![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
একদা একটি বনে একটি পাখি ও মৌমাছি বাস করত।একদিন পাখি গাছের ডালে বসে ছিল।এমন সময় তার সামনে দিয়ে মৌমাছি যাচ্ছিল।তখন পাখি ও মৌমাছির মধ্যে কথা হলঃ
পাখিঃমৌমাছি কেমন আছ
মৌমাছিঃভাল তুমি কেমন আছ
পাখিঃভাল তোমাকে অনেকদিন ধরে একটি কথা বলব বাবছি।
মৌমাছিঃকি কথা বল
পাখিঃতুমি এত কষ্ট করে মধু তৈরী কর আর সেই মধু মানুষ তোমায় না জানিয়ে নিয়ে নেয় এতে তোমার কষ্ট হয় না
মৌমাছিঃনা
পাখিঃকেন
মৌমাছিঃতারা আমাদের মধু নিয়ে নেয় কিন্তু তারা কখনো আমাদের মধু তৈরীর শিল্প কেড়ে নিতে পারেনা
আপনি নিজের দূষ্টিকে নীতিবাচক রাখুন
এই ছোট মৌমাছির নীতির মত হওয়ার চেষ্টা করুন।তাহলেই সমাজে শান্তি প্রতিষ্ঠিত হবে
২| ২৩ শে ডিসেম্বর, ২০১৫ রাত ১১:০১
শান্তনু চৌধুরী শান্তু বলেছেন: থটটি বেশ .।।।
৩| ২৩ শে ডিসেম্বর, ২০১৫ রাত ১১:৪৩
প্রামানিক বলেছেন: চমৎকার শিক্ষামূলক গল্প।
৪| ২৪ শে ডিসেম্বর, ২০১৫ রাত ১২:১৩
রক্তিম দিগন্ত বলেছেন: থটটি ভাল। তবে, মানুষ সমাজেও মৌমাছির মত শিল্পকার কিছু রয়েছে।
©somewhere in net ltd.
১|
২৩ শে ডিসেম্বর, ২০১৫ রাত ১০:১৩
স্যু বলেছেন: ভালো লাগলো