![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
খুব বাজে স্বভাবের স্বর্থপর একটা বদ্ধ পাগল মানুষ আমি ! আমাতে কারো সুখ খুঁজতে নেই ! অনেক ইচ্ছা হয় ভালবাসবার, কিন্তু ভয় হয় মর্যাদা রক্ষার, তাই ভালবাসার সাথে আমার আঁড়ি, মাঝে মাঝে ভালবাসা আমাকে ধিক্কার দেয়, আমি প্রতিবাদ করতে পারিনা, মুখ বুজে মাথা নুইয়ে শুধু সয়ে যাই । অবাক বিস্ময়ে তাকিয়ে থাকি সৌন্দর্যে, একটু পরেই ঘোর কাটে, বুঝি সে আমার নয় ! এভাবেই কেটে যায় আমার না পাবার রিক্ত হস্ত জাগরিত প্রহরগুলো, আর দিবা - সে তো নিশির অপেক্ষার ব্যস্ততায় ! তাই অতৃপ্তির কষাঘাতকে অমরলোকীয় মেনে ভেতর থেকে কেউ বলে ওঠে - এই বেশ ভাল আছি ! জানি ভাল থাকতে নেই, ভাল মানুষ ভাল থাকেনা, নিজেকে ভাল বলে কখনো মনেও করিনা । শত বিপত্তির মাঝেও এই একটা সান্তনামূলক বাণীর গর্ভেই সন্তুষ্টি খুঁজে পাই । বার বার বাহুল্য দোষে দুষ্ট আমি, তাই বর্জনীয়, ঘৃণ্য, আর ভাগ্যের কাছে তো বার বারই অপদস্ত, নিগৃহিত, বিতাড়িত । খুব আশাবাদী, ওটাই বারবার সঞ্জীবণী শক্তি জুগিয়ে বাঁচিয়ে রেখেছে আমায় । বুঝেছি ভালবাসা না দিলে ভালবাসা পাওয়া যায় না, তাই তো এ জীবনে আর ভালবাসা হল না । ঝলসে যাওয়া এক নাগরিক আমি ।
অনেক বেশী রাত না হলেও শীতের দিনে এখন বেশ রাত ।
এই রাতে, এই সময়, এই মুহূর্তে কত প্রেমিক-প্রেমিকা মোবাইলে কথা বলে অনেক গভীরে চলে যাচ্ছে । অনেক প্রেমিক তার ভিক্ষার ঝুলিটা অগ্রসর করে দিয়ে নিজেকে কারো পদযুগলে বিসর্জন দিয়ে নিজের ব্যাক্তিত্ব থেকে সরে যাচ্ছে । কিম্বা মানবপ্রেমের উজ্জ্বল দৃষ্টান্ত রেকগে চলেছে ।
অনেক দম্পতি নিজেদের দৈহিক চাহিদা মিটিয়ে চলেছে বন্য কায়দায় । আবার ঠিক এই সময়েই সদ্য বিবাহিত বর-বধু বাসরের পুষ্প শোভিত' শয্যায় মুখোমুখি - এখন লজ্জা ভাঙ্গার জন্য যথেষ্ট সাহস করে উঠতে পারেনি বলে চুপ করে অবনত শিরে নীরবতার এক হিম শীতল শব্দে-ছন্দে আর আকাঙ্ক্ষার অপেক্ষায় ।
এতক্ষনে দৌলতদিয়ার অনেক ব্যাবসায়ী তার বারংবার চাষ দেওয়া কয়েকজনকে কৃষক বানিয়েছে, তারা লাঙ্গল চষে এতক্ষণেই সবটুকু বুঝে নিয়ে চলে গেছে । অনাক পতিতার মনে হয়ত এইমাত্র একটা সন্তান কামনা কয়েকটা সেকেন্ডের জন্য উঁকি দিল - আবার নিমিষেই তা নিবারিত হল । সন্তানটা মেয়ে হলে ভাল হতো ।
অনেক মাদকসেবী সূচটা ব্যাবহারের আগে একটুখানি ভেবে নিল - আজ কি না নিলেই নয় ?? কিন্তু ভাবনা অবশ্যসম্ভাবী সূর্যের মত ডুবে গেল । অনেকে আজ অভিষেকের পথে ।
আর - আর অনেকেই ঘুমিয়ে । কেউ কেউ গভীর ঘুমে এতটাই মগ্ন যে স্বপ্ন দেখতেও ভুলে গেছে । এদের মধ্যে আছে আমার অনেক সুন্দর বন্ধুরা ।
অনেক আশা করে আজ একটা তুচ্ছ জিনিস চাইলাম । কিন্তু এভাবেই যে কাউকে ফিরিয়ে দেওয়া যায় তা জানা ছিল না । অনেকটা জ্ঞানের অভাব বর্তমান ছিল - তা পূর্ণ হতে শুরু করল ।
বুঝলাম সময় অনেক গড়িয়েছে । তুমি আর আমার নও । কিন্তু আমার যে বিশ্বাস তা তোমাতেই আঁটকে আছে । এভাবেই বুঝি অনেক ভালোবাসা তার নিদারুণ পরিণতি দেখে শিউরে ওঠে ।
আমি এমনই একটা মুহূর্তের মুখোমুখি, কামিনী ।
৩০/০১/১২; রাত ১১:৩৬ ।
০৫ ই জানুয়ারি, ২০১৩ দুপুর ২:২৭
রক্তাক্ত-আমি বলেছেন: লেখাটা ঐ সময় লেখা । মূল প্রবন্ধের বাইরে ওটা ।। ধন্যবাদ ।।
©somewhere in net ltd.
১|
০৪ ঠা জানুয়ারি, ২০১৩ দুপুর ২:২০
শার্লক বলেছেন: ১১.৩৬ টা এমন কোন রাত হইলো। এসময় তো সবাই নেট, টিভি নিয়ে ব্যস্ত থাকে।