নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

দিনের কোন শেষ নেই । এ এক অনন্ত ধারা....।

রক্তাক্ত-আমি

খুব বাজে স্বভাবের স্বর্থপর একটা বদ্ধ পাগল মানুষ আমি ! আমাতে কারো সুখ খুঁজতে নেই ! অনেক ইচ্ছা হয় ভালবাসবার, কিন্তু ভয় হয় মর্যাদা রক্ষার, তাই ভালবাসার সাথে আমার আঁড়ি, মাঝে মাঝে ভালবাসা আমাকে ধিক্কার দেয়, আমি প্রতিবাদ করতে পারিনা, মুখ বুজে মাথা নুইয়ে শুধু সয়ে যাই । অবাক বিস্ময়ে তাকিয়ে থাকি সৌন্দর্যে, একটু পরেই ঘোর কাটে, বুঝি সে আমার নয় ! এভাবেই কেটে যায় আমার না পাবার রিক্ত হস্ত জাগরিত প্রহরগুলো, আর দিবা - সে তো নিশির অপেক্ষার ব্যস্ততায় ! তাই অতৃপ্তির কষাঘাতকে অমরলোকীয় মেনে ভেতর থেকে কেউ বলে ওঠে - এই বেশ ভাল আছি ! জানি ভাল থাকতে নেই, ভাল মানুষ ভাল থাকেনা, নিজেকে ভাল বলে কখনো মনেও করিনা । শত বিপত্তির মাঝেও এই একটা সান্তনামূলক বাণীর গর্ভেই সন্তুষ্টি খুঁজে পাই । বার বার বাহুল্য দোষে দুষ্ট আমি, তাই বর্জনীয়, ঘৃণ্য, আর ভাগ্যের কাছে তো বার বারই অপদস্ত, নিগৃহিত, বিতাড়িত । খুব আশাবাদী, ওটাই বারবার সঞ্জীবণী শক্তি জুগিয়ে বাঁচিয়ে রেখেছে আমায় । বুঝেছি ভালবাসা না দিলে ভালবাসা পাওয়া যায় না, তাই তো এ জীবনে আর ভালবাসা হল না । ঝলসে যাওয়া এক নাগরিক আমি ।

রক্তাক্ত-আমি › বিস্তারিত পোস্টঃ

=ঈদ মোবারক=

২১ শে জানুয়ারি, ২০১৩ দুপুর ১:৪০

=ঈদ মোবারক=



নিঃসীম সমুদ্রের অপার থেকে জাহানারা ইমামের উল্লাস শুনতে পাচ্ছি । শেখ মুজিবুরের টোল ফোলান মুখে অশ্রুসিক্ত সৈজ্জল হাসির উন্মাদ দেখতে পাচ্ছি । গণকবরের ভীর ঠেলে করিমন বানু উঠে দাঁড়িয়ে দু'হাত তুলে বুকের কাপড় সরিয়ে চিৎকার হানছে - খা পশুরা, খা । ১৩ বছরের সেই বালিকা আজ আবার কানামাছি খেলবে বলে ঘর ছেড়ে বেরিয়ে পড়েছে দুর্বিপাকের বেগে । খুলনায় সম্ভ্রম হারানো মায়ের যোনি থেকে বেরিয়ে এসে কালো রঙ্গে লাল হওয়া পতাকা আজ বিশুদ্ধ বাতাসে উড়তে চায় । একাত্তরে ঘর পোড়া নরেন এখন মুচি । এতো দিন ধরে ধার দেওয়া জুতা আজ প্রস্তুত । পদ্মা তার স্রোতের বুক চিড়ে রক্তিম লাল ঢেউ দেখাচ্ছে । শরণার্থী শিবিরে যে শিশুর বুকের চিত্র ছিল খাঁজ কাটা - তার বুকের হাড়গুলো বেরিয়ে এসে বিদ্ধ হতে চায় ওদের বক্ষপৃষ্ঠে । সজীব নামের চার বছরের শিশু বালকটি; সেবার ঈদের আনন্দ করতে পারেনি । খুব কেঁদেছিল - বিনিময়ে আতঙ্ক ছাড়া কিছুই পায়নি । তার পক্ষ থেকে সবাইকে - ঈদ মোবারক ।

মন্তব্য ১৪ টি রেটিং +৫/-০

মন্তব্য (১৪) মন্তব্য লিখুন

১| ২১ শে জানুয়ারি, ২০১৩ দুপুর ১:৪২

এক্সট্রাটেরেস্ট্রিয়াল স্বর্ণা বলেছেন:
প্রিয়তে।

২| ২১ শে জানুয়ারি, ২০১৩ দুপুর ১:৫৫

রক্তাক্ত-আমি বলেছেন: ধন্যবাদ

৩| ২১ শে জানুয়ারি, ২০১৩ দুপুর ১:৫৫

লাবনী আক্তার বলেছেন: ভালো লাগা দিলাম।

২১ শে জানুয়ারি, ২০১৩ দুপুর ১:৫৮

রক্তাক্ত-আমি বলেছেন: নিলেম

৪| ২১ শে জানুয়ারি, ২০১৩ দুপুর ১:৫৬

কান্ডারি অথর্ব বলেছেন:
ভালো লাগা দিলাম ++++

২১ শে জানুয়ারি, ২০১৩ দুপুর ১:৫৮

রক্তাক্ত-আমি বলেছেন: ++++ নিলেম

৫| ২১ শে জানুয়ারি, ২০১৩ দুপুর ২:১০

নিয়েল ( হিমু ) বলেছেন: ছোট কালে ঈদের আগের রাতে যেই ফুর্তি আসত আজকে সেই রকম লাগছে ।

২১ শে জানুয়ারি, ২০১৩ বিকাল ৩:২০

রক্তাক্ত-আমি বলেছেন: সত্যিই !!

৬| ২১ শে জানুয়ারি, ২০১৩ দুপুর ২:৪৬

আব্দুর রহ্‌মান বলেছেন: বয়স হবার পর ঈদের আনন্দে ভাটা পরছিলো।

আজ মনে পরে গেল ছোট বেলার আনন্দের নিরভেজাল অনুভুতি।

বাংগালী জাতি বহু দিন পর আজ একসাথে হাসছে......

২১ শে জানুয়ারি, ২০১৩ বিকাল ৩:২২

রক্তাক্ত-আমি বলেছেন: সকালে ঘুম ভাঙতেই ঝলকানি । মনে রাখার মত ।

৭| ২১ শে জানুয়ারি, ২০১৩ বিকাল ৩:০৫

চলতি নিয়ম বলেছেন: এই খুশির দিনে আসুন মিষ্টি পরিহার করে শুধু কাচ্চি খাই।

২১ শে জানুয়ারি, ২০১৩ বিকাল ৩:২৩

রক্তাক্ত-আমি বলেছেন: মিষ্টি রোস্ট করে খাবো !! :P

৮| ২১ শে জানুয়ারি, ২০১৩ রাত ৮:৪৮

সচেতন বলেছেন: বাজি ধরতে পারি, এই আমলে ঝুলাবে না, জাস্ট রায় দিয়ে রাইখা দিল !

২১ শে জানুয়ারি, ২০১৩ রাত ১০:৫৮

রক্তাক্ত-আমি বলেছেন: বাঙ্গালি অতো সহজে ছেড়ে দিবে না !!

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.