নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

দিনের কোন শেষ নেই । এ এক অনন্ত ধারা....।

রক্তাক্ত-আমি

খুব বাজে স্বভাবের স্বর্থপর একটা বদ্ধ পাগল মানুষ আমি ! আমাতে কারো সুখ খুঁজতে নেই ! অনেক ইচ্ছা হয় ভালবাসবার, কিন্তু ভয় হয় মর্যাদা রক্ষার, তাই ভালবাসার সাথে আমার আঁড়ি, মাঝে মাঝে ভালবাসা আমাকে ধিক্কার দেয়, আমি প্রতিবাদ করতে পারিনা, মুখ বুজে মাথা নুইয়ে শুধু সয়ে যাই । অবাক বিস্ময়ে তাকিয়ে থাকি সৌন্দর্যে, একটু পরেই ঘোর কাটে, বুঝি সে আমার নয় ! এভাবেই কেটে যায় আমার না পাবার রিক্ত হস্ত জাগরিত প্রহরগুলো, আর দিবা - সে তো নিশির অপেক্ষার ব্যস্ততায় ! তাই অতৃপ্তির কষাঘাতকে অমরলোকীয় মেনে ভেতর থেকে কেউ বলে ওঠে - এই বেশ ভাল আছি ! জানি ভাল থাকতে নেই, ভাল মানুষ ভাল থাকেনা, নিজেকে ভাল বলে কখনো মনেও করিনা । শত বিপত্তির মাঝেও এই একটা সান্তনামূলক বাণীর গর্ভেই সন্তুষ্টি খুঁজে পাই । বার বার বাহুল্য দোষে দুষ্ট আমি, তাই বর্জনীয়, ঘৃণ্য, আর ভাগ্যের কাছে তো বার বারই অপদস্ত, নিগৃহিত, বিতাড়িত । খুব আশাবাদী, ওটাই বারবার সঞ্জীবণী শক্তি জুগিয়ে বাঁচিয়ে রেখেছে আমায় । বুঝেছি ভালবাসা না দিলে ভালবাসা পাওয়া যায় না, তাই তো এ জীবনে আর ভালবাসা হল না । ঝলসে যাওয়া এক নাগরিক আমি ।

রক্তাক্ত-আমি › বিস্তারিত পোস্টঃ

কেন আমি আসিফ মহিউদ্দিনের মুক্তি চাই, কিন্তু তা নিয়ে উদ্বিগ্ন নই.....

৩০ শে মে, ২০১৩ রাত ১২:১২

# যে কারণে মুক্তি দেওয়া যেতে পারেঃ-



> আসিফ স্বাধীনতার পক্ষে ছিলেন কিনা জানি না, তবে স্বাধীনতার পক্ষে লিখতেন...



> তিনি ছাগুদের ঘোর বিরোধী ছিলেন...



> পঁচাত্তর পরবর্তী অপশক্তির বিরুদ্ধে তিনি সোচ্চার ছিলেন...



# তবুও উদ্বিগ্ন না হওয়ার কারনঃ-



> একসময় কপি-পেস্ট করে হিরু হয়েছেন...



> তিনি নাস্তিক ছিলেন, এতে আমার কোন সমস্যা নেই । কিন্তু উনি ছিলেন উগ্রপন্থী - যেটা আমার সবচেয়ে অসহ্য লাগে । একজন মৌলবাদী আর একজন উগ্র নাস্তিকের মধ্যে কোন পার্থক্য নেই ।



> তিনি মুজিবের '৭২ থেকে '৭৫ পর্যন্ত সময়ের নানান কটূক্তি করেছেন, কিন্তু তার সঠিক সত্যতা দাঁড় করাতে পারেন নি । উদ্দেশ্য - আরও খানিকটা নিজেকে নিরপেক্ষ প্রতিপন্ন করা ।



> তিনিই একসময় বলেছেন রাজাকারের বিচার আমিও চাই, কিন্তু মৃত্যুদণ্ড মানবতা বিরোধী, যাবজ্জীবন হওয়াটা ঠিক আছে ।



> আবার এই ইনিই শাহাবাগে নিজের ইমেজ রক্ষার্থে বলেছেন, রাজাকারদের একবার ফাঁসি দেওয়াও কম হয়ে যায় ।



এমন দুমুখো সাপের এই মুহূর্তে আটক রাখা উচিৎ না ছেড়ে দেওয়া উচিৎ তা সরকারের উপরই ছেড়ে দিছি । আমি সুব্রতদের মুক্তিতে যতটা সোচ্চার ছিলাম, এই অতিশয় ভদ্রলোকের মুক্তিতে ততটাই নীরব...ধন্যবাদ...!!

মন্তব্য ২ টি রেটিং +০/-০

মন্তব্য (২) মন্তব্য লিখুন

১| ৩০ শে মে, ২০১৩ রাত ১২:২১

এস এম আর পি জুয়েল বলেছেন: কিছুই ক্লিয়ার হইলনা

২| ৩০ শে মে, ২০১৩ রাত ১:৩৮

নীলমেঘ আমি বলেছেন: //তিনিই একসময় বলেছেন রাজাকারের বিচার আমিও চাই, কিন্তু মৃত্যুদণ্ড মানবতা বিরোধী, যাবজ্জীবন হওয়াটা ঠিক আছে // ......এই কথাটা তিনি বলেছেন তার কোন প্রমান আছে? বিশ্বস্ত সুত্রে আমি যতদূর জানি তিনি এই ধরনের কোন কথা বলেন নি।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.