![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আবু গাজ্জালী(রঃ)এর বর্ণিত
একদা একদিন একব্যক্তি বনের মধ্যে দিয়ে হেঁটে যাচ্ছিল।হটাত্ সে লক্ষ করল একটি সিংহ তাকে তারা করছে।তখন তার হাত থেকে বাঁচার জন্য প্রানপনে দৌড়াচ্ছিল পেছনে সিংহও আসছিল।সেতখন তার সামনে একটি পানি বিহীন কুয়া দেখতে পেল এবং বাঁচার জন্য কুয়ার মধ্যে ঝাপ দিল।তত্ক্ষাত সে একটি দড়ি দেখতে পেয়ে সেটিকে ধরে ঝুলে রইল।ঝুলে থাকা আবস্থায় নিচের দিকে তাকিয়ে দেখতে পেল একটি সাঁপ তাকে খাওয়ার জন্য হা করে বসে আছে।সে আর ভয় পেয়ে গেল।এমন সময় উপরে তাকিয়ে দেখতে পেল একটি সাদা ও একটি কলো ইদুর দড়ি কেটে দিচ্ছে।সে কি করবে বোঝে উঠতে পারছে না।ঠিক তখন সে তার পাশে একটি মৌচাক দেখতে পেল।সে কিভেবে মৌচাকে আঙ্গুল ডুবিয়ে মধু খেতে লাগল।মধুর নেশায় একটু আগে ঘটে যাওয়া ঘটনা ভূলে গেল।
আবু গাজ্জালী(রঃ) এই ঘটনা বর্ণনা দিতে গিয়ে বলেনঃ
১।এই ব্যক্তির পিছনে ছুটে যাওয়া সিংহটি হল তার মূত্যু।যা আমাদের পিছনে সবসময় ছুটে বেড়ায়
২।কুয়ায় হা করে থাকা সাপ হলো কবর।যা আমাদের জন্য অপেক্ষা করছে
৩।সাদাওকালো ইদুর হলো দিন ও রাত।যা আমাদের আয়ু কমিয়ে দিচ্ছে।
৪।মৌচাকের মধু হলো পৃথিবীর আমেজ ফুর্তি যার মোহে পড়ে মানুষ এই চুর্থমুখি বিপদ ভূলে যায়
উপদেশঃ
১।সবসময় মূত্যুকে শরণ করুন
২।সময়ের উপচয় করবেন না
৩।পৃথিবীর আমেজ ফুর্তির মোহে নিজেকে আড়াল করনা
২| ২৩ শে ডিসেম্বর, ২০১৫ রাত ১০:০৩
আহমেদ ইমন বলেছেন: উত্সটা আবু গাজ্জালী (রঃ)।আপনাকে অসংখ্য ধন্যবাদ এবং অনেক স্বাগতম
©somewhere in net ltd.
১|
২৩ শে ডিসেম্বর, ২০১৫ সন্ধ্যা ৭:০৩
তদন্তকারী বলেছেন: উৎসটা