![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
মন্ত্রিপরিষদ সচিব মোশাররফ হোসেন ভুইয়া বলেছেন, আজকের এ বৈঠকই বর্তমান সরকারের মন্ত্রিসভার শেষ বৈঠক নয়। সংবিধান অনুযায়ী এ সরকারের মেয়াদ ২৪ জানুয়ারী পর্যন্ত। আজ সোমবার সকালে সচিবালয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে অনুষ্ঠিত হওয়া মন্ত্রিসভার বৈঠক শেষে মন্ত্রিপরিষদ সচিব সাংবাদিকদের একথা বলেন। অন্তর্র্বতীকালীন সরকারের মেয়াদ কবে থেকে শুরু হবে এবং সে সময় মন্ত্রিসভার বৈঠক চলবে কিনা তা নিয়ে সৃষ্ট নানা জল্পনা কল্পনার মধ্যেই মোশাররফ এমন মন্তব্য করলেন। অনেকেরই ধারণা ছিল, মন্ত্রিসভার আজকের বৈঠকটিই হবে শেষ বৈঠক। সরকারের মেয়াদের শেষ ৯০ দিনের বাইরে অনুষ্ঠিত হল আজকের এ বৈঠক।
সাংবাদিকদের প্রশ্নের জবাবে মোশাররফ বলেন, আজকে বিদায়ী বৈঠক ছিল না, শেষ বৈঠকও নয়। আজকের এ বৈঠকই মন্ত্রিসভার শেষ বৈঠক নয়, আরো বৈঠক অনুষ্ঠিত হবে। সংবিধান অনুযায়ী এ সরকারের মেয়াদ ২৪ জানুয়ারী পর্যন্ত। তারপরেও আমি সংবিধানের ব্যাখ্যাদাতা নই। মন্ত্রিপরিষদ সচিব হিসেবে আমি মন্ত্রিসভার সিদ্ধান্তগুলোর প্রকাশযোগ্য অংশ ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশক্রমে আপনাদের সামনে তুলে ধরি। অপর এক প্রশ্নের জবাবে মন্ত্রিপরিষদ সচিব বলেন, সংশোধিত সংবিধানের বিভিন্ন অনুচ্ছেদের আলোকে এ সরকারের বা নির্বাচনকালীন অন্তর্র্বতী সরকারের বিষয়ে বিবিধ ব্যাখ্যা দেয়ার দায়িত্ব আইন মন্ত্রণালয়ের।
সচিব জানান, আজকের বৈঠকে আটটি বিষয়ে সিদ্ধান্ত হয়েছে। এর মধ্যে ছিল জাতীয় পেশাগত ও সেফটি নীতিমালার চূড়ান্ত অনুমোদন। এর ফলে শ্রমিকদের পেশাগত স্বাস্থ্যঝুঁকি চিহ্নিত করে ব্যবস্থা নেয়া হবে। এতে নারী শ্রমিকদের নিরাপত্তার বিষয়টিতে গুরুত্ব দেয়া হয়েছে। বৈঠকে নির্বাচন কমিশন সচিবালয় (সংশোধন) আইন ২০১৩-এর খসড়ার চূড়ান্ত অনুমোদন দেয়া হয়েছে। এছাড়া বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ আইন ২০১৩, বাংলাদেশ হাইটেক পার্ক কর্তৃপক্ষ (সংশোধন) আইনের খসড়ার অনুমোদন দেয়া হয় বৈঠকে।
মন্ত্রিপরিষদ সচিব জানান, বর্তমান সরকারের আমলে মোট ২২২টি মন্ত্রিসভার বৈঠক হয়েছে। এর মধ্যে ৩০ সেপ্টেম্বর পর্যন্ত বৈঠক হয় ২১৯টি। এসব বৈঠকে মোট সিদ্ধান্ত গৃহীত হয়েছে এক হাজার ৪৪২টি, এর মধ্যে বাস্তবায়ন হয়েছে এক হাজার ৩৩৯টি সিদ্ধান্ত। সিদ্ধান্ত বাস্তবায়নের হার ৯২.৮৬ শতাংশ। বিগত বিএনপি-জামায়াত জোট সরকারের আমলে চার বছর নয় মাসে মন্ত্রিসভার ১৯৯টি বৈঠক হয়। সে সব বৈঠকে ৭০৭টি সিদ্ধান্ত নেওয়া হয়, যার মধ্যে বাস্তবায়ন করা হয়েছিল ৫৭০টি সিদ্ধান্ত। সিদ্ধান্ত বাস্তবায়নের হার ৮০.৬ শতাংশ।
সচিব বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা গত শুক্রবার জাতির উদ্দেশে যে ভাষণ দিয়েছেন তাতে সরকারের কর্মকৌশল কেমন হবে তা বলেছেন। এছাড়া আজকের সভায় অন্তর্র্বতীকালীন সরকারের রূপরেখা নিয়ে কোনো আলোচনা হয়নি বলেও জানান তিনি।
২| ২৪ শে অক্টোবর, ২০১৩ সকাল ১১:১১
আহমেদ রশীদ বলেছেন: হাসিব ভাই আপনি হাসাইলেন. হা হা হা
©somewhere in net ltd.
১|
২৪ শে অক্টোবর, ২০১৩ সকাল ১০:৪১
হাসিব০৭ বলেছেন:
ফেভিকলের আঠা গদিতে লাগাইয়া লাভ হইব না