নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

দিনের কোন শেষ নেই । এ এক অনন্ত ধারা....।

রক্তাক্ত-আমি

খুব বাজে স্বভাবের স্বর্থপর একটা বদ্ধ পাগল মানুষ আমি ! আমাতে কারো সুখ খুঁজতে নেই ! অনেক ইচ্ছা হয় ভালবাসবার, কিন্তু ভয় হয় মর্যাদা রক্ষার, তাই ভালবাসার সাথে আমার আঁড়ি, মাঝে মাঝে ভালবাসা আমাকে ধিক্কার দেয়, আমি প্রতিবাদ করতে পারিনা, মুখ বুজে মাথা নুইয়ে শুধু সয়ে যাই । অবাক বিস্ময়ে তাকিয়ে থাকি সৌন্দর্যে, একটু পরেই ঘোর কাটে, বুঝি সে আমার নয় ! এভাবেই কেটে যায় আমার না পাবার রিক্ত হস্ত জাগরিত প্রহরগুলো, আর দিবা - সে তো নিশির অপেক্ষার ব্যস্ততায় ! তাই অতৃপ্তির কষাঘাতকে অমরলোকীয় মেনে ভেতর থেকে কেউ বলে ওঠে - এই বেশ ভাল আছি ! জানি ভাল থাকতে নেই, ভাল মানুষ ভাল থাকেনা, নিজেকে ভাল বলে কখনো মনেও করিনা । শত বিপত্তির মাঝেও এই একটা সান্তনামূলক বাণীর গর্ভেই সন্তুষ্টি খুঁজে পাই । বার বার বাহুল্য দোষে দুষ্ট আমি, তাই বর্জনীয়, ঘৃণ্য, আর ভাগ্যের কাছে তো বার বারই অপদস্ত, নিগৃহিত, বিতাড়িত । খুব আশাবাদী, ওটাই বারবার সঞ্জীবণী শক্তি জুগিয়ে বাঁচিয়ে রেখেছে আমায় । বুঝেছি ভালবাসা না দিলে ভালবাসা পাওয়া যায় না, তাই তো এ জীবনে আর ভালবাসা হল না । ঝলসে যাওয়া এক নাগরিক আমি ।

রক্তাক্ত-আমি › বিস্তারিত পোস্টঃ

নছিমন নিষিদ্ধকরণ ও আমার কিছু প্রলাপ

১০ ই ফেব্রুয়ারি, ২০১৪ বিকাল ৩:২৫

"দেশের দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় মহাসড়ক থেকে তিন চাকার বাহন নছিমন, করিমন, ভটভটি প্রত্যাহারের নির্দেশ দিয়েছে হাই কোর্ট।"



অতি উত্তম নির্দেশ। এদিকে এগুলোর চালকদের বিশেষ প্রশিক্ষণের ব্যবস্থা নেই। অন্যদিকে এর গতি নিয়ন্ত্রণ ব্যবস্থা খুবই নাজুক ও ভয়াবহ। এ অঞ্চলে শুধু এই বাহনগুলোর অনিয়ন্ত্রিত প্রচলনে সড়ক দুর্ঘটনা বেড়েই চলেছে।



কিন্তু একই সাথে এই যানবাহনগুলোর উপর নির্ভরশীল পরিবারগুলোর কর্মসংস্থান ও জীবিকানির্বাহের উপায়টিও বলে দিলে খুশি হতাম।



হ্যাঁ, বিকল্প আসবে বৈকি ! এক দোয়ার বন্ধ হয়ে বহু দরজা খুলে যাবে নিঃসন্দেহে। সময় দেওয়া হয়েছে ১ সপ্তাহ। এর মাঝে আমার পরিবারের অর্থনৈতিক যোগান আসবে কীভাবে??



মন্ত্রিত্ব হারাবার ২ মাসেরও বেশি সময় ধরে মন্ত্রী পাড়ায় তাদের 'বেডরুমের' দীর্ঘ সুত্রিতা নিয়ে আমাদের হাইকোর্ট কোন কথা বলে না। অথচ যাদের শ্রমের ঘামে দেশের প্রাণ তৃষ্ণা মেটায় তাদের পেটে লাথি মারতেও আমরা এক সপ্তাহ অনেক বেশি সময় জ্ঞান করি।



অভিনন্দন মৃত মানবিকতাবোধ !!

অভিনন্দন নিয়ম করে গড়ে তোলা নিয়মিত অনিয়ম !!



ফেসবুক লিঙ্কঃ Click This Link

মন্তব্য ২ টি রেটিং +০/-০

মন্তব্য (২) মন্তব্য লিখুন

১| ১০ ই ফেব্রুয়ারি, ২০১৪ বিকাল ৪:২৪

jajabor13 বলেছেন: সহমত...

২| ১০ ই ফেব্রুয়ারি, ২০১৪ বিকাল ৪:২৯

ঢাকাবাসী বলেছেন: আমরা বন্দুক কিনবো ৮০০০০০০০০০০/ টাকার যা পড়েই থাকবে গুদামে মাগার এই খেটে খাওয়া মানুষদের পুনর্বাসনের কোন চিন্তা করার সময় নেই!

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.