![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
রৌদ্র তিথি শুন্নে মিলায় আমার ভাবন ঘেসে.। আমি স্বপ্নে দেখি অস্তিত্ব আমার তারই আলোয় মেশে.। আমি আধার রাত কে পাগল করি উদার কোন সুরে.। আর ধরতে তারে নিজেরে হারাই দূর থেকে বহুদূরে.।
বেশ্যার মত দেশটাকে তারা শেষ করে দিল আধারেতে নিয়ে
হিসাবের ঘরে আরামটা তবু ঋণাত্মক...
আপন ঘরেতে পথহারা আমি, দিশা খোঁজে পেতে করি পাগলামি
নিজের প্রিয়ার কাছে থেকে যাই আগুন্তুক...
বীষধর তারা, শশধর হারা গহীন তিমিরে কলকাঠি নাড়া
আমার ভাগ্য আঁকে বসে তারা অন্যথায়...
আমি নগন্ন হয়ে যে পণ্য, একটুখানি বাঁচার জন্য
ঘর্মাক্ত দেহে শুধিয়েছি অন্নদায়...
সুশীলরা সব দাঁত-নখ হীন, বকবকে সুধু তুলনা বিহীন
কাজে নামতেই তাদের যে বাধে বীষের ভয়...
কথা বলে যত হাতি-ঘোড়া মারা, খুশি থাকে তাই বীষধর পাড়া
মানচিত্রে ঘুনে পোকা করে দিকনা ক্ষয়...
সাধারণ আমি প্রজাতন্ত্রে, সম্মোহিত সোজা মন্ত্রে
বীষধর তাই মেকি হেসে হয় গুণগ্রাহী...
সাধারণ কারো ঘুম ভাঙলে, মুখফূটে দুই কথা বললে
সুশীলরা হাততালি দিয়ে বলে দেশদ্রোহী...
তবু বেঁচে থাকি, কেন বেঁচে থাকি?? বাচায় মরায় কয় হাত বাকি??
অপরাধী হয়ে ভালো থাকা যদি সহজ হয়??
বীষধর তাই আমি হতে চাই, পেশাদারী হোক টেবিল তলায়
সমাজ আমায় করুক সেলাম জগতময়...
©somewhere in net ltd.