নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

দিনের কোন শেষ নেই । এ এক অনন্ত ধারা....।

রক্তাক্ত-আমি

খুব বাজে স্বভাবের স্বর্থপর একটা বদ্ধ পাগল মানুষ আমি ! আমাতে কারো সুখ খুঁজতে নেই ! অনেক ইচ্ছা হয় ভালবাসবার, কিন্তু ভয় হয় মর্যাদা রক্ষার, তাই ভালবাসার সাথে আমার আঁড়ি, মাঝে মাঝে ভালবাসা আমাকে ধিক্কার দেয়, আমি প্রতিবাদ করতে পারিনা, মুখ বুজে মাথা নুইয়ে শুধু সয়ে যাই । অবাক বিস্ময়ে তাকিয়ে থাকি সৌন্দর্যে, একটু পরেই ঘোর কাটে, বুঝি সে আমার নয় ! এভাবেই কেটে যায় আমার না পাবার রিক্ত হস্ত জাগরিত প্রহরগুলো, আর দিবা - সে তো নিশির অপেক্ষার ব্যস্ততায় ! তাই অতৃপ্তির কষাঘাতকে অমরলোকীয় মেনে ভেতর থেকে কেউ বলে ওঠে - এই বেশ ভাল আছি ! জানি ভাল থাকতে নেই, ভাল মানুষ ভাল থাকেনা, নিজেকে ভাল বলে কখনো মনেও করিনা । শত বিপত্তির মাঝেও এই একটা সান্তনামূলক বাণীর গর্ভেই সন্তুষ্টি খুঁজে পাই । বার বার বাহুল্য দোষে দুষ্ট আমি, তাই বর্জনীয়, ঘৃণ্য, আর ভাগ্যের কাছে তো বার বারই অপদস্ত, নিগৃহিত, বিতাড়িত । খুব আশাবাদী, ওটাই বারবার সঞ্জীবণী শক্তি জুগিয়ে বাঁচিয়ে রেখেছে আমায় । বুঝেছি ভালবাসা না দিলে ভালবাসা পাওয়া যায় না, তাই তো এ জীবনে আর ভালবাসা হল না । ঝলসে যাওয়া এক নাগরিক আমি ।

রক্তাক্ত-আমি › বিস্তারিত পোস্টঃ

তর্ক-তত্ত্বের অবসান...

০৮ ই ফেব্রুয়ারি, ২০১৩ দুপুর ১২:১৯

এবার রক্ত হবে জ্বালানী...

রক্তে আগুনে একাকার...

গ্রেনেড হবে প্রতি যুবক...

রাজাকাররা সব ছারখাড়...



এবার মায়ের বুক ফেটে হবে কান্না...

আর না - আর না...

মুখ বুজে এই লজ্জা সহন...

আর না - আর না...



এবার ঘর ছেড়ে হব বাইর...

এবার স্পষ্ট করে সব চাই...

চলবে কাঁধের সঙ্গে কাঁধ...

নাই ভেদাভেদ নাই...



হবে দেখা বিপ্লবে...

হবে কথা স্লোগানে...

থাকব বাদ-প্রতিবাদে...

রবো সংগ্রামের শেষ প্রাতে...



জ্বলবে আগুন...

যেন রক্তের নয়া ফাগুন...

উপচে উঠবে বাঁধ...

সাঙ্গবো অন্ধকার যত রাত...



কলঙ্কের হবে মুক্তি...

হবে পাপীর সাজা প্রাপ্তি...

কোন লঘু পাপে হবে নাকো মুক্তি...

নেই বিশেষ আর কোন যুক্তি...



নেই আর তর্ক-তত্ত্বের-ব্যাখ্যা-বিশ্লেষণ,

হয়েছে ওদের মরণ...

একটাই দাবী...

জয়ের শেষ অবধি...

চাই ফাঁসি...চাই ফাঁসি...চাই ফাঁসি...

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.