নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

দিনের কোন শেষ নেই । এ এক অনন্ত ধারা....।

রক্তাক্ত-আমি

খুব বাজে স্বভাবের স্বর্থপর একটা বদ্ধ পাগল মানুষ আমি ! আমাতে কারো সুখ খুঁজতে নেই ! অনেক ইচ্ছা হয় ভালবাসবার, কিন্তু ভয় হয় মর্যাদা রক্ষার, তাই ভালবাসার সাথে আমার আঁড়ি, মাঝে মাঝে ভালবাসা আমাকে ধিক্কার দেয়, আমি প্রতিবাদ করতে পারিনা, মুখ বুজে মাথা নুইয়ে শুধু সয়ে যাই । অবাক বিস্ময়ে তাকিয়ে থাকি সৌন্দর্যে, একটু পরেই ঘোর কাটে, বুঝি সে আমার নয় ! এভাবেই কেটে যায় আমার না পাবার রিক্ত হস্ত জাগরিত প্রহরগুলো, আর দিবা - সে তো নিশির অপেক্ষার ব্যস্ততায় ! তাই অতৃপ্তির কষাঘাতকে অমরলোকীয় মেনে ভেতর থেকে কেউ বলে ওঠে - এই বেশ ভাল আছি ! জানি ভাল থাকতে নেই, ভাল মানুষ ভাল থাকেনা, নিজেকে ভাল বলে কখনো মনেও করিনা । শত বিপত্তির মাঝেও এই একটা সান্তনামূলক বাণীর গর্ভেই সন্তুষ্টি খুঁজে পাই । বার বার বাহুল্য দোষে দুষ্ট আমি, তাই বর্জনীয়, ঘৃণ্য, আর ভাগ্যের কাছে তো বার বারই অপদস্ত, নিগৃহিত, বিতাড়িত । খুব আশাবাদী, ওটাই বারবার সঞ্জীবণী শক্তি জুগিয়ে বাঁচিয়ে রেখেছে আমায় । বুঝেছি ভালবাসা না দিলে ভালবাসা পাওয়া যায় না, তাই তো এ জীবনে আর ভালবাসা হল না । ঝলসে যাওয়া এক নাগরিক আমি ।

রক্তাক্ত-আমি › বিস্তারিত পোস্টঃ

ধর্মের ধমান্ধতা !!

২৫ শে জানুয়ারি, ২০১৩ দুপুর ১:২২

যেখানে ধর্মের সৃজন হয়েছিল বিশ্ব মানবতার মুক্তির চাবি হিসেবে, আজ সেখানে ধর্মই মানববতার জন্যে সব চেয়ে বড় হুমকি । আজোবধি যে পরিমাণ দাঙ্গা-হাঙ্গামা, বিশৃঙ্খলা আর ধর্মের অন্ধ দর্শনে মানুষ হত্যা করা হয়েছে তার কিয়দাংশও অন্য কোন ইস্যুতে হয়নি । শান্তি প্রতিষ্ঠা করতে গিয়ে যদি আরেক অশান্তির অবতারণা করতে হয়, নিশ্চয় তা ফন্দির ফাঁদ । 'হীরক রাজার দেশে' মগজ ধোলাইয়ের উল্লেখ আছে । ধর্মীয় এজেন্টগুলো তাদের অনুসারীদের এমনই করে মগজ ধোলাই দিচ্ছে । যেন ধর্মকে প্রতিষ্ঠাই সব এবং তার নিমিত্তে যা খুশি চালানো যেতে পারে । ধর্ম এখন একটা হাতিয়ার মাত্র । এর আর অন্য কোন ব্যাবহার নেই । আর অত্যন্ত পরিতাপের বিষয় - যারা নেতৃত্বের পর্যায়ে আছে তারাই মূলত অবিশ্বাসী । ধর্ম এখন ব্যাবসার পুঁজি । অন্ধ ধার্মিকরা পণ্য ।

মন্তব্য ৯ টি রেটিং +০/-০

মন্তব্য (৯) মন্তব্য লিখুন

১| ২৫ শে জানুয়ারি, ২০১৩ দুপুর ১:২৫

সাইফুল আলী বলেছেন: ইয়েস প্রথম এবং দ্বিতীয় বিশ্বযুদ্ধও ধর্মের জন্য হইছিলো :) :) :)


হে হে কে বলছে জাতীয়তাবাদের জন্য হইছিলো :D :D :D

২৬ শে জানুয়ারি, ২০১৩ রাত ১:৫৯

রক্তাক্ত-আমি বলেছেন: ধর্মান্ধতাই প্রথম প্রেরণা যোগায়

২| ২৫ শে জানুয়ারি, ২০১৩ দুপুর ১:২৭

অনিমেষ রহমান বলেছেন: ধর্মের রাজনীতির সবচেয়ে ভয়াবহ উদাহরন আজকের ফাকিস্তান।

২৬ শে জানুয়ারি, ২০১৩ রাত ২:০০

রক্তাক্ত-আমি বলেছেন: উচিত বাক্য

৩| ২৫ শে জানুয়ারি, ২০১৩ দুপুর ১:৫১

abdur_rahimhappy বলেছেন: মানুষ যত দিন সত্যের ধর্মে ফিরবেনা তত দিন
এই সমস্য থকবে ।

২৬ শে জানুয়ারি, ২০১৩ রাত ২:০১

রক্তাক্ত-আমি বলেছেন: হতে পারে

৪| ২৫ শে জানুয়ারি, ২০১৩ দুপুর ১:৫৭

সাইফুল আলী বলেছেন: ফাকিস্তানের সাথে আরও একটা দেশ এই ধর্মীয় দাঙ্গাবাজ।আর সেই ড্যাশ হইতাছে ভারত।আচিরেই ভারত হিন্দুত্তবাদ দ্বারা আক্রান্ত হইবে

৫| ২৫ শে জানুয়ারি, ২০১৩ দুপুর ২:১৬

এম আর ইকবাল বলেছেন: ধমের্র রাজনীতির বড় উদাহরন হচ্ছে ধর্মের বিভক্তি । এক্ই ধর্মে মতাদর্শ অনেক ।

২৬ শে জানুয়ারি, ২০১৩ রাত ২:০২

রক্তাক্ত-আমি বলেছেন: বিকৃতিকরণই দায়ী

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.