নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

হুদাই................

আহমেদমিশুক

কিছুই বলার নাই

আহমেদমিশুক › বিস্তারিত পোস্টঃ

আপনি যদি একজন মুসলিম হয়ে থাকেন তাহলে আশা করি এই নোট টি পরে দেখবেন- আবু গারিব কারাগার থেকে আমাদের বোন ফাতেমার চিঠি

৩০ শে আগস্ট, ২০১১ রাত ১২:০৩

আনুমানিক রাত ১২ টা ২৫মিনিট, ডিসেম্বর ২১, ০৪শনিবার মুজাহীদিনরা দক্ষিন বাগদাদের কারাগারে এক নজীর বিহীন হামলা চালায়। হামলাটি সংঘটিত হয়েছিল ফাতেমা নামের একজন মহিলা কয়েদির একটি চিঠির জন্য, যা মুসলিম যোদ্ধাদের মনে আগুন জ্বালিয়ে দিয়েছিল। ফাতেমার চিঠি, একটি হাতে লেখা দলিল সম্প্রতি আবু গারীব কারাগার থেকে উদ্ধার হয়। ফাতেমা ঐ এলাকার একজন খ্যাতিমান মুজাহিদের বোন। আমেরিকান সৈন্যরা কিছুদিন পূর্বে ঐ মুজাহিদের বাড়িতে হটা হামলা চালায়। কিন্তু তাকে পায় না। তারা তার বোনকে জোরপূর্বক ধরে নিয়ে যায় যেন ঐ মুজাহিদ নিজ থেকে ধরা দেয়।ফাতেমার মূল চিঠিটি এখানে দেয়া হল যা মাফকারাট আল ইসলামে(আরবী নিউজ এজন্সি) ইংরেজী অনুবাদসহ আরবীতে ছাপা হয়েছিল।

ফাতেমার চিঠি । সুবিধার জন্য গুরুত্বপূর্ণ অংশ গুলো বোল্ড করে দেওয়া হলো। যদিও পুরো চিঠিটাই গুরুত্বপূর্ণ।ইচ্ছা করলে আপনি সবার মাঝে এটি ছড়িয়ে দিতে আপনার ফেসবুকের হোমে শেয়ার করতে পারেনঃ

“পরম করুনাময় আল্লাহতা’য়ালার নামে (হে মুহাম্মদ) তুমি বলো, তিনিই আল্লাহ তিনি এক একক। তিনি কারোর মুখাপেক্ষী নন, তার থেকে কেউ জন্ম নেয়নি, আর তিনিও কারো থেকে জন্ম গ্রহন করেননি। আর তার সমতুল্য দ্বিতীয় কেউ নেয়।(সূরা আল-এখলাস) আমি আল্লাহর গ্রন্থ আল-কোরআন থেকে হতে এই পবিত্র সূরাটি পছন্দ করেছি কারন এর দারুন প্রভাব পড়েছে আমার উপর এবং আপনাদের সবার উপরে ও বিশ্বাসীদের হদয়ের এক প্রকার ভয় ও শ্রদ্ধা মিশ্রিত বোধের জন্ম দেবে। আমার ভাই মুজাহীদিন আল্লাহর পথে আছে।আপনাদের আমি কি বলবো? আমি আপনাদের বলছি : আমাদের জরায়ু বানর ও শূকুর জাতীয় লম্পটদের সন্তানে ভর্তি হয়ে আছে। যারা আমাদের বলাত্ কার করেছে। অথবা (আমি) আপনাদের বলতে পারি যে, তারা আমাদের দেহকে বিকৃত করেছে। আমাদের মুখমন্ডল জলসে দিয়েছে এবং আমাদের ঘাড়ে ঝোলানো কোরআনের ছোট কপিটি অযথা ছিড়ে ছিন্ন ভিন্ন করে ফেলেছে। আল্লাহ অতি মহান আপনারা কি পরিস্থিতি অনুদাবন করতে পারছেন না? এটা সত্য আপনারা জানেন না আমাদের সাথে কি ঘটেছে। আমরা আপনাদের বোন। আল্লাহ হিসাব নিকাসের সময় ভবিষ্যতে এ সম্পর্কে আপনাদের জিজ্ঞাসা করবে। আল্লাহর কসম কারাগারে আসা পর্যন্ত আমাদের এমন কোন রাত কাটেনি যে রাতে বানর ও শুকুর জাতীয় অমানুষরা আমাদের উপর ঝাপিয়ে পড়েনি। তারা তাদের পূর্ণ স্বাদ মিটিয়ে নিস্তেজ হওয়া অবধি আমাদের দেহকে ছিন্ন বিচ্ছিন্ন করতে থাকে। আমরা তারাই যারা আল্লাহর ভয়ে সব সময় কুমারিত্ব কে পাহারা দিয়ে থাকি। আল্লাহকে ভয় করুন। আমাদের মেরে ফেলুন। আমাদের ধংস করে দিন। তাদের আনন্দ উপকরন হিসাবে আমাদের রেখে যাবেন না। এভাবে সর্বশক্তিমান আল্লাহর মহাকৃতিত্ব মর্যাদা সম্পন্ন করা হবে। আমাদের ব্যাপারে আল্লাহকে ভয় করুন। তাদের কামান ও উড়োজাহাজ গুলো বাইরে রেখে আসুন। আবু গারীব কারাগারে আমাদের কাছে আসুন। আমি আপনাদের ধর্ম বোন। তারা আমায় একদিন নয়বারেরও বেশী ধর্ষন করেছে। আপনারা কি অনুধাবন করতে পারছেন? চিন্তা করুন আপনাদের এজন বোন ধর্ষিত হচ্ছে। আপনারা কেন ভাবতে পারছেন না আমি আপনাদের বোন? আমার সাথে আরো ১৩ জন মেয়ে আছে। সবাই অবিবাহিত। সবাই সবার সামনে প্রকাশ্য ধর্ষিত হচ্ছে। তারা আমাদের প্রর্থনা করতে দেয় না। তারা আমাদের পোশাকগুলো নিয়ে নিয়েছে। আমাদের কাপড় পরতে দেয়না। আমাদের মধ্যে একজন মেয়ে আত্নহত্যার প্রতিজ্ঞা করেছে। তাই আমি এই চিঠিটি লিখছি। সে নৃশংসভাবে ধর্ষিত হয়েছে। একজন সৈনিক তাকে ধর্ষনের পর তার বুক ও উরুতে আঘাত করেছে। সে অবিশ্বাস্য অত্যাচারের দ্বারা তাকে ভোগ করেছে। মেয়েটি তার মাথা জেলের দেয়ালে সাথে আঘাত করতে লাগল যতক্ষন না তার মৃত্যু হয়, মেয়েটি নিজেকে আর ধরে রাখতে পারলো না। যদিও ইসলামে আত্নহত্যা নিষিদ্ধ। কিন্তু আমি তাকে ক্ষমা করে দিয়েছি। আশা করছি আল্লাহ তাকে ক্ষমা করবেন। কারন তিনি(আল্লাহ) সবার প্রতি অসীম দয়ালু। ভাই আপনাদের আবারও বলছি আল্লাহকে ভয় করুন। আমাদের মেরে ফেলুন। তাহলেই আমরা হয়ত শান্তি পাব। সাহায্য করুন। সাহায্য করুন। সাহায্য করুন।



আপনি যদি একজন মুসলিম হয়ে থাকেন তাহলে আশা করি এই নোট টি পরে দেখবেন- আবু গারিব কারাগার থেকে আমাদের বোন ফাতেমার চিঠি



লাগবো না তোর ডিজিটাল বাংলাদেশ,ফেরত দে আমার এনালগ বাংলাদেশ

মন্তব্য ৫৬ টি রেটিং +১২/-০

মন্তব্য (৫৬) মন্তব্য লিখুন

১| ৩০ শে আগস্ট, ২০১১ রাত ১২:১৯

আর.হক বলেছেন: কান গরম হয়ে যাচ্ছে ......... মাথা নষ্ট হয়ে যাচ্ছে....... কে রক্ষা করবে এদের নাকি তারা এভাবেই কাটাবে তাদের বাকী জীবন?

৩০ শে আগস্ট, ২০১১ রাত ১:৩২

আহমেদমিশুক বলেছেন: আমার-ও এক-ই প্রশ্ন

২| ৩০ শে আগস্ট, ২০১১ রাত ১২:২২

গডব্রাদার বলেছেন: "আমাদের জরায়ু বানর ও শূকুর জাতীয় লম্পটদের সন্তানে ভর্তি হয়ে আছে"

এদের পেট থেকে বানর, শুয়োর, কুত্তাই বাইর হবে মানুষ আর বাইর হবে না।
ধিক্কার জানাই ওই বলাতকারকারীদেরকে

৩০ শে আগস্ট, ২০১১ রাত ১:৩২

আহমেদমিশুক বলেছেন: ধিক্কার জানাই ওই বলাতকারকারীদেরকে

৩| ৩০ শে আগস্ট, ২০১১ রাত ১২:৩১

সাইফ বাঙ্‌গালী বলেছেন: মুসলিম সেনাবাহিনী কোথায়?

৩০ শে আগস্ট, ২০১১ রাত ১:৩৯

আহমেদমিশুক বলেছেন: নিজেদের মধ্যে লড়াই করতে ব্যস্ত।সাধারণ মুসলিমদের জন্য টাইম কোথায়

৪| ৩০ শে আগস্ট, ২০১১ রাত ১২:৩৩

মোঃ উরমান বলেছেন: আল্লাহ তুমি কেন তাদেরকে রক্ষা করবে না?

৩০ শে আগস্ট, ২০১১ রাত ১:৪০

আহমেদমিশুক বলেছেন: আল্লাহ ভাল জানেন

৫| ৩০ শে আগস্ট, ২০১১ রাত ১২:৪৪

এসাসিন বলেছেন: এইসব শোনার জন্যই কি শুধু শুধু বেচে আছি?


মাঝে মাঝে নিজেকে নাস্তিক মনে হয়।কোথায় আমার আল্লাহ।

৩০ শে আগস্ট, ২০১১ রাত ১:৪১

আহমেদমিশুক বলেছেন: আমার-ও মাঝে মাঝে নিজেকে নাস্তিক মনে হয়।কোথায় আমার আল্লাহ।

৬| ৩০ শে আগস্ট, ২০১১ রাত ১২:৪৯

সমাধানদাতা বলেছেন: মহিলার জন্য দুঃখ হয়।কলুষিত রাজনীতির শিকার অসহায় নারী।

তবে একটা ব্যাপার,যুদ্ধবন্দী নারীকে অত্যাচার নতুন কিছু না।কিন্তু সেই ইস্যুকে ব্যবহার করে একটি রাষ্ট্রের বিরুদ্ধে পরোক্ষ প্রচারণা চালানোর জন্য ধর্মকে ব্যবহার করা খুবই খারাপ।এইসব নিষিদ্ধ সাইকো হিজবুতী কর্মকান্ড বলেই ধরে নেওয়া যায়।

পোস্ট রিপোর্টেড।

৩০ শে আগস্ট, ২০১১ রাত ১:১৬

আহমেদমিশুক বলেছেন: ওরে।
হাসতে হাসতে মইরা যাইতাছি
আমি নাকি হিজবুতি

আপনেরে সামনে পাইলে কানের নিচে এমন একটা বন চটকানা মারতাম যে আপনের চুলকানি একেবারে ছুইটা যাইত
যত্তসব আবালের দল

৭| ৩০ শে আগস্ট, ২০১১ রাত ১২:৫৩

সমাধানদাতা বলেছেন: সাইফ বাঙ্‌গালী বলেছেন: মুসলিম সেনাবাহিনী কোথায়?

মুসলিম সেনাবাহিনী হাইটেকনোলোজীর অস্ত্র ও বোমা কিভাবে বানানো যায়,তা কোরআনে তন্ন তন্ন করে খুজিতেছে।তাই তারা সেই দিকে ব্যস্ত।

ব্যটা ছাগল,মুসলিম সেনাবাহিনী কি রে?এখনো কোন দেশকে মুসলিম দেশ হিসেবে ইউরোপ বা আমেরিকাতে হামলা করতে দেখেছিস?

৮| ৩০ শে আগস্ট, ২০১১ রাত ১২:৫৩

সমাধানদাতা বলেছেন: সব হিজবুতী ছাগুরে দড়ি দিয়া বান।

৩০ শে আগস্ট, ২০১১ রাত ১:৪২

আহমেদমিশুক বলেছেন: সব হিজবুতী ছাগুরে দড়ি দিয়া বান।দড়ি কিনার টাকা আমি দিমু,অবশ্য সাথে একটা আবাল বলদ-রেও বানমু।

৯| ৩০ শে আগস্ট, ২০১১ রাত ১:০২

শুভ জািহদ বলেছেন: ও আল্লাহ সকল মুসলিম মুজাহিদিনকে রক্ষা কর।
ও আল্লাহ সকল সাধারণ মুসলিম নারী পুরুষ কে রক্ষা কর।
ও আল্লাহ আমাদের নিকট আবু বকর ওমর উসমান আলী (রাঃ) এর মতো মহাবীর খালেদ বিন ওয়ালিদ এর মতো ওলী পাঠাও।
ও আল্লাহ সকল মুসলিমদের রক্ষা কর।
ও আল্লাহ মুসলিমদের তুমি কাফেরদের উপর বিজয় দান কর যেমন বিজয় দান করেছিলে মক্কার কাফেরদের উপর মুসলিমদের।
ও আল্লাহ এখনো সারা বিশ্বে আবুজেহেল এর সন্তানরা ইসলামের বিরোধীতা করে যাচ্ছে এমন কি এই সামু ব্লগেও।
ও আল্লাহ আমাদের মুসলিমদের বিজয় দান কর সকল কুফ্ফার শক্তির বিরুদ্ধে।
ও আল্লাহ সারাবিশ্বের সকল মা বোনকে তুমি রক্ষা কর।
ও আল্লাহ মুসলিমদের মধ্যে তুমি ঐক্য দান কর।

জাজাকাল্লাহ।

৩০ শে আগস্ট, ২০১১ রাত ১:৩৫

আহমেদমিশুক বলেছেন: জাজাকাল্লাহ।

১০| ৩০ শে আগস্ট, ২০১১ রাত ১:০৪

নাহিয়ান গালিব বলেছেন: আল্লাহ যা করেন তা ভালোর জন্য করেন এবং তিনি যা যানেন আমরা তা যানিনা। may god bless her with jannatul ferdaus...

৩০ শে আগস্ট, ২০১১ রাত ১:৪৩

আহমেদমিশুক বলেছেন: But perhaps you hate a thing and it is good for you; and perhaps you love a thing and it is bad for you. And Allah Knows, while you know not. [Quran 2:216]..

১১| ৩০ শে আগস্ট, ২০১১ রাত ১:০৫

সাইফ বাঙ্‌গালী বলেছেন: সমাধানদাতা বলেছেন: মহিলার জন্য দুঃখ হয়।কলুষিত রাজনীতির শিকার অসহায় নারী

আপনার প্রজ্ঞা ও রুচিবোধের বাহার দেখে আবেগে আপ্লুত হলাম। জেনে রাখুন, প্রত্যেক যুদ্ধাপরাধীর বিচার হবেই। আপনি না চাইলেও। আর ফায়ার করার আগে একটু হুশিয়ার, বাদরের গলায় শেকল দেখেই আমি অভ্যস্ত, মুক্তার মালা নয়।

৩০ শে আগস্ট, ২০১১ রাত ১:৪৭

আহমেদমিশুক বলেছেন: তাহার প্রজ্ঞা ও রুচিবোধের বাহার দেখে আমিও আবেগে আপ্লুত হলাম।

১২| ৩০ শে আগস্ট, ২০১১ রাত ১:১১

দাম বলেছেন: @সমাধানদাতা

আপনার এত চুলকায় কেন?

৩০ শে আগস্ট, ২০১১ রাত ১:৪৮

আহমেদমিশুক বলেছেন: দাম বলেছেন: @সমাধানদাতা

আপনার এত চুলকায় কেন?

১৩| ৩০ শে আগস্ট, ২০১১ রাত ১:১৫

সমাধানদাতা বলেছেন: @সাইফ বাঙ্‌গালী ভাই,আপনাকে কড়া ভাষায় যা বলেছি তার জন্য দুঃখিত।কিন্তু এটা অসহায়ের উপড় অত্যাচারের একটা ইস্যু।এখানে ধর্মীয় আবেগ ব্যবহার করাটা লেখকের একদম উচিৎ হয় নি।

ব্যপারটা ধর্মীয়ভাবে ছাড়া এভাবে দেখা যায়,তেলের রাজনীতিতে ব্যস্ত সম্রাজ্যবাদী শক্তির আগ্রাসনে যুদ্ধবন্দী নারীর অসহায় অবস্হা।

এসব ছাগুদের ব্রেইনওয়াশ থেকে সাবধান থাকবেন।

৩০ শে আগস্ট, ২০১১ রাত ১:১৮

আহমেদমিশুক বলেছেন: ওরে কেউ ধর আমারে।

আমি ছাগু হয়া গেলাম এই পোষ্ট দেয়ার কারনে!!!!!

১৪| ৩০ শে আগস্ট, ২০১১ রাত ১:১৮

আবিরে রাঙ্গানো বলেছেন: তারা তাদের পূর্ণ স্বাদ মিটিয়ে নিস্তেজ হওয়া অবধি আমাদের দেহকে ছিন্ন বিচ্ছিন্ন করতে থাকে। আমরা তারাই যারা আল্লাহর ভয়ে সব সময় কুমারিত্ব কে পাহারা দিয়ে থাকি। তারা আমাদের পোশাকগুলো নিয়ে নিয়েছে। আমাদের কাপড় পরতে দেয়না।

আল্লাহ তুমি এই মেয়েগুলোকে বাঁচাও, এসবের বিচার দুনিয়াতে কিছুটা করিও, বাকীটা আখিরাতে করিও। আমীন ইয়া রব্বুল আলামীন

৩০ শে আগস্ট, ২০১১ রাত ১:৩৭

আহমেদমিশুক বলেছেন: বিচার দুনিয়াতে দেখে যেতে পারলে শান্তি পেতাম

১৫| ৩০ শে আগস্ট, ২০১১ রাত ১:৩৯

সাঁঝবেলা বলেছেন: সমাধানদাতার ধর্ম পরিচয় জানলে কিছু কথা বলতাম। আশা করি জানাবেন।

৩০ শে আগস্ট, ২০১১ রাত ১:৫১

আহমেদমিশুক বলেছেন: সমাধানদাতার ধর্ম পরিচয় আছে,ওইটা নাস্তিক না ।ওইটা নিজেরে নাস্তিক বললে তার কানের নিচে আমি বন দিব।

আমার কিছু নাস্তিক বন্ধু আছে কিন্তু তাদের কারোর-ই কথা বার্তা সমাধানদাতার মত নয়।

১৬| ৩০ শে আগস্ট, ২০১১ রাত ১:৪৭

তানজিব বলেছেন: আল্লাহ আপনি আমাদের মাফ করুন। আর এর একটা বিহিত করার শক্তি দিন

৩০ শে আগস্ট, ২০১১ রাত ১:৫৬

আহমেদমিশুক বলেছেন: আমিন

১৭| ৩০ শে আগস্ট, ২০১১ রাত ১:৪৭

খাজা মুহাম্মদ মাসুম বলেছেন: না-যুজু বিল্লাহ । অতান্ত কষ্ট পেলাম । খুব খরাপ লাগছে ।

৩০ শে আগস্ট, ২০১১ রাত ২:০০

আহমেদমিশুক বলেছেন: একই অবস্থা এখানেও

১৮| ৩০ শে আগস্ট, ২০১১ রাত ২:০৪

তানজিব বলেছেন: হে আল্লাহ! আমরা আপনার কাছে মুসলিমদের সম্মান ও মর্যাদা প্রার্থনা করছি, হে আল্লাহ! আপনি কাফের মার্কিনদের দেশকে ধ্বংস করে দিন. তাদের উপর আপনার কঠিন গজব নাজিল করুন. আপনি তাদের উপর সেই গজব পাঠান যে গজব আপনি পাঠিয়েছিলেন নূহ এর সম্প্রদায়ের উপর, সেই গজব দিয়ে তাদের ছিন্নভিন্ন করে দিন যে গজব আপনি লূত সম্প্রদায়ের উপর প্রেরন করেছিলেন. তাদের উপর সেই গজব প্রেরণ করুন যা মাটি থেকে আসে, তাদের সেই গজব প্রেরণ করুন যা আকাশ বর্ষন করে. তাদের জমিনকে আপনি টুকরা টুকরা করে দিন, তাদের সেনাবাহিনীকে ছিন্নবিচ্ছিন্ন করে দিন.



এই দুয়াটা করেছিলেন মক্কার এক ইমাম. রমজান মাসে তারাবীর নামাযের পর. তখন মার্কিন বাহিনী ইরাকে আক্রমন করেছিল. এই দুয়া করার অপরাধে তাকে ওই দুয়া শেষেই গ্রেপ্তার করে হত্যা করা হয়. এই দুয়া একজন মজলুম মুসলমানের মুখ থেকে বের হয়েছে তার মুসলিম ভাইকে জালিম কাফিরদের হাত থেকে রক্ষা করার জন্য, সেই জালিমকে ধ্বংস করে দেয়ার জন্য. এই দুয়া অত্যাচারী শাসকের বিরুদ্ধে একজন মজলুমের দোয়া.


অবস্য এটা আমার শোনা কথা। কোনও রেফারেন্স দিতে পারব না

৩০ শে আগস্ট, ২০১১ রাত ২:৩৭

আহমেদমিশুক বলেছেন: হে আল্লাহ! আমরা আপনার কাছে মুসলিমদের সম্মান ও মর্যাদা প্রার্থনা করছি, হে আল্লাহ! আপনি কাফের মার্কিনদের দেশকে ধ্বংস করে দিন. তাদের উপর আপনার কঠিন গজব নাজিল করুন. আপনি তাদের উপর সেই গজব পাঠান যে গজব আপনি পাঠিয়েছিলেন নূহ এর সম্প্রদায়ের উপর, সেই গজব দিয়ে তাদের ছিন্নভিন্ন করে দিন যে গজব আপনি লূত সম্প্রদায়ের উপর প্রেরন করেছিলেন. তাদের উপর সেই গজব প্রেরণ করুন যা মাটি থেকে আসে, তাদের সেই গজব প্রেরণ করুন যা আকাশ বর্ষন করে. তাদের জমিনকে আপনি টুকরা টুকরা করে দিন, তাদের সেনাবাহিনীকে ছিন্নবিচ্ছিন্ন করে দিন.

১৯| ৩০ শে আগস্ট, ২০১১ রাত ২:২৫

মুিকত খান বলেছেন: বলার কোন ভাষা নাই। হে আল্লাহতাআলা আমাদের রক্ষা করন।

৩০ শে আগস্ট, ২০১১ রাত ২:৩৫

আহমেদমিশুক বলেছেন: হে আল্লাহতাআলা আমাদের রক্ষা করন।

২০| ৩০ শে আগস্ট, ২০১১ রাত ২:২৮

সাঁঝবেলা বলেছেন: আমি আগামীকাল আবার ছাগু হতে যাচ্ছি। আপনারা সবাই আমাকে ছাগু বলবেন। কাল আবার এই পোস্ট রিপোস্ট হবে। লেখকের অনুমতি চাচ্ছি

৩০ শে আগস্ট, ২০১১ রাত ২:৩৪

আহমেদমিশুক বলেছেন: অনুমতি নেয়ার প্রয়োজন নেই।আপনি রিপোষ্ট করুন।এই লেখাটা আমার নয়, আমি ফেসবুক থেকে নিয়েছি এবং সূত্র-ও উল্লেখ করে দিয়েছি।তাই আমার থেকে অনুমতি নেয়ার দরকার নেই কোন।


২১| ৩০ শে আগস্ট, ২০১১ রাত ২:৪৭

দ্যা ফ্রীল্যান্সার বলেছেন: মেয়েগুলির উপর মার্কিন পশুগুলি যখন অমানবিক অত্যাচার চালাচ্ছিল তখন সর্বশক্তিমান আল্লাহতায়ালা কার বাল ফেলছিল? নাকি তিনি আসলে সর্বশক্তিমান না, বরং সর্বঅক্ষম।

২২| ৩০ শে আগস্ট, ২০১১ রাত ২:৪৯

দ্যা ফ্রীল্যান্সার বলেছেন: মেয়েটি যখন দেখল খড়কুটার চেয়েও শক্তিহীন আল্লাহতায়ালাকে এত ডাকার পরও তিনি কিছুই করতে পারছেন না তখনই মুজাহিনদের কাছে চিঠি লিখল। সুভানাল্লাহ মুজাহিদের শক্তি-সামর্থ আল্লাহর চেয়ে বেশী।

২৩| ৩০ শে আগস্ট, ২০১১ রাত ২:৫৬

ধীমান অনাদি বলেছেন: @সমাধানদাতাঃ তুই কুত্তার বাচ্চা। পতিতাপল্লীতে তোর জন্ম। তাই তোর কাছে, মেয়েদের কুমারীত্বের দাম নেই। তোর মাকে বহুবার টাকার বিনিময়ে কাষ্টমারের সাথে শুয়ে পড়তে দেখেছিস। তাই জানিসনা।
যেই খানকির পোলা, তার মায়ের যৌনতা দেখে তার এই ব্লগে আসার কোন দরকার নেই। এখানে ভদ্রলোকেরা লেখে। তোর মত জারজ সন্তান্দের কারনে মুখ খারাপ করতে হয়।
(সামুর মডুরা আমাকে ব্যান করুক। তবু, তোদের মত জন্মপরিচয়হীন কুত্তাদের গালি দেবো। ব্লগে কি বাপ খুজতে আসিস?)

২৪| ৩০ শে আগস্ট, ২০১১ রাত ৩:১৬

ধীমান অনাদি বলেছেন: সনাধানদাতা, কই তুই? লেজ তুইলা পালাইছোস?

২৫| ৩০ শে আগস্ট, ২০১১ ভোর ৪:৩৩

kak বলেছেন: সমাধানদাতা এবং দ্যা ফ্রীল্যান্সারের মত ব্লগাররা তক্কে তক্কে থাকে পায়ে পাড়া দিয়ে ঝগড়া বাধানোর জন্য।

সমাধানদাতা বলেছেন: মহিলার জন্য দুঃখ হয়।কলুষিত রাজনীতির শিকার অসহায় নারী

সমাধানদাতা যে মানুষের পর্যায়ে পরে না সেটা তার এই কমেন্ট দেখলেই বুঝা যায়

২৬| ৩০ শে আগস্ট, ২০১১ ভোর ৪:৫২

শুভ জািহদ বলেছেন: তানজিব বলেছেন: @ আপনি যেই কাহিনীটি বলেছেন তা একদম ১০০% সত্য। আমার কাছে প্রমাণ আছে।

২৭| ৩০ শে আগস্ট, ২০১১ ভোর ৫:২১

সাইফুল ইসলাম নিপু বলেছেন: ধ্বংস অতি সন্নিকটে ... ...

২৮| ৩০ শে আগস্ট, ২০১১ ভোর ৫:৩৫

স্বাধীকার বলেছেন:
বিশ্বব্যাপী সকল যুদ্ধের প্রাথমিক ক্ষতির শিকার নারী ও শিশুরা। অথচ যুদ্ধবাধার ক্ষেত্রে এদের নুন্যতম দায়ও থাকেনা।

আমরা হয়তো এই চরম অত্যাচারের ঘটনায় দুঃখ প্রকাশ করবো, বিচার প্রত্যাশা করবো। কিন্তু বিচার পাবোনা কখনোই-তা পৃথিবীর কাছে কিংবা ঐশ্বরের কাছে। পরাজিতের পক্ষে ঈশ্বরও থাকেনা-এটা প্রমানিত।

অথচ দেখুন ৭১-এ পাকিরা আমাদের মাতৃভুমিতে এরকমই করেছে, সেসব নিয়ে অনেকেরই মাথা ব্যাথা নেই, ঘৃনা নেই, বিচার দাবী নেই। কিন্তু তারাই আবার যখন ইরাকের লিবিয়ার অত্যাচারের কাহিনী ফলাও করে প্রচার করে, কষ্ট পায়-তখন কষ্ট পাই। আজ মধ্যপ্রাচ্যের এতগুলো মুসলিম রাষ্ট, ধনী রাষ্ট থাকতেও তারা কিছু করতেছে? মধ্যপ্রাচ্যে কি কোনো যুবকরা নেই, যারা মুসলিম বোনের জন্য ত্যাগ স্বীকার করবে? সত্যটা হলো না তারা তা করবেনা, কারণ সেখানে ধর্মের ভিত্তিতে আসলে কোনো একতা নেই।
দেশকে বাদ দিয়ে পাক-ভারতের ছাতা বহনকারীদের জন্য সহজ ভাষা গ্রাম্য বাক্যে বললে হবে ‘‘ভাত খায় ভাতারের, গীত গায় লাঙ্গের’’-নিজের দেশ নিয়েই পারছিনা, এখানের দুঃখী মানুষের জন্যই কিছু করতে পারছিনা, কেবল দুঃখ প্রকাশ ছাড়া আর কি করবো?

২৯| ৩০ শে আগস্ট, ২০১১ সকাল ৯:৫৩

দ্যা ফ্রীল্যান্সার বলেছেন: আমি কোথায় ভুল বললাম একটু বলবেন কি? আল্লাহ কি ওই মেয়েদের সম্ভ্রম বাঁচাতে পেরেছেন? আল্লার জায়গায় দুর্গা বা কৃষ্ণের মুর্তি কে কল্পনা করুন। ওরাও কিছু করতে পারতো এই পরিস্থিতি সহ অন্য কোন পরিস্থিতিতেই। তাহলে এইসব বালছাল মুর্তির সাথে বালের আল্লার পার্থক্য কোথায়? @kak

৩০| ৩০ শে আগস্ট, ২০১১ সকাল ১১:৪০

খাজা মুহাম্মদ মাসুম বলেছেন: দ্যা ফ্রিল্যান্সার @ আল্লাহ তো সকল ব্যাবস্থা করে দিয়েছেন । এখন আমাদের কাজ এই বিষয় গুলো নিয়ে কাজ করা । আমাদের খুদা লাগলে তো আর আল্লাহ আকাশ থেকে আমাদের জন্য খাবার পাঠান না ।আর এটা তাকে মানায় ও না । আমরা নিজ দায়িত্বে খানা পিনা সকল যাবতিয় বিষয়ে ব্যাবস্থা নিতে হয় । ছোট ছেলে দের মত আল্লাহ কে গলা গালি করছেন । যদি অমুসলিম হন পরিচয় দিন ঠিকানা দিন থাপড়াইয় দাতের দাত ফালাইয়া দিমু । আর মুসলমানের ঘরের নাস্তক হইলে বলবো চুতমাড়নির পোলা , যা যাইয়া হিন্দু কিন্বা ইহুদিতে জয়েন্ট কর । যদি তগোরে মাদার চোদ কোন জায়গাই পাই ! বল্গিং চোদাই দিমু । খানকির পোলা ।

( আহমেদমিশুক @ দুঃখিত নিজে কে কন্টোল করতে পারছিনা ,সম্মানিত সকলের কাছে ক্ষমা চাইছি ।)

৩১| ৩০ শে আগস্ট, ২০১১ সকাল ১১:৪১

সমাধানদাতা বলেছেন: @ধীমান অনাদি:ঠিক আছে ভাই,তুমি ৪ সেপ্টেম্বর বিকেল ৪টায় মোহাম্মদপুর হাই স্কুলের মেইন গেইটে চলে আসবে।আমি লাল টি শার্ট আর নীল জিন্সে থাকবো।সেখানে যা বলতে চাও বলবে।ইচ্ছে হলে আরও ১০০ জনকে নিয়ে আসতে পারবে।

৩২| ৩০ শে আগস্ট, ২০১১ সকাল ১১:৪৪

সমাধানদাতা বলেছেন: ঈদ মুবারক বলার ইচছাটাও চলে গেল

৩৩| ৩০ শে আগস্ট, ২০১১ দুপুর ২:৩২

ওয়াসিফ জামি বলেছেন: vai somadhandata .... EID mubarak...
akta kothar ans den .... jodi ajke europe er kono desh e FUEL pawa jaito...eivabe ki keu attack korte parto... i guess "no"

akta muslim prodhan desh bolei afganishtan r iraq e ai sob ottachar hoise...
sob kothar ans e chagu vada aisob bole topic tar importance nosto koiren na... valo thaken

৩৪| ৩০ শে আগস্ট, ২০১১ বিকাল ৫:৫৬

মাহিরাহি বলেছেন: আনুমানিক রাত ১২ টা ২৫মিনিট, ডিসেম্বর ২১, ০৪শনিবার


এখন ত সবাই মুক্ত থাকার কথা। ঘটনাটি ৬, ৭ বছর আগের।

তবে সাম্রাজ্যবাদী শক্তির এসব কুকর্মের বিচার হওয়া দরকার।

সংগতকারনে ৪০ বছরের আগের ঘটনা হলেও সেই সময় কার যুদ্দ্বাপরধারের বিচার হওয়াটাও দরকার।

৩৫| ৩০ শে আগস্ট, ২০১১ সন্ধ্যা ৬:২৭

নিমচাঁদ বলেছেন:
অফ টপিক
----------
আপনাদের সবার কমেন্ট পড়লাম ।
বাংলাদেশের আপনারা , আমরা সবাই খুব ভাগ্যবান মানুষ, যারা বিজ্ঞানের এই ইন্টারনেট সুবিধাটা উপভোগ করতে পারছি।যারা এই ব্লগে লিখছেন , আমার ধারণা তাদের বেশিরভাগ ই উচ্চশিক্ষিত এবং প্রজ্ঞা সমন্বিত মানুষ।বাংলাদেশের মাত্র ১ ভাগ লোক ও ইনটারনেট সুবিধাটা পায় বলে মনে হয় না । এই সুবিধা এবং নিজের প্রজ্ঞা ব্যয় করে , এই সাইবার জীবনে আপনারা একে অপরের বিশ্বাস এবং বোধের প্রতি , যে শব্দ গুলো উচ্চারণ করছেন ,সেগুলো লিখার আগে ,আপনারা সবাই প্লীজ একটিবার চিন্তা করুন ।এই ব্লগ টি আপনার বাবা , মা , ভাই বোন , ছেলে মেয়ে সবাই পড়তে পারে ।
তার চেয়ে বড় কথা ,পরের প্রজন্ম গুলো আমাদের কাছ থেকে এই শব্দ গুলো শিখবে, যা আমি আপনি , আমাদের পরিবারে ব্যবহার করি না।
আমার মতামতের সাথে আমি জানি না , আপনারা এক মত বা দ্বিমত কিনা , তবে এই কমেন্ট পড়ার পর , আর যা কইরেন , আমারে গালি গালায দিয়েন না ।

মাফ ও চাই, ক্ষমা ও চাই ।

অনটপিক
-------

একজন সাধারণ মানুষ হিসাবে , ফাতেমার আর্তনাদ বুকের ভিতরে আঘাত করলো।
বোন, আমাদের অক্ষমতা ক্ষমা করে দিও।

৩০ শে আগস্ট, ২০১১ সন্ধ্যা ৭:০৫

আহমেদমিশুক বলেছেন: আপনার সাথে আমিও একমত,এই ব্লগ টি আপনার বাবা , মা , ভাই বোন , ছেলে মেয়ে সবাই পড়তে পারে ।
তার চেয়ে বড় কথা ,পরের প্রজন্ম গুলো আমাদের কাছ থেকে এই শব্দ গুলো শিখবে, যা আমি আপনি , আমাদের পরিবারে ব্যবহার করি না।


একজন সাধারণ মানুষ হিসাবে , ফাতেমার আর্তনাদ বুকের ভিতরে আঘাত করলো।
বোন, আমাদের অক্ষমতা ক্ষমা করে দিও।

৩৬| ০৬ ই সেপ্টেম্বর, ২০১১ সকাল ১১:১২

saifulchowdury বলেছেন: @ দ্যা ফ্রীল্যান্সারঃ মুখ সামলিয়ে কথা বলবেন। আপনার খোদা কে ?? ভগবান, যীশু, না অন্য কেও তা জানি না, কারন আপনি বর্ণচোরার মত নিজেকে গোপন রেখেছেন।

আমার আল্লাহ সম্পর্কে কোন বাজে কমেনট করবেন না।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.