![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
খুব বাজে স্বভাবের স্বর্থপর একটা বদ্ধ পাগল মানুষ আমি ! আমাতে কারো সুখ খুঁজতে নেই ! অনেক ইচ্ছা হয় ভালবাসবার, কিন্তু ভয় হয় মর্যাদা রক্ষার, তাই ভালবাসার সাথে আমার আঁড়ি, মাঝে মাঝে ভালবাসা আমাকে ধিক্কার দেয়, আমি প্রতিবাদ করতে পারিনা, মুখ বুজে মাথা নুইয়ে শুধু সয়ে যাই । অবাক বিস্ময়ে তাকিয়ে থাকি সৌন্দর্যে, একটু পরেই ঘোর কাটে, বুঝি সে আমার নয় ! এভাবেই কেটে যায় আমার না পাবার রিক্ত হস্ত জাগরিত প্রহরগুলো, আর দিবা - সে তো নিশির অপেক্ষার ব্যস্ততায় ! তাই অতৃপ্তির কষাঘাতকে অমরলোকীয় মেনে ভেতর থেকে কেউ বলে ওঠে - এই বেশ ভাল আছি ! জানি ভাল থাকতে নেই, ভাল মানুষ ভাল থাকেনা, নিজেকে ভাল বলে কখনো মনেও করিনা । শত বিপত্তির মাঝেও এই একটা সান্তনামূলক বাণীর গর্ভেই সন্তুষ্টি খুঁজে পাই । বার বার বাহুল্য দোষে দুষ্ট আমি, তাই বর্জনীয়, ঘৃণ্য, আর ভাগ্যের কাছে তো বার বারই অপদস্ত, নিগৃহিত, বিতাড়িত । খুব আশাবাদী, ওটাই বারবার সঞ্জীবণী শক্তি জুগিয়ে বাঁচিয়ে রেখেছে আমায় । বুঝেছি ভালবাসা না দিলে ভালবাসা পাওয়া যায় না, তাই তো এ জীবনে আর ভালবাসা হল না । ঝলসে যাওয়া এক নাগরিক আমি ।
...জীবনের ছোট্ট ছোট্ট মুহূর্তগুলোতে জীবনের কর্তব্যগুলোকে এড়িয়ে যাওাতেই প্রকৃত পরাজয় রচনা হয় ... এসব ক্ষুদ্র ক্ষুদ্র চৈতন্যবোধের বিসর্জন নিজেকে একজন খাঁটি নীতিহীন মানুষে রুপ দেয় ...
...সত্য কথা বলতে কী জীবনটা যেমন ছোট নয় তেমনি তা অতটা সহজ না ... নিজের ভোগবাদী আর স্বার্থবাদী জীবনধারার করাল গ্রাসে অন্যের প্রাপ্তিকে ঠেলে দেওয়া কি সেই যুগের পশুত্বকেই অবলীলায় চোখে ধরিয়ে দেয় না ...
...ভোগের ভাগীদার বুঝি কাউকে করতে মানা ... যখন বন্যায় তলিয়ে যাওয়া জমিন ছেড়ে অন্যের জমিতে আশ্রয় নিলাম তখন অন্যের থেকে ভোগী ... আবার জল নেমে গেলে নিজের জমিনটা যখন পলিতে ভরপুর তখন এ শুধু আমার - কারো ভাগ নেই এতে ...
...জীবনে বড় হয়ে উঠলে ঘৃণা জন্মায় যারা ব্যর্থ তাদের প্রতি । যারা ব্যর্থ হয়ে তোমার সফলতার পথকে আরও সুগম করে দিল তাদের প্রতি এই তোমার বিচার্য অধ্যায় ... কখনও নিজের পায়ের তলার মাটিকে খুড়ে দেখেছ সেখানে কারা নিজের হাড়ের ভেতরকার মজ্জাকে নিঃপেষিত করে তোমার ভিত্তির শক্ত পোক্ত করছে ... তোমার চেয়ে জীবন গড়ার তীব্র আকাঙ্ক্ষার জ্বালাময় দাবানল তাদেরও হয়ত কম ছিল না ... তোমার নগ্ন উল্লাসের অট্টালিকার চাপায় ওদের জীবনের সবটার অপসুপ্তি ঘটেছে ...
ফেসবুক লিংকঃ Click This Link
©somewhere in net ltd.