![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
ভাপা পুলি চিতই পিঠা
শীত সকালে নিতই মিঠা
মিঠা খেজুর রস-
ঝর্না ধারায় ছন্দ মিঠা
মার গাল-মন্দ মিঠা
মিঠা নাম যশ-
গরম জলে নাওয়া মিঠা
মুড়ি-মুড়কি খাওয়া মিঠা
মিঠা ফুলের ঘ্রাণ-
শিশির কণায় পতন মিঠা
অবুঝ মনের কথন মিঠা
মিঠা সরল প্রাণ-
শীরত হাওয়ার পরশ মিঠা
দুঃখীর মনের হরষ মিঠা
মিঠা সুখের বান-
সীম,বরবটি রোপন মিঠা
মনের দ্বার খোলা মিঠা
মিঠা আরও গান-
ভোর বিহানে রৌদ মিঠা
আগুন পোহার বোধ মিঠা
মিঠা পাখির রব-
লেপ মুড়ে ঘুমান মিঠা
চাদের গায় দুমান মিঠা
শীতে মিঠা সব-
©somewhere in net ltd.