![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
দার্শনিকেররা এযাবৎ জগৎটাকে শুধু ব্যখ্যা করেছেন , আসল কাজ হলো পরিবর্তন করা - কার্ল মার্কসের এ উক্তিটি আমার খুব প্রিয় ।
ফেসবুকে অনেকের স্ট্যাটাসে দেখলাম ছাত্রলীগ নাকি গনজাগরন মঞ্চের কর্মীদের হামলা করে পিটিয়েছে । যদি এটা সাধারণ ব্যাক্তিগত রেষারেষি থেকে হয় তাহলে কোন কথা নেই আর যদি রাজনৈতিক দ্বন্দ্ব হয় তবে অনেক কথা আছে । প্রথম কথা রাজনৈতিক দ্বন্দ্ব তখনই হয় যখন রাজনৈতিক স্বার্থে আঘাত লাগে । গনজাগরন মঞ্চ ৭১'র চেতনার কথা বলে আবার ছাত্রলীগও বলে । ৭১'র চেতনা ছাত্রলীগের সম্পদ , গণজাগরণ মঞ্চের নয় । এখন ৭১'র চেতনার আলোকে যে ভোটের সমাগম ঘটে তাতে গণজাগরণ মঞ্চের কোন লাভ হয় না । লাভ হয় ছাত্রলীগের । গণজাগরণ মঞ্চ যদি এখন লাভ খুজতে যায় তাহলে দ্বন্দ্ব অনিবার্য । এটা একটি সোজাশাপটা রাজনৈতিক সমীকরণ ।
২| ২০ শে এপ্রিল, ২০১৪ বিকাল ৪:১২
অপ্রিয় হলেও সত্য বলেছেন: কাজ শেষ মনে হয়
©somewhere in net ltd.
১|
০৪ ঠা এপ্রিল, ২০১৪ ভোর ৬:৪৫
ঢাকাবাসী বলেছেন: লাভ ছাড়া কেউ এখানে কথা বলেনা! দেশপ্রেম বলে ইমরান টিমরান ইত্যাদি কারো কিসসু নেই!