![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
দার্শনিকেররা এযাবৎ জগৎটাকে শুধু ব্যখ্যা করেছেন , আসল কাজ হলো পরিবর্তন করা - কার্ল মার্কসের এ উক্তিটি আমার খুব প্রিয় ।
পত্রিকায় দেখলাম শহীদ রাষ্ট্রপতি মরহুম জিয়াউর রহমানের সমাধিস্থল ঢাকা থেকে সরিয়ে বগুড়া নিয়ে যাবে । কেন তা করা হবে এই নিয়ে বিষদ কোন মন্তব্য নেই । জিয়াউর রহমানের সমাধিস্থল ঢাকা থেকে বগুড়া নিয়ে গেলে বিএনপি সমর্থিত কর্মীদের একটু হয়রানি হবে । তাহলে উদ্দেশ্য রাজনৈতিক । জনস্বার্থে নয় । জিয়াউর রহমানের সমাধিস্থল ঢাকার একটি পার্কের কোনায় পরে আছে । তাতে জনজীবনের কোন সমস্যা হচ্ছে এমন নজীর নেই । তবে এই কাজে বানিজ্য আছে । এমন একজন মানুষের সমাধিস্থল স্থানান্তর অনেক খরচের ব্যাপার । এই খরচ কত জানিনা তবে রাস্ত্রের এই খরচ একটি অপচয় ছাড়া আর কিচুই না । উল্টো আরও রাজনৈতিক সহিংসতা বাড়বে । আওয়ামীলীগ উন্নয়নের জোয়ারের কথা বলে আর রাজনৈতিক সহিংসতাকে উস্কে দেয় এই দুই নীতি বিপরীত মুখী । আমরা জনগণ উন্নয়ন চাই রাজনৈতিক স্থিতিশীলতা ও গণতন্ত্র চাই । ব্যাস তাহলেই হবে । সরকার কোন উন্নয়নের পদক্ষেপ না নিলেও প্রাইভেট এন্তারপ্রেনিয়ার শিপে দেশ এগিয়ে যাবে ।
২| ২৪ শে জুলাই, ২০১৪ রাত ১১:৪৭
কান্ডারি অথর্ব বলেছেন:
ইতিহাস প্রমান করে মানুষ যখন সীমালঙ্ঘন করে তখন তার নিজেরই ধ্বংস ডেকে আনে।
৩| ২৪ শে জুলাই, ২০১৪ রাত ১১:৫২
করিম বস বলেছেন: জায়গা না থাকলে বঙগবসাগরে পালাই দেওয়া হওক
৪| ২৫ শে জুলাই, ২০১৪ রাত ১:৫৮
মুসাফির... বলেছেন: উদ্যোগ মন্দ না... চেষ্টার শেষ পরিনতি দেখার অপেক্ষায় রইলাম..
২৫ শে জুলাই, ২০১৪ দুপুর ১২:৩৬
আহমেদ_শাহীন বলেছেন: অপেক্ষায় থাকাটাই বরং ভাল
©somewhere in net ltd.
১|
২৪ শে জুলাই, ২০১৪ রাত ১১:৪২
ঢাকাবাসী বলেছেন: বাপেরটা বাইরে তো এটা কেন রাজধানীতে থাকবে? সেটাই কারন।