে সৎপথে এগিয়ে যাওয়ার ও অসৎ পথ থেকে বেঁচে থাকার যথাযথ কোন দীক্ষা না দেওয়া হয়, একটা সময় সে মহা অন্যায়ের জগতে চলে যায়। যখন তাকে ফিরিয়ে আনা বড় অসাধ্য হয়ে যায়।
যেমন গুরুজনরা বলে থাকেন-
কাঁচায় না নোয়ালে বাঁশ,
পাকলে করে ঠাস ঠাস।
বিষয়টা আসলে এমনই।
আজকে যারা সমাজে অসংগতি সৃষ্টি করে বেড়ায়। যারা অন্যায়, জুলুম, অত্যাচার, লুন্ঠন ও দূর্নীতি করে সমাজকে নষ্ট করে দিচ্ছে। খুঁজলে হয়তো দেখা যাবে যে, সে হঠাৎ করেই এতো বড় কোন অন্যায় করে ফেলেনি। ছোটছোট অন্যায় করতে করতে অভ্যস্ত হয়ে একটা পর্যায় সে বড় ধরনের কোন অন্যায় কাজে জড়িয়েছে।
তাই এখনই সতর্ক হওয়া উচিৎ অভিভাবকদের। যাতে ছোটছোট অপরাধ করতে করতে কোন সন্তান অপরাধে অভ্যস্ত হয়ে না পড়ে।
যদি সন্তানকে স্বঠিক নিয়মে নিয়ন্ত্রনে রাখা যায়। অবশ্যই একটা সময় ভবিষ্যত প্রজন্ম সুন্দর এক পরিবেশ সুন্দর এক সমাজ গঠন করে সুন্দর একটি দেশ জাতিকে ‍উপহার দেবে।

_________
ওমর আব্দুল্লাহ।
যাত্রাবাড়ী, ঢাকা।
(০১৯৩৩৭৭৯২৫০)

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.