নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

সবার কথা

আহমেদ রশীদ

আহমেদ রশীদ › বিস্তারিত পোস্টঃ

ড. ইউনুস ও হেফাজত পাশে থাকলে ভয় কিসের???????

০২ রা জুলাই, ২০১৩ সকাল ৯:০৭





দারিদ্র্য ২০১৫ সালে অর্ধেক নামিয়ে আনার কথা ছিল, আমরা ২০১৩ সালের মধ্যেই ওই লক্ষ্য অর্জন করেছি। প্রবৃদ্ধি ও মানব উন্নয়ন সূচক এ দুই অব্যাহতভাবে বেড়েছে বলে আমরা বিশ্ব সমাজের কাছে ‘অমীমাংসিত এক বিস্ময়’। গণতন্ত্রও নানা চড়াই-উৎরাই পেরিয়ে অগ্রসর হচ্ছে। দলীয় সরকারের অধীনে মাগুরার মতো নির্বাচন এখন আর হচ্ছে না। শেষ পর্যন্ত বিএনপি সংসদে গেছে, নির্বাচনেও অংশ নিচ্ছে। অস্ত্রের জোরে যেন কেউ ক্ষমতা দখল করে অসাংবিধানিকভাবে দেশ চালাতে না পারে, সে জন্য সংবিধান সংশোধিত হয়েছে। ভাবুন তো পঁচাত্তরের পর সত্তর-আশি-নব্বই দশকের দিনগুলোর কথা! কি দশায় ছিলাম আমরা।



বর্তমান সংবিধানের আওতায় দলীয় সরকারের অধীনে সুষ্ঠু-অবাধ-নিরপেক্ষ-গ্রহণযোগ্য নির্বাচন এবারে যদি আমরা করতে পারি, তবে গণতন্ত্রের অগ্রযাত্রার ক্ষেত্রে আরো একটি তাৎপর্যপূর্ণ মাইলফলক আমরা অতিক্রম করতে সক্ষম হবো। নির্দলীয় নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকার হচ্ছে গোদের ওপর বিষফোঁড়ার মতো, যা অঘটনের ওপর আরো অঘটন সৃষ্টি করে। সর্বোপরি ওই ব্যবস্থা রাজনীতিকদের ও রাজনৈতিক দলকে অমর্যাদার তলানিতে নিক্ষেপ করে। অন্য দেশ যদি নির্বাচিত সরকার রেখে সুষ্ঠু-অবাধ-নিরপেক্ষ-গ্রহণযোগ্য নির্বাচন করতে পারে, তবে আমরা পারবো না কেন? বঙ্গবন্ধুর প্রজন্মের ৬ দফা বিরোধী নামীদামি বর্ষিয়ান রাজনীতিকরাও জাতির পিতাকে অহঙ্কারী খামখেয়ালি ও প্রতিহিংসাপরায়ণ বলতেন, নয় কি! আসলে ক্ষমতা নয়, যথাসময়ে যথাযথ কাজটি করাই হলো বড় কথা। আওয়ামী লীগসহ ১৪ দল দেশের রাজনীতিতে অনেক অসম্ভবকে সম্ভব করেছে। এবারে সুষ্ঠু-অবাধ-নিরপেক্ষ-গ্রহণযোগ্য নির্বাচন করে প্রমাণ করুক দলীয় সরকারের অধীনে নিরপেক্ষ নির্বাচন সম্ভব। গণতন্ত্রে জয়-পরাজয় আছে, কোনো দল বা ব্যক্তিকে গণতন্ত্র পাকাপোক্তভাবে ক্ষমতায় বসিয়ে রাখে না। বিএনপি-জামাতের ১৮ দলীয় জোট তো এখন স্থানীয় নির্বাচনে জিতেই চলছে। জোটের একদিকে ড. ইউনূস আর অন্যদিকে হেফাজত তো আছেই। আরো আছে নিরপেক্ষ দাবিদার শক্তিশালী মিডিয়া। তাই ভয় কোথায়! বিচিত্র এ দেশ সেলুকাসÑ কথাটা যদি জাতির জীবন থেকে মুছে দিতে হয়, তবে দলীয় সরকারের অধীনে সুষ্ঠু-অবাধ-নিরপেক্ষ-গ্রহণযোগ্য নির্বাচন করেই অগ্রসর হওয়া ভিন্ন বিকল্প নেই।



মন্তব্য ৮ টি রেটিং +০/-০

মন্তব্য (৮) মন্তব্য লিখুন

১| ০২ রা জুলাই, ২০১৩ সকাল ৯:৫৬

একাকী বাংলাদেশি বলেছেন: দিবা-স্বপ্ন দেখা ভালো........................ তাতে মন প্রফুল্ল থাকে

২| ০২ রা জুলাই, ২০১৩ সকাল ৯:৫৭

মাজহারুল হুসাইন বলেছেন: প্রশ্ন হল অবাধ নিরপেক্ষ নির্বাচনে বিএনপি জিতে আসল । আর আওয়ামীলীগ কি তাদের অধীনে পরবর্তী নির্বাচনে যাবে?

৩| ০২ রা জুলাই, ২০১৩ সকাল ১০:২৬

সামি আদনান বলেছেন: খোচা খুটি করতে মন চাইলে কটন বাট কিনে নিজের কান খোচান। হেফজত আর ইউনিস মিয়ারে নিয়া আর সুড়সুড়ি দিয়েন না। ভাল লাগে না।

৪| ০২ রা জুলাই, ২০১৩ সকাল ১১:১৩

শুটকাভাই বলেছেন: তরে আমি..............মাইরালাম...........র পো।

৫| ০২ রা জুলাই, ২০১৩ সকাল ১১:২১

হুমায়ুন তোরাব বলেছেন: ওরে সাম্পান ওয়ালা তুই আমারে চান্দি দিখায়লা ।
ভাই কই টাকা পাইছেন ??
আমারে ভাগ দিলে আমি আপ্নারে সাপোর্ট দিমু ।
টেকা টেকা টেকারে,টেকা টেকা টেকা

৬| ০২ রা জুলাই, ২০১৩ দুপুর ১২:১৬

ইলা বলেছেন: আওয়ামী লীগসহ ১৪ দল দেশের রাজনীতিতে অনেক অসম্ভবকে সম্ভব করেছে।

এতো সম্ভবের ঠ্যালায় টেকুন বড় দায়। হায়রে আমি মাটি হব মাটি।

৭| ০৩ রা জুলাই, ২০১৩ ভোর ৪:৩৮

এই আমি সেই আমি বলেছেন: ইউনুস স্যারের ছবি দেখতাম হিলারি দিলারির সাথে এখন দেখি চিনি চুরা জাফরের সাথেও দেখা যায় ।
ঘটনা পরিষ্কার হবে কবে ?

৮| ০৩ রা জুলাই, ২০১৩ ভোর ৪:৪২

এই আমি সেই আমি বলেছেন:
ইউনুস স্যারের ছবি দেখতাম হিলারি দিলারির সাথে এখন দেখি চিনি চুরা জাফরের সাথেও দেখা যায় ।
ঘটনা পরিষ্কার হবে কবে ?

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.