![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
খুব বাজে স্বভাবের স্বর্থপর একটা বদ্ধ পাগল মানুষ আমি ! আমাতে কারো সুখ খুঁজতে নেই ! অনেক ইচ্ছা হয় ভালবাসবার, কিন্তু ভয় হয় মর্যাদা রক্ষার, তাই ভালবাসার সাথে আমার আঁড়ি, মাঝে মাঝে ভালবাসা আমাকে ধিক্কার দেয়, আমি প্রতিবাদ করতে পারিনা, মুখ বুজে মাথা নুইয়ে শুধু সয়ে যাই । অবাক বিস্ময়ে তাকিয়ে থাকি সৌন্দর্যে, একটু পরেই ঘোর কাটে, বুঝি সে আমার নয় ! এভাবেই কেটে যায় আমার না পাবার রিক্ত হস্ত জাগরিত প্রহরগুলো, আর দিবা - সে তো নিশির অপেক্ষার ব্যস্ততায় ! তাই অতৃপ্তির কষাঘাতকে অমরলোকীয় মেনে ভেতর থেকে কেউ বলে ওঠে - এই বেশ ভাল আছি ! জানি ভাল থাকতে নেই, ভাল মানুষ ভাল থাকেনা, নিজেকে ভাল বলে কখনো মনেও করিনা । শত বিপত্তির মাঝেও এই একটা সান্তনামূলক বাণীর গর্ভেই সন্তুষ্টি খুঁজে পাই । বার বার বাহুল্য দোষে দুষ্ট আমি, তাই বর্জনীয়, ঘৃণ্য, আর ভাগ্যের কাছে তো বার বারই অপদস্ত, নিগৃহিত, বিতাড়িত । খুব আশাবাদী, ওটাই বারবার সঞ্জীবণী শক্তি জুগিয়ে বাঁচিয়ে রেখেছে আমায় । বুঝেছি ভালবাসা না দিলে ভালবাসা পাওয়া যায় না, তাই তো এ জীবনে আর ভালবাসা হল না । ঝলসে যাওয়া এক নাগরিক আমি ।
শেষ কবে গান শুনে কেঁদেছি মনে পড়ছিল না । পরে মনে পড়ল 'চ্যাপলিন' মুভির 'যা কিছু আছে' গানটা শুনে বেশ খানিকটা চোখের পাতা ভিজিয়ে ছিলাম । আজ আবার ভিজল । কয়েক দিন ধরেই গানটা নিয়ে অনলাইন পাড়া সরগরম । শুধু নিন্দাই শুনছি । গানটা শোনার আগেই গানের প্রতি ঘৃণা জন্মে গেছিলো । কাল গানটার লিঙ্ক চেয়ে একটা স্ট্যাটাস দিয়েছিলাম । সকালে ঘুম থেকে উঠে দেখি এক শুভাকাঙ্ক্ষী লিঙ্কটা মোবাইলে ম্যাসেজ করেছেন । সঙ্গে সঙ্গে streaming করে শোনা । ধারণা ছিল গানটায় বোধ হয় আধুনিক যন্ত্রের ব্যবহারে উগ্রতা সৃষ্টি করা হয়েছে । বোধ হয় গানটাকে রক করে বিশৃঙ্খলার উদ্রেগ ঘটানো হয়েছে । কিন্তু আমি তো 'ক্ষ'র গানটা শুনে পুরো 'থ' । এতো সুন্দর গীটারের ঝংকার । এতো দরদ দিয়ে গেয়ে যাওয়া - সত্যিই, আগের গানগুলোতে পাইনি । গীটার আছে, ড্রাম আছে - তবুও কোন উগ্রতা নেই । যথেষ্ট মৃদু কণ্ঠে গাওয়া হয়েছে । এতে দেশের প্রতি ভালবাসার কমতি নেই । বরং শুনলে তা বাড়ে । আর যেসব বিকৃতির কথা শুনছিলাম সুশীল মহলে তা আমার শ্রবণেন্দ্রিয়ে পুরোই অনুপস্থিত । দেরী না করে দ্রুতই ডাউনলোড করে ফেললাম । এখন চলছেই...চলছেই...। গানের মৌলিকতা নিয়ে যে প্রশ্ন উঠছে তা আমার মত সাধারণের চোখে স্থিরই বটে । আর যদি একান্তই মৌলিক সুরের প্রসঙ্গ আনতে হয় তবে একটু বলি । এখন যে সুরে গান প্রচলিত আছে তা কি মূল সুরের মৌলিকতায় ধ্রুব আছে ? একটু চাইলেই পুরাতন কোন ভার্সন শুনে দেখতে পারেন । আমি গ্যারান্টি দিচ্ছি, হতাশ হবেন । সেই সুর আর নেই । আর যদি মূল সুরকার গগণ হরকরার কথা বলি । আমি কোথায় পাবো তারে আমার মনের মানুষ যে রে...গগণ হরকরার এই গানের সুরের সাথে জাতীয় সঙ্গীতের বর্তমানে প্রচলিত সুরের আকাশ পাতাল ব্যবধান । এই দুই গানের পার্থক্য কোন মৃত মানুষকে শোনালে লজ্জায় সে আবার মৃত্যুবরণ করবেন । নজরুল বলেছিলেন বৃদ্ধ-অথর্ব তারাই যারা ইতিবাচক নতুনত্বকে স্বাগত জানাতে পারে না বরং নানান কূটকৌশলে বিতাড়িত করে । একটা কথার উল্লেখ করি, শুধু কিছু ঘটনার বিরুদ্ধাচরণই নিজেকে হয়ত জনপ্রিয় করতে পারে, কিন্তু প্রকৃত রূপে জ্ঞানী করে তোলে না, করে ধূর্ত । আর মেকি জিনিসের ভবিষ্যৎ খুব বেশি সুখকর হয় না । আশা করি গানটা নিয়ে মন্তব্য করার আগে গভীর চৈতন্যবোধকে ব্যবহার করবেন । এতটা অপ্রাসঙ্গিক কথা বলার জন্য 'ক্ষ'মা প্রার্থী...
২| ০৩ রা ফেব্রুয়ারি, ২০১৩ দুপুর ২:০৪
হাসান মাহবুব বলেছেন: বুঝা গেল, ক্ষ যদি জাতীয় সঙ্গীত না গাইতো তাইলে আর আপনের ইহজনমে জাতীয় সংগীত শোনা হইতনা।
০৩ রা ফেব্রুয়ারি, ২০১৩ দুপুর ২:৩১
রক্তাক্ত-আমি বলেছেন: বোঝা গেলো, বিভিন্ন অনূষ্ঠানে ২ মিনিট দাড়িয়ে জাতীয় সঙ্গীত' শোনার বেশি দূর আর হাঁটা হয়নি আপনার ।। গগণ হরকরার মূল গানটা থেকে শুরু করে আজকের ক্ষ'র গানটা পর্যন্ত সবই শোনা আছে ।।
৩| ০৩ রা ফেব্রুয়ারি, ২০১৩ দুপুর ২:১৬
মেফতাহুল সাগর বলেছেন: বৃদ্ধ-অথর্ব তারাই যারা ইতিবাচক নতুনত্বকে স্বাগত জানাতে পারে না বরং নানান কূটকৌশলে বিতাড়িত করে
০৩ রা ফেব্রুয়ারি, ২০১৩ দুপুর ২:৩২
রক্তাক্ত-আমি বলেছেন: ঠিক তাই...
৪| ০৩ রা ফেব্রুয়ারি, ২০১৩ দুপুর ২:২৪
চ।ন্দু বলেছেন: ফাউল, গানের লিঙ্ক কৈ?
০৩ রা ফেব্রুয়ারি, ২০১৩ দুপুর ২:৩২
রক্তাক্ত-আমি বলেছেন: প্রথম কমেন্ট দেখুন ।
৫| ০৩ রা ফেব্রুয়ারি, ২০১৩ দুপুর ২:৫৫
এ্যাপেলটন বলেছেন: গানটির সুর আমার কাছে যথেস্ট মার্জিত শ্রতিমধুর মানে হয়েছে !! ...."ক্ষ" এর সবাইকে সাধুবাদ !!!
০৪ ঠা ফেব্রুয়ারি, ২০১৩ রাত ২:৪২
রক্তাক্ত-আমি বলেছেন: সাধুবাদ !!
৬| ০৩ রা ফেব্রুয়ারি, ২০১৩ বিকাল ৩:২০
নুরুল_হুদা বলেছেন: আমি প্রথম যখন গানটা শুনি, চোখ ভিজে গিয়ে ছিল। কে কি বল্ল তাতে কি এসে যায়।
০৪ ঠা ফেব্রুয়ারি, ২০১৩ রাত ২:৪৩
রক্তাক্ত-আমি বলেছেন: আমি প্রথম যখন গানটা শুনি, চোখ ভিজে গিয়ে ছিল। কে কি বল্ল তাতে কি এসে যায়।(পুরা কপি-পেস্ট)
©somewhere in net ltd.
১|
০৩ রা ফেব্রুয়ারি, ২০১৩ দুপুর ১:৫৯
রক্তাক্ত-আমি বলেছেন: Click This Link