![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
খুব বাজে স্বভাবের স্বর্থপর একটা বদ্ধ পাগল মানুষ আমি ! আমাতে কারো সুখ খুঁজতে নেই ! অনেক ইচ্ছা হয় ভালবাসবার, কিন্তু ভয় হয় মর্যাদা রক্ষার, তাই ভালবাসার সাথে আমার আঁড়ি, মাঝে মাঝে ভালবাসা আমাকে ধিক্কার দেয়, আমি প্রতিবাদ করতে পারিনা, মুখ বুজে মাথা নুইয়ে শুধু সয়ে যাই । অবাক বিস্ময়ে তাকিয়ে থাকি সৌন্দর্যে, একটু পরেই ঘোর কাটে, বুঝি সে আমার নয় ! এভাবেই কেটে যায় আমার না পাবার রিক্ত হস্ত জাগরিত প্রহরগুলো, আর দিবা - সে তো নিশির অপেক্ষার ব্যস্ততায় ! তাই অতৃপ্তির কষাঘাতকে অমরলোকীয় মেনে ভেতর থেকে কেউ বলে ওঠে - এই বেশ ভাল আছি ! জানি ভাল থাকতে নেই, ভাল মানুষ ভাল থাকেনা, নিজেকে ভাল বলে কখনো মনেও করিনা । শত বিপত্তির মাঝেও এই একটা সান্তনামূলক বাণীর গর্ভেই সন্তুষ্টি খুঁজে পাই । বার বার বাহুল্য দোষে দুষ্ট আমি, তাই বর্জনীয়, ঘৃণ্য, আর ভাগ্যের কাছে তো বার বারই অপদস্ত, নিগৃহিত, বিতাড়িত । খুব আশাবাদী, ওটাই বারবার সঞ্জীবণী শক্তি জুগিয়ে বাঁচিয়ে রেখেছে আমায় । বুঝেছি ভালবাসা না দিলে ভালবাসা পাওয়া যায় না, তাই তো এ জীবনে আর ভালবাসা হল না । ঝলসে যাওয়া এক নাগরিক আমি ।
আমার সমমনা এক বন্ধু । মোটামুটি একাই স্থানীয় পর্যায়ে রাজাকার বিরোধী আন্দোলন চাঙ্গা করে রেখেছিলো । কিন্তু মজার বিষয় তার বাবা কট্টর জামাত পন্থি । কয়েক দিন সভা স্থলে এসে শাসিয়ে গেছেন । কিন্তু বন্ধু আমার অনড় । রাতে বাসায় ফিরলে তার কপালে প্রতিদিন কী জোটে তা সহজেই ধারনাযোগ্য । সেদিন ওর বাবা বারবার ফোন দিচ্ছিল । কিন্তু ও বারবারই কেটে দিচ্ছিল । পরদিন আমাকে ফোন দিয়ে বলে ও ঢাকা । আমি জিজ্ঞাসা করলাম ঢাকা কেন ? উত্তর দিলো - "ঠিকানা তো একটাই, শাহবাগ !!" আমি বললাম বাসা থেকে যেতে দিলো?? ও বলল - বাসা থেকে তাড়িয়ে দিলো বলেই তো যাচ্ছি ।
সত্যিই - আমার বুকটা গর্বে ভরে গেলো । এমন তারুণ্যের বন্ধু হওয়াটাও ভাগ্যের, এমন আগুনের পাশে বসে কিছুটা আঁচ নেওয়াটাও কপালপ্রসূত, এমন সূর্যে উত্তাপ নেওয়াটাও সাধনার । শুধু আমার বন্ধুটিই নয় । এমন সহস্র বন্ধুর, লাখো সহযোদ্ধার ঘর ছাড়ার ডাকে শাহবাগ আজ মুখর - কলকাকলিতে, উচ্ছ্বাসে, উৎসবে, স্লোগানে, প্রতিবাদে আর গানে...যেন সব নদীর এক মোহনা, সব পাখির এক তান, দেশের তরে এক টান, যেন এক শব্দেই কোটি প্রাণের মুক্তি, 'ফাঁসি চাই' - সেই ধ্বনি...
বন্ধুরা, তোদের জন্যে সংগ্রামী শুভকামনা !!
১৯ শে ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১:৪২
রক্তাক্ত-আমি বলেছেন: ধন্যবাদ...
©somewhere in net ltd.
১|
১৮ ই ফেব্রুয়ারি, ২০১৩ বিকাল ৫:৪৭
অয়োময় বলেছেন: apnar bandho k salam