![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
লাশের ... পরে ...লাশ...
কিশোর-যুবক-বয় বৃদ্ধের লাশ।
লাল টুকটুকে খুনে মাখা..
লাশ আর লাশ ।
হে খোদা বল ,
এত লাশ রাখবো কোথায় ?
রাজপথে লাশ, ধান ক্ষেতে লাশ
লাশ আজ মসজিদে।
এ যেন লাশের মিছিল,
তুই’ই বল মা,
এই মিছিল থামবে কোথায় ?
কারো মুখে এখনো কচি হাসি
কারো হাতে এখনো রাঙ্গা মেহেদী
আবার কারো মুখ সফেদ শুস্নু ধারী
কোন তফাৎ নাই, সবাই লাশ।
বাবা তুমি’তো বল ,
এই শোক কি ভোলা যায় ?
সদ্য কৈশর পেরুনো যুবকের লাশ
শত শত সম্ভানার লাশ
লাশ ঐ নিরহ চাষার ।
লাল টুকটুকে খুনে মাখা..
লাশ আর লাশ ,
স্বদেশ ভূমি তুই’ই বল
এত সব প্রশ্নের জবাব কোথায়?
কারো ভাইয়ের লাশ,কারো বাবার লাশ
কোন লাশ নব-বিবাহীতার স্বামীর।
লাল টুকটুকে খুনে মাখা..
লাশ আর লাশ ।
হে খোদা বল ,
এত লাশ রাখবো কোথায় ?
---------------------------
[চট্টগ্রাম-০২.০৩.২০১৩]
©somewhere in net ltd.