নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

দিনের কোন শেষ নেই । এ এক অনন্ত ধারা....।

রক্তাক্ত-আমি

খুব বাজে স্বভাবের স্বর্থপর একটা বদ্ধ পাগল মানুষ আমি ! আমাতে কারো সুখ খুঁজতে নেই ! অনেক ইচ্ছা হয় ভালবাসবার, কিন্তু ভয় হয় মর্যাদা রক্ষার, তাই ভালবাসার সাথে আমার আঁড়ি, মাঝে মাঝে ভালবাসা আমাকে ধিক্কার দেয়, আমি প্রতিবাদ করতে পারিনা, মুখ বুজে মাথা নুইয়ে শুধু সয়ে যাই । অবাক বিস্ময়ে তাকিয়ে থাকি সৌন্দর্যে, একটু পরেই ঘোর কাটে, বুঝি সে আমার নয় ! এভাবেই কেটে যায় আমার না পাবার রিক্ত হস্ত জাগরিত প্রহরগুলো, আর দিবা - সে তো নিশির অপেক্ষার ব্যস্ততায় ! তাই অতৃপ্তির কষাঘাতকে অমরলোকীয় মেনে ভেতর থেকে কেউ বলে ওঠে - এই বেশ ভাল আছি ! জানি ভাল থাকতে নেই, ভাল মানুষ ভাল থাকেনা, নিজেকে ভাল বলে কখনো মনেও করিনা । শত বিপত্তির মাঝেও এই একটা সান্তনামূলক বাণীর গর্ভেই সন্তুষ্টি খুঁজে পাই । বার বার বাহুল্য দোষে দুষ্ট আমি, তাই বর্জনীয়, ঘৃণ্য, আর ভাগ্যের কাছে তো বার বারই অপদস্ত, নিগৃহিত, বিতাড়িত । খুব আশাবাদী, ওটাই বারবার সঞ্জীবণী শক্তি জুগিয়ে বাঁচিয়ে রেখেছে আমায় । বুঝেছি ভালবাসা না দিলে ভালবাসা পাওয়া যায় না, তাই তো এ জীবনে আর ভালবাসা হল না । ঝলসে যাওয়া এক নাগরিক আমি ।

রক্তাক্ত-আমি › বিস্তারিত পোস্টঃ

'The protesters at shahbag in bd are backed by india'

২৭ শে ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১:১৪

ফেসবুকে ঢুকতে না ঢুকতেই একজনের নক...

//vai, indian times er news ta porchen? On shahbag

chagura ai news ta nia khub khushi dekhlam...karon ora headline korche'the protesters at shahbag in bd are backed by india'



আমি কোন কালেও ভারত খবর পড়ি না । তারপর তার দয়ায় লিঙ্ক পেলাম । মনে মনে সঙ্কিত হয়ে গিয়েছিলাম । খোদ ভারত থেকে যদি এমন প্রচারণা চলে তাহলে তো মরার উপর খাড়ার ঘা । একে তো ধর্ম প্রাণ বাঙ্গালীর ইদানিং শাহবাগে ধর্ম সঙ্কট পড়ছে । তারপর আবার...



যা হোক । গেলাম খবর ভ্রমনে...গিয়ে পুরাই হতাশ...



হতাশ এই জন্যে যে ইতোমধ্যেই যে হতাশা পেয়ে বসেছিল তেমন হতাশার কিছুই খবরে নেই । শিরোনাম সর্বস্ব খবর একটা...কোন যুক্তি নেই - তত্ত্ব নেই...কোন ঘটনারও উল্লেখ নেই...

বরং যাদের বাণী কোড করা হয়েছে তা উৎসাহের । সালমান খুরশিদ এই জাগরণকে কোন শব্দ চয়নে সম্মান করেছেন তা অতি উত্তম উপায়ে আরেকবার স্মরণ করিয়ে দেওয়া হয়েছে । কোন ভিনদেশী যদি আমাদের এই জাগরণকে বলেন " a sign of the "open-mindedness" of the Bangladeshi youth, who were battling extremism and upholding fundamental values of democracy." তাতেই কী আমাদের এই সংগ্রাম তাদের কুক্ষিগত আর মদদপুস্ট হয়ে গেলো ?? হাসি মস্তিস্কের ভেতর কলিংবেল পেটাচ্ছে । সোজা কথা পত্রিকার অনলাইন হিট বাড়ানোর জন্যেই এমন দৃষ্টি নন্দন শিরোনামে একটা ফালতু খবর ছেপেছে...আর এতেই ছাগু গোষ্ঠীর মস্তিস্ক চেপেছে...আর আমার মতন কর্মহীনদের স্ট্যাটাস লেখার মতন একটা মহান কর্ম জুটেছে...

মন্তব্য ২ টি রেটিং +০/-০

মন্তব্য (২) মন্তব্য লিখুন

১| ২৭ শে ফেব্রুয়ারি, ২০১৩ রাত ২:০৮

মশার কয়েল বলেছেন: ভাই, আমার কলিজাটা ফেটে যাচ্ছে। এই শিরোনামের জন্য দেখবেন কালকে কি হয়। গেলমান মাহমুদুর অলরেডি তার দৈনিক টিস্যু পত্রিকার শিরোনাম এটা নিয়ে করেছে। ভাইরে, আপনি আর আমি পড়ছি দেখে ধরতে পারছি কিন্তু দৈনিক টিস্যু পত্রিকার গ্রাহকতো আপনি বা আমি না,। এর গ্রাহক তো ধর্মভীরুরা নয় বরং ধর্মান্ধরা।

২| ২৭ শে ফেব্রুয়ারি, ২০১৩ বিকাল ৩:৪৩

রক্তাক্ত-আমি বলেছেন: একটা শিরোনাম সর্বস্ব খবর নিয়ে তুলকালাম ঘটবে...
https://www.facebook.com/fmtonsan

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.