![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
দার্শনিকেররা এযাবৎ জগৎটাকে শুধু ব্যখ্যা করেছেন , আসল কাজ হলো পরিবর্তন করা - কার্ল মার্কসের এ উক্তিটি আমার খুব প্রিয় ।
পান্তা ভাত আর শুটকি ভর্তা কিংবা পান্তা ভাত আর পেয়াজ কাচামরিচ হছে বাঙালি গ্রামীন কৃষি ভিত্তিক অর্থনৈতিক ব্যবস্থার সংস্কৃতি যা মূল আদি সংস্কৃতি হিসেবে বিবেচিত হয়, তথাকথিত কিছু বুদ্ধিজীবী লুটেরা পুজির দালালি করতে গিয়ে পান্তা ভাতের সাথে ইলিশ মাছ যুক্ত করেছে. আবার এও শোনা যায় যে পান্তা ভাতের সাথে ইলিশ মাছের সংস্কৃতি ভারতের কলকাতার বাবুদের কাছ থেকে এসেছে . প্রকৃতপক্ষে বাঙালি ঐতিহ্যবাহী সংস্কৃতি হচ্ছে গ্রামীন কৃষকেরা সখ করে গরম ভাতের সাথে ইলিশ মাছ খেত .
২| ০৩ রা এপ্রিল, ২০১৪ সকাল ১১:৩৯
আহমেদ_শাহীন বলেছেন: সেরকম কিছু বলাও হয়নি বোঝানোও হয়নি, আপনি আগ বাড়িয়ে ভারত বিরোধী গন্ধ খুজছেন , কলকাতার বাবু বলাতে বলাতে মাইন্ড করার কিছু নেই, বিখ্যাত অনেক সাহিত্যিক এই উপমা ব্যবহার করেছেন, তাছাড়া সেই বাবুদের বাঙালি সেজে ইংরেজ প্রীতি অনেক অপসংস্কৃতির জন্ম দিয়েছে
©somewhere in net ltd.
১|
০৩ রা এপ্রিল, ২০১৪ রাত ১২:৫৪
ফিলিংস বলেছেন: পান্তা ভাতের সাথে ইলিশ মাছ যুক্ত করলে কি ভারতের দালালি করা হবে না নাস্তিক হয়ে যাবে.......।