নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আহমেদ সাদ রিজভীর কথা-বার্তা.।

আহমেদ সাদ রিজভী

রৌদ্র তিথি শুন্নে মিলায় আমার ভাবন ঘেসে.। আমি স্বপ্নে দেখি অস্তিত্ব আমার তারই আলোয় মেশে.। আমি আধার রাত কে পাগল করি উদার কোন সুরে.। আর ধরতে তারে নিজেরে হারাই দূর থেকে বহুদূরে.।

আহমেদ সাদ রিজভী › বিস্তারিত পোস্টঃ

শহুরে!

২৪ শে মার্চ, ২০১৪ রাত ১:৫৮

"তাকে" আমি কলমিলতা ডাকতাম,

বনলতা ডাকিনি বলে

তোমরা কি আমার প্রেমটাকে রোম্যান্টিক ভাববেনা?

কি আর করা,

আর্বানাইজেশান এর জুয়ার কে পাশ কাটিয়ে

কিভাবে যেন আমি এখন অনেকটা গেয়ো।

আমার পিরিচে ঢেলে চা খাওয়া দেখে ভুরু কুচকে তাকায়

বিদ্যুৎগতী ওয়াই-ফাই ব্যাবহার করা ট্রাফিক জ্যাম।

দোকানের চালার ফুটো দিয়েও টপ টপ করে ঝরছে আধুনিকতা!!!

শুধু দোকানদারটাই আমার মত ছোটলোক!



"তাকে" নিয়ে আমি কবিতা লিখতাম ।

বস্তা বস্তা সস্তা কথা বলার জন্য

মুঠোফোনের বিশেষ অফার খুজিনি বলে,

তোমরা কি আমায় সেকেলে ভাববে???

অবশ্য শহরের কোন প্রেম ভেঙ্গে গেলে,

এখন আর কেউ দূরে কোথাও জ্যোৎস্না খুজতে যায়না।

শুধু বদলে যায় একটা মোবাইল নাম্বার।



(ভাবছো আমি অতোটা কিভাবে জানি???

ভাই... আমি ছাড়া আর সবাই তো শহুরে!)

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.