![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
রমণী ভরা যৌবন চোখে
তাকিয়ে থাকে
তাকিয়ে থাকে নদীর দিকে
এক পশরা বৃষ্টি এসে ধুয়ে যায় তার মুখ-
বুক থেকে সরিয়ে নিয়ে আঁচল
তবু তাকিয়ে থাকে নদীর দিকে, রমনী।
লোভাতুর পক্ষী মাথা এলিয়ে
অট্টহাস্যে মাতিয়ে তুলে মেঘঘন সন্ধ্যাকে
অবশেষে উদাম শরীরে এসে মুখ গুঁজে
বাসা বাঁধে, রাত যাপন করে।
রমনী তাকিয়েই থাকে।
১৮.০৮.০৮ মিরপুর
©somewhere in net ltd.