![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
চলছে অগ্রহায়ন,
হবে শীতের আগমন। ঝড়বে গাছের পাতা,
চলবে কবিদের লেখা।
শীতের কুয়াশার চাদর
করবে সবাইকে মনমুগ্ধকর।
শুকিয়ে যাবে জলাশয়ের পানি,
আকাশে উড়বে অথিতি পাখি।
বহিবে ঠান্ডা বাতাস,
গায়ে লাগবে শুষ্কতার আবাস।
সামর্থ্যবানরা কটিয়ে দিবে শীত গরম কাপড়ে,
কিন্তু গরীবরা শীত সইবে কি করে।
তাই বলি ভাই চল সবাই, মিলেমিশে শীতটা কাটাই।
২| ২৮ শে নভেম্বর, ২০১৫ সন্ধ্যা ৭:১২
আহমেদ ইমন বলেছেন: ভাল লাগার জন্য ধন্যবাদ প্রামানিক ভাইয়া
©somewhere in net ltd.
১|
২৫ শে নভেম্বর, ২০১৫ রাত ১১:১৪
প্রামানিক বলেছেন: ভাল লাগল। ধন্যবাদ