নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

দিনের কোন শেষ নেই । এ এক অনন্ত ধারা....।

রক্তাক্ত-আমি

খুব বাজে স্বভাবের স্বর্থপর একটা বদ্ধ পাগল মানুষ আমি ! আমাতে কারো সুখ খুঁজতে নেই ! অনেক ইচ্ছা হয় ভালবাসবার, কিন্তু ভয় হয় মর্যাদা রক্ষার, তাই ভালবাসার সাথে আমার আঁড়ি, মাঝে মাঝে ভালবাসা আমাকে ধিক্কার দেয়, আমি প্রতিবাদ করতে পারিনা, মুখ বুজে মাথা নুইয়ে শুধু সয়ে যাই । অবাক বিস্ময়ে তাকিয়ে থাকি সৌন্দর্যে, একটু পরেই ঘোর কাটে, বুঝি সে আমার নয় ! এভাবেই কেটে যায় আমার না পাবার রিক্ত হস্ত জাগরিত প্রহরগুলো, আর দিবা - সে তো নিশির অপেক্ষার ব্যস্ততায় ! তাই অতৃপ্তির কষাঘাতকে অমরলোকীয় মেনে ভেতর থেকে কেউ বলে ওঠে - এই বেশ ভাল আছি ! জানি ভাল থাকতে নেই, ভাল মানুষ ভাল থাকেনা, নিজেকে ভাল বলে কখনো মনেও করিনা । শত বিপত্তির মাঝেও এই একটা সান্তনামূলক বাণীর গর্ভেই সন্তুষ্টি খুঁজে পাই । বার বার বাহুল্য দোষে দুষ্ট আমি, তাই বর্জনীয়, ঘৃণ্য, আর ভাগ্যের কাছে তো বার বারই অপদস্ত, নিগৃহিত, বিতাড়িত । খুব আশাবাদী, ওটাই বারবার সঞ্জীবণী শক্তি জুগিয়ে বাঁচিয়ে রেখেছে আমায় । বুঝেছি ভালবাসা না দিলে ভালবাসা পাওয়া যায় না, তাই তো এ জীবনে আর ভালবাসা হল না । ঝলসে যাওয়া এক নাগরিক আমি ।

রক্তাক্ত-আমি › বিস্তারিত পোস্টঃ

প্রজন্ম চত্বর সমাচার !!

০৬ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ৯:৫৬

ভয় কি মরণে রাখিতে সন্তানে,

মাতঙ্গী মেতেছে আজ সমর রঙ্গে।।



'৫২ দেখিনি । দেখিনি '৭১ ।



প্রজন্ম চত্বর দেখেছি ।



মুক্তিযোদ্ধা হবার এই সৌভাগ্য আর বোধ হয় পাবো না ।



আপনি একা মানুষ । এক মায়ের সন্তান ।



হয়তো বাসা থেকে না যাবার চাপ আছে । আপনার মতো একজন না গেলে খুব বেশি ক্ষতি হবে না সংগ্রামের । আবার আপনার মতো একজনের অংশগ্রহণও আন্দোলনে খুব বেশি প্রভাব ফেলবে না ।



কিন্তু জেনে রাখুন, আপনার মতো একেক জন মায়ের সন্তানেই আজ প্রজন্ম চত্বর হাজার মানুষের প্রাণের দাবী আদায়ের ক্ষেত্র । আপনার মতো একেক জনের স্বপ্ন নিয়েই গোটা জাতির সাধ সাধ্যে মোড় নেয় ।



জীবন যৌবনের কী দাম যদি তা স্লোগানের তালে কণ্ঠ না মেলাতে পারল ??



একবার বেরিয়ে আসুন, তারুণ্য আপনাকে ফিরতে দেবে না, পাপ কাজে আর মন ও বিবেকের দ্বন্দ্ব পাবেন না, দেখবেন রক্ত কথা বলছে...অনবরত দাগিত দিচ্ছে...জীবন আর যৌবনের ।।



যাই চান, তাতে আত্মতৃপ্তিই তো সন্ধান করেন !! ওর নিশ্চয়তা আরও লাখো তরুণেরা দিচ্ছে...!!



দেখা হবে বিপ্লবে, কথা হবে প্রতিবাদ আর স্লোগানে...!

মন্তব্য ৬ টি রেটিং +২/-০

মন্তব্য (৬) মন্তব্য লিখুন

১| ০৬ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ৯:৫৯

অপূর্ণ রায়হান বলেছেন: অনেক চুপ করে থাকা হয়েছে আর না । মনে রাখবেন গুটিকয়েক রাজনীতিবিদদের চেয়ে জনগনের সংখ্যা অনেক বেশি । প্রয়োজন শুধু ঐক্যমতের আর সংগঠিত করার । ওইসব নোংরা কীটদের কলজে কাপিয়ে দিতে হবে । প্রতিবাদ চলুক রাজপথে ।++++++++

০৬ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১০:২০

রক্তাক্ত-আমি বলেছেন: আপনি হয়তো নিজেও জানেন না আপনি কতো শক্তিশালী । আপনি কতো ধারালো । কতটা শাণিত । নিজের অস্তিত্বে চরম ও পরম ভরসা ফিরে পেতে তাই প্রজন্ম চত্বর ডাকছে আপনায়...

২| ০৬ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১০:০৯

ইউসুফ আলী রিংকূ বলেছেন: একবার বেরিয়ে আসুন, তারুণ্য আপনাকে ফিরতে দেবে না, পাপ কাজে আর মন ও বিবেকের দ্বন্দ্ব পাবেন না, দেখবেন রক্ত কথা বলছে...অনবরত দাগিত দিচ্ছে...জীবন আর যৌবনের ।।

বিবেকের কাছে প্রশ্ন বিদ্ধ হবার চেয়ে তারুন্যের শক্তিকে এবং মনের সুপ্ত ইচ্ছা কে জাগ্রত করে রাজপথে বিরেয়ে পড়তে হবে ফাসির দাবিতে একাত্বতা ...প্রকাশ করতে ।

০৬ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১০:২৮

রক্তাক্ত-আমি বলেছেন: মৃত্যু যদি ভয় দেখায় তবে যেনে রাখো মৃত্যুর আরও কাপুরুষিত উপায় আছে । সেগুলো তোমায় ক্ষমা করবে না । দুর্ঘটনা তোমায় ঘটিতব্যের শোধ উঠাবে ।

৩| ০৬ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১০:২২

খুব সাধারন একজন বলেছেন: সাবাশ!

০৬ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১০:৩৪

রক্তাক্ত-আমি বলেছেন: এবার সময় এসেছে অসাধারণ কিছু করার...

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.