নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

দিনের কোন শেষ নেই । এ এক অনন্ত ধারা....।

রক্তাক্ত-আমি

খুব বাজে স্বভাবের স্বর্থপর একটা বদ্ধ পাগল মানুষ আমি ! আমাতে কারো সুখ খুঁজতে নেই ! অনেক ইচ্ছা হয় ভালবাসবার, কিন্তু ভয় হয় মর্যাদা রক্ষার, তাই ভালবাসার সাথে আমার আঁড়ি, মাঝে মাঝে ভালবাসা আমাকে ধিক্কার দেয়, আমি প্রতিবাদ করতে পারিনা, মুখ বুজে মাথা নুইয়ে শুধু সয়ে যাই । অবাক বিস্ময়ে তাকিয়ে থাকি সৌন্দর্যে, একটু পরেই ঘোর কাটে, বুঝি সে আমার নয় ! এভাবেই কেটে যায় আমার না পাবার রিক্ত হস্ত জাগরিত প্রহরগুলো, আর দিবা - সে তো নিশির অপেক্ষার ব্যস্ততায় ! তাই অতৃপ্তির কষাঘাতকে অমরলোকীয় মেনে ভেতর থেকে কেউ বলে ওঠে - এই বেশ ভাল আছি ! জানি ভাল থাকতে নেই, ভাল মানুষ ভাল থাকেনা, নিজেকে ভাল বলে কখনো মনেও করিনা । শত বিপত্তির মাঝেও এই একটা সান্তনামূলক বাণীর গর্ভেই সন্তুষ্টি খুঁজে পাই । বার বার বাহুল্য দোষে দুষ্ট আমি, তাই বর্জনীয়, ঘৃণ্য, আর ভাগ্যের কাছে তো বার বারই অপদস্ত, নিগৃহিত, বিতাড়িত । খুব আশাবাদী, ওটাই বারবার সঞ্জীবণী শক্তি জুগিয়ে বাঁচিয়ে রেখেছে আমায় । বুঝেছি ভালবাসা না দিলে ভালবাসা পাওয়া যায় না, তাই তো এ জীবনে আর ভালবাসা হল না । ঝলসে যাওয়া এক নাগরিক আমি ।

রক্তাক্ত-আমি › বিস্তারিত পোস্টঃ

......।।রক্ত-গালিচার আরেক অধ্যায়।।......

০৩ রা জানুয়ারি, ২০১৩ বিকাল ৩:১৪

সোহেলী,

জীবনটা একাটা সিগারেটেই আঁটকে গেল । প্রতি সন্ধায় মানিক মিয়ার সামনে দিয়ে সংসদের পথ ধরে হেঁটে চলি । সাথে একটা শত স্বপ্নের চিতা হয়ে সেই সিগারেট । ভাবি একসময় ঐ হাতের আঙ্গুলাবদ্ধ ছিলে তুমি । তুমি ?? নাকি তোমার সর্বস্ব ?? সে রকমই তো জানতাম । জীবন টা কোথায় ঠেকে গেল বলত ?? মাঝে মাঝে খুব হিসাব যন্ত্র নিয়ে বসতে ইচ্ছা হয় । গুনে গুনে দেখতে ইচ্ছা হয় যা ঘটল তা কি কেবলই ঘটল ?? অনেক খানি কি তার ঘটান হল না ?? আরও কিছু তার ঘটার ছিল না ?? জানো সোহেলী, তোমাকে ভীষণ 'কামিনী' বলে ডাকতে ইচ্ছা হয় । নামটা ভীষণ অপছন্দের ছিল তোমার । জীদ করেও এক সপ্তাহের বেশী ডাকতে পারিনি । খুব ইচ্ছা ছিল ঐ নামটাই তোমার গায়ে চিরদিনের জন্যে লটকিয়ে দেব । আমার কোন ইচ্ছাটাই বা সফলতার পথ মাড়াল ! তুমি চাইতে 'জান' বলে ডাকতে । কিন্তু আমার কাছে সব গতানুগতিক ঠেকত । রিকশায় হুড টেনে বসা । কতক বার অতি রঞ্জিত করে বলা তুমিই আমার সব । তোমাকে ছাড়া বাঁচব না । শুধুই মন রক্ষার তরে বিবেকবোধকে পাড়িয়ে চেপে বলতে হবে কত কী । এসব আমার সইত না । শুধু এটুক বলতে পারি তোমার তরে সঁপে ছিলাম আমার সব । সব দোষের একচ্ছত্র অধিপতি আমি । এইতো তোমার ধারণা । শুধু ধারণা নয় । পরম বিশ্বাস । সে যুগের আস্তিকেরাও এমন বিশ্বাসের সেই বিশ্বাসের আবর্তে আঁটকে যেত না ।



জানো, সিগারেটের শেষ চুমুক ঘনিয়ে আসতেই নিজের ঘটে যাওয়া নিষ্পেষিত পরিনতির কথা মনে পড়ে । সিগারেটের শেষ টানটা দিতেই ভেতর থেকে আবশ্যম্ভাবী চাপা পড়া একটা লাশের গন্ধ ধেয়ে আসে । সিগারেট শেষে ওর প্রয়োজন ফুরালে যখন মাটিতে ফেলে পায়ের নিচে.........তখন খুব তোমার নিষ্ঠুরতার কথা বুকের বাম পাশটায় বিঁধতে থাকে, সোহেলী । জীবনটাকে বড় বেশী বাস গাড়ী মনে হতে শুরু হয়েছে । তুমি এক যাত্রী ছিলে । প্রয়োজনে এক স্টপেজে থেকে গিয়েছ । সিগারেট শেষে খামার বাড়ির মোড়তা পাড় হতেই মাথার ভেতরটা দুর্বিপাকে ঘুরতে থাকে যেন সারা বিশ্ব আমায় নিয়ে সার্কাস দেখছে । সোহেলী, সত্যিই কি আমি কোন সার্কাসের জোকার ছিলাম । তুমি হাসছো ?? হাসো । দিনে দিনে তোমার প্রতি ক্ষোভটা পুরো বিশ্বময় ছড়িয়ে পড়ছে ।



একটা ব্যাপারে আজো নিজেকে সফল করতে পারলাম না । তোমার দেওয়া কষ্টগুলো অনেক সইয়েছি । কতক ভুলেওছি । কিন্তু অপ্রাপ্তির এ বিষবাষ্পে শত সহস্র চেষ্টার-প্রচেষ্টার জলাঞ্জলি হয়েছে । তবু তোমায় আজোবধি ঘৃণা করতে পারলাম না । ক্ষমা কর এ অপারগতায় । কখনই অযাচিতভাবে তোমার খোঁজ নিতে চাইনি । তবুও কতক উড়ো চিঠি পাই । শুন

লাম শ্রেয়ার কাছে আমার নাম করেছ । আমি ধন্য হয়েছি শুনে । জানতে চেয়েছ আর কাউকে সঙ্গী করেছি কিনা । এই প্রশ্নের কোন মানে হয় বল ?? এর উত্তর তো সেই কবেই তুমি পেয়েছ । নাকি খানিকটা পরখ করে দেখলে । আর কি প্রয়োজন এই মিছে আশায় নিরিক্ষনের এই নিরুত্তাপের আয়োজন । শুনলাম তোমার তার প্রস্থানের পর নবাগতকেই আকড়ে ধরে দিনাতিপাত করছ । দুঃখ নেই । খানিকটা আফসোস হয় । সঙ্গীবিহীন জীবনটা মন্দ না । বেশ কেটে যায় । শুধু ক্ষণে ক্ষণে মনে হয় বুকের ভেতরটা কেউ একজন ক্ষুরের ধারে আস্তে আস্তে চিরে দিচ্ছে । আমাদের এই সঙ্গিহীন নিঃসঙ্গ জীবনে তোমায় রক্ত-গালিচার শুভেচ্ছা .. .. .. .. .. ..

মন্তব্য ২ টি রেটিং +০/-০

মন্তব্য (২) মন্তব্য লিখুন

১| ০৪ ঠা জানুয়ারি, ২০১৩ রাত ২:২৩

শার্লক বলেছেন: মাঝে মাঝে সঙ্গীবিহীন জীবন ভালই লাগে।

০৬ ই জানুয়ারি, ২০১৩ রাত ৩:০৮

রক্তাক্ত-আমি বলেছেন: জীবনে যা সত্যিকারে পাবার তা ওখানেই মেলে ।।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.