নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

স্বপ্ন দেখি..স্বপ্ন দেখাই ...

আমি খুব সাধারন .......

আমি আহমদ মুসা বলছি

আহমদ মুসা

আমি আহমদ মুসা বলছি › বিস্তারিত পোস্টঃ

২২ দিনে ২৭ রাজনৈতিক কর্মী খুন : দায় কার ???

২৭ শে জানুয়ারি, ২০১৪ দুপুর ১:০১

নির্বাচন প্রতিহতের নামে ৫ জানুয়ারির পূর্ববর্তি দুইমাসে বিএনপি-জামায়াত দেশব্যাপি যে সংহিংসতা চালিয়েছে এককথায় তা নজিরবিহীন। যা দেশে বিদেশে প্রচুর সমালোচনার জন্ম দিয়েছে। বাসে আগুন-নিরাপত্বা বাহীনির গুলি সহ নানা ভাবে প্রায় অর্ধশতাধীক মানুষ নিহত হয়েছে। যার দায় বিরোধী জোট কোনভাবেই এড়াতে পারে না।



তবে তার চাইতে আসংকার দিকটি হল ৫ জানুয়ারির পর থেকে দেশ ব্যাপি রাজনৈতিক হত্যাকাণ্ডের ঘটনা উদ্বেগজনক হারে বেড়ে গেছে। ৬ জানুয়ারি থেকে গত তিন সপ্তাহে বিভিন্ন রাজনৈতিক দলের সঙ্গে জড়িত অন্তত ২৭ জন খুন হয়েছেন বলে খবর প্রকাশ করেছে সংবাদ মাধ্যম গুলো । এর ফলে উৎকণ্ঠা বাড়ছে সাধারণ মানুষের মনে। সর্বশেষ আজ সোমবার সাতক্ষীরায় যৌথ বাহিনীর গুলিতে আজহারুল ইসলাম নামে এক ছাত্রদল নেতা নিহত হয়েছেন। তিনি তালা উপজেলা ছাত্রদলের সহ-সভাপতি ছিলেন।



এরমধ্যে প্রায় ২৭ জন বিএনপি এবং জামায়াত কর্মীরা হয় পুলিশের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ নিহত হয়েছেন অথবা গুম হওয়ার পর তাদের লাশ উদ্ধার করা হয়েছে।



প্রতিটি ঘটনা থেকে যে বিষয়টি প্রতিয়মান হয় তা হলো : ৫ জানুয়ারির নির্বাচনের পর থেকে বিরোধী জোটের নেতার সিরিয়াল কিলিংয়ের শিকার হচ্ছেন । কিন্তু মানবাধিকার সংস্থা বা মিডিয়া গুলো আশ্চার্য যনক ভাবে নিরবতা পালন করছে । যদিও ৫ জানুয়ারির পূর্ববর্তি দুইমাসের সহিংসতা চলাকালে প্রতিটি বেসরকারী টিভি চ্যান্যাল বিশেষ বুলেটিন , বিশেষ বিজ্ঞাপন দর্শকদের ভালোই নজর কেড়েছে । এমনকি নির্বাচনের পর সংঘালঘুদের ওপর হামলার বিষয় গুলো ঘটা করে প্রকাশ করলেও [ এই ধরনের বিষয় সাংবাদপত্রে সাধারনত কম প্রকাশ করা হয়] চলমান কথিত ‘বন্দুকযুদ্ধে’ নিহতের সংবাদ প্রকাশের ক্ষেত্রে তারা দারুন লুকচুরির আশ্রয় নিচ্ছেন । যদিও এই ‘বন্দুকযুদ্ধ’ যে কি সচেতন মহল মাত্রই অবগত । লিমনের ঘটনাটি নিস্চয়ই আমরা ভুলিনি ? সবচেয়ে আসংকার দিকটি হলো একসময় কথিত ‘বন্দুকযুদ্ধে’ নিহতরা চিন্হিত সন্ত্রাসী হলেও হালের ‘বন্দুকযুদ্ধে’র শিকারের অধিকাংই বিরোধী জোটের নেতা অথবা নিরীহ সমর্থক ।



এমতাবস্থায় প্রশ্ন উঠে , এই ‍খুন গুলোর দায় কে নেবে ?

যেহেতু ৫ জানুয়ারি পূর্ববর্তি দেশব্যাপি যে সংহিংসতার দায় বিএনপি-জামায়াতের , সেই সুত্র ধরেই যদি বলি । ৫ জানুয়ারি মাঠ থেকে একদম গায়েব বিরোধী জোটের উপর চলিত কথিত ‘বন্দুকযুদ্ধে’ নিহতের দায় কে নেবে ? বিরোধী জোট তো এখন সংহিংসতায় নেই , তবে এই সংহিংসতা কেন ? কারা করছে এই সংহিংসতা ?

সাধারনত নির্বাচন পরবর্তি যে সহিংসতা হয় তাতে ক্ষমতার পালাবদলের একটি বিষয় কাজ করে ,এবার তো তাও নাই । ক্ষমতাষীনরাই ক্ষমতাষীন। বিরোধীরাই বিরোধীপক্ষ । খুন হচ্ছে বিরোধী পক্ষ । এই বিষয় গুলো নিয়ে কথা বলার কি কেও নেই ?

নিহতের রাজনৈতিক পরিচয় নিয়ে প্রশ্ন থাকতে পারে ,তাই বলে বিনা বিচারে কথিত ‘বন্দুকযুদ্ধে’ খুনের দায় কার ???



নিচে কিছু ঘটনার বিবরণ দেয়া হল :

>>>গত শনিবার দিবাগত রাতে সাতক্ষীরার দেবহাটায় এবং ঝিনাইদহের কোর্টচাঁদপুরে যৌথবাহিনীর সঙ্গে কথিত ‘বন্দুকযুদ্ধে’ জামায়াত-শিবিরের দুই নেতাসহ তিনজনের মৃত্যু হয়েছে। তাদেরও আগের দিন গ্রেপ্তার করা হয়েছিল। পরে অস্ত্র অভিযানে গেলে গুলিবিদ্ধ হয়ে নিহত হন।

সোমবার নীলফামারী এবং মাদারীপুরে বিএনপি এবং জামায়াতের দুই নেতা খুন হন। দুইজনের বিরুদ্ধেই নাশকতার অভিযোগ রয়েছে। নীলফামামীর টুপামারীত ইউনিয়নের ছাত্রদলের যুগ্ম সম্পাদক আতিকুল ইসলাম আতিকের লাশ উদ্ধার করে পুলিশ। আওয়ামী লীগের এমপি ও সংস্কৃতিমন্ত্রী আসাদুজ্জামান নূরের গাড়ি বহরে হামলার অভিযোগে মামলার তিন নম্বর আসামি ছিলেন। ওই একই মামলার প্রধান আসামি গোলাম রাব্বানির লাশ উদ্ধার করে পুলিশ। তিনি লক্ষ্মীচাপ ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক ছিলেন।



এর আগের রোববার মেহেরপুরে জামায়াতের জেলা সহকারী সেক্রেটারি মোহাম্মদ সাইফুল ইসলাম পুলিশের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ নিহত হন।



গত ১৮ জানুয়ারি নরসিংদীতে জনি নামক এক ছাত্রদল কর্মীর লাশ উদ্ধার করা হয়।



গত ১৭ জানুয়ারি পাঁচ জেলায় বিএনপির দুই, এবং শিবিরের এক কর্মী নিহত হন।



///সাতক্ষীরায় শিবিরকর্মী হানিফ ছোটান (১৪) নামে নবম শ্রেণী পড়ুয়া এক মাদ্রাসা ছাত্র পুলিশের সঙ্গে কথিত‘বন্দুকযুদ্ধে’ নিহত হয়। যা বিভিন্ন মহলে ব্যাপক প্রতিকৃয়া সৃষ্টি করেছে। যদিও অধিকাংশ মিডিয়া বিষয়টি এড়িয়ে গেছে ।///



১৫ জানুয়ারি মেহেরপুরে আবু বকর নামে এক বিএনপি সমর্থকের লাশ উদ্ধার করে পুলিশ।



জানুয়ারির ১৪ তারিখে সাভারে স্বেচ্ছাসেবক দলের নেতা মিজানুর রহমানের লাশ উদ্ধার করা হয়। সাতক্ষীরায় পুলিশের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ নিহত হন জামায়াতের রোকন আনওয়ারুল ইসলাম।



গত ১৩ জানুয়ারি যুবদল কর্মী জামিল হোসাইন (৩৩) এর লাশ উদ্ধার করা হয়।



গত ১২ জানুয়ারি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে ছাত্রশিবিরের সঙ্গে ছাত্রলীগের সংঘর্ষে শিবিরকর্মী মামুন হায়দার(২৭) নিহত হন।



১১ জানুয়ারি নারায়নগঞ্জের ফিনিশঘাটের তারাবোতে যুবদল নেতা আমজাদ হোসেনের লাশ উদ্ধার করা হয়। ওই একই দিনে গাইবান্ধার পলাশবাড়িতে জাময়াত নেতা নাজমুল হাসানের লাশ পাওয়া যায়।



৯ জানুয়ারি বিএনপি কর্মী আল মামনুনের লাশ একটি বগুরার শেরপুর উপজেলায় এক খালে ভাসমান অবস্থায় পাওয়া যায়।



গত ৬ জানুয়ারি অর্থ্যাৎ নির্বাচনের পরদিন দোহারে আওয়ামী লীগের হামলায় জাতীয় পার্টির মুসা খন্দকার, মাসুদ খন্দকার এবং মকবুল হোসাইন নিহত হন।



একই দিনে নোয়াখালীতে যুবলীগ নেতা মাহফুজ আহমেদ রাজনৈতিক সহিংসতায় নিহত হন। দিনাজপুরে বিএনপি কর্মী আসাদুল্লাহ নিহত হন।



সবশেষে বলি : কোন বিনা বিচারে হত্যাকান্ডই দেশের জন্য কল্যানকর নয়।

বরং আজকের শিকার অন্য কেও মানে আগামীকালের শিকার আপনি ।


মন্তব্য ১৮ টি রেটিং +০/-০

মন্তব্য (১৮) মন্তব্য লিখুন

১| ২৭ শে জানুয়ারি, ২০১৪ দুপুর ১:১৬

হাসান কালবৈশাখী বলেছেন:
কিন্তু হত্যাকান্ড শুরু করেছিল ওরাই।
যুদ্ধাপরাধ মামলার সাক্ষীদের জবাই, বৃদ্ধ মুক্তিযোদ্ধাকে কুপিয়ে হত্যা, গভীর রাতে বাড়ীঘর জালিয়ে দেয়া। হুমকি দেয়া, ভয়ভীতি প্রদর্শন ......

পরিকল্পিত নৈরাজ্য-নাসকতা অনির্দিষ্ট কাল চলতে দেয়া যায় না,
গ্রামবাসিদের জান মাল রক্ষা ও নিরাপদে বসবাস করার জন্য আইনরক্ষাবাহিনীর যা যা করা দরকার তাই করতে হবে।
Click This Link

২৭ শে জানুয়ারি, ২০১৪ বিকাল ৩:২০

আমি আহমদ মুসা বলছি বলেছেন: হাসান কালবৈশাখী*আমি তো শুরুতেই ৫ জানুয়ারির পূর্ববর্তি দুইমাসের দেশব্যাপি যে সংহিংসতার কথা বলেছি । কিন্তু তাই বলে কি আমরা রাষ্টিয় তৎত্তাবধায়নে বিরোধী জোটের নেতার সিরিয়াল কিলিংয়ের বিষয়কে স্বাভাবিক বলে মেনে নিব???
আর সবশেষে বলা কথাটিও নিস্চয় আপনার দৃষ্টি গোচর হয়েছে ? তারপরেও আবারো বলি : “কোন বিনা বিচারে হত্যাকান্ডই দেশের জন্য কল্যানকর নয়।বরং আজকের শিকার অন্য কেও মানে আগামীকালের শিকার আপনি ।”

২| ২৭ শে জানুয়ারি, ২০১৪ দুপুর ২:৩৫

নবীউল করিম বলেছেন: বিচার বহির্ভূত যেকোনো হত্যাকাণ্ড সভ্যতার চরম পরিপন্থী।

যে বীজ আওয়ামীলীগ বুনেছিল ৭ বছর আগে তাদের কর্মীদের লাঠি- বৈঠা নিয়ে হাজির হতে বোলে, এবং গত ৫ বছরে বিরোধী দলের ন্যায্য প্রতীবাদ, মিটিং, মিছিল ঠেকানোর নামে কর্মীদের লাঠিশঠা নিয়ে প্রতিহত করার নামে, তারই ফসল লালিত পালিত হয়ে আজকের এই বিষবৃক্ষ!

দুই মাস আগে কথিত জামাত-শিবির/ বি এন পি ও যেকোনো বিচার বহির্ভূত হত্যাকাণ্ডর জন্য সমান দায়ী। সেই সব হত্যাকাণ্ডের কনও নিরপেক্ষ তদন্ত ছারাই এক শ্রেণীর দলকানা অসভ্য,বর্বর ইতর শ্রেণীর মানুষ এক তরফা ভাবে ঐ সব ঘটনাগুলোর জন্য একক ভাবে জামাত-শিবির/ বি এন পি কে দায়ী করে বর্তমান আজকের এই সব হত্যাকাণ্ডকে জাস্টিফাই করার নগ্ন উল্লাসে মত্ত!

কিন্তু তাঁদের এই উল্লাশ সত্ত্বেও সংখ্যাগরিস্ট মানুষের বিশ্বাস ঐ ঘটনাগুলো শুধু মাত্র জামাত-শিবির/ বি এন পি করে নাই। অনেক আওয়ামীলীগ, যুবলীগ ছাত্রলীগ যেমন সেই সব ঘটনায় জড়িত ছিল, তেমনি নির্বাচন পরবর্তী সংখ্যালুঘু নির্যাতনেও তাদের উৎসাহ কনও অংশে কম কিছু ছিল না ।

আজকে যারা তালি বাজাচ্ছে, কালকে যদি এই বর্বরতার স্বীকার তারাও হয়, তবে সভ্যতার কোন স্তরে আমরা থাকবো, সেটা ভাবতেও শরীর শিউড়ে উঠছে!

এই অগণতান্ত্রিক, অসংবিধানিক আইন অমান্যকরী কিছু সময়ের সুবিধাভোগীরা ভুলে গেছে যে, ইতিহাস যেমন আগে কাওকেই ক্ষমা করে নাই, তেমনি ভবিষ্যতেও করবে না।

৩| ২৭ শে জানুয়ারি, ২০১৪ বিকাল ৩:২২

উপপাদ্য বলেছেন: অতীত ও বর্তমানে আমরা সরকারি বাহিনী কতৃক এধরনের ওয়াডলি সিলেক্টেড কিলিং মিশন দেখেছি আলজেরিয়া, ইজিপ্ট, সিরিয়া, ইজরেল ইত্যাদি দেশে। এমনকি ওয়েস্টার্ন দেশগুলোতেও এসব ঘটেছে। তবে এসব ঘটনার কনসিকুয়েন্স কখনোই শাসন শোষকদের জন্য সুখকর হয়নি।

আমাদের দেশেই এর উদাহরন আছে ৭২-৭৫ সময়ে শেখ রক্ষী বাহিনি ঠিক এমন কাজটিই করেছিলো আর পরিনতিতে শেখ মুজিব প্রায় পরিবার শুদ্ধ জিবন দিয়ে প্রতিদআন দিয়েছিলেন। অথচ হিসেব অনুযায়ী আজো শেখ মুজিবের অবস্থান অনন্য থাকার কথা ছিলো যেমনটি আছেন গান্ধি কিংবা জিন্নাহ।

এখন কথা হচ্ছে কেন শুধু শুধু বিএনপি-জাময়াতের বা সরকার বিরোধীদের ধরে ধরে হত্যা করা হচ্ছে। জামায়াত কি তবে জাসদ হবে নাকি মুসলিম ব্রাদার হুড হবে অথবা আল কায়েদা হবে। সত্যটা হলো জামায়াত কে ব্রাদারহুডের মতো বিশ্বব্যাপী অন্য মাত্রার ইসলামিক সংগঠনে রূপান্তর করা হচ্ছে। পলিটিক্যাল ইসলামের যে ধারা জামায়াত বাংলাদেশে বজায় রাখছে সে অনুযায়ী এই দলটি ধ্ংস্স করে দেয়া সহজ নয় বরং অসম্ভবই মনে করি। জাস্ট চিন্তা করে দেখুন এসব বাস্তবতা আমরা জানি আমার বিশ্বাস সরকারও জানে তবুও কেন এই হত্যাযজ্ঞ চলছে। শুধু মাত্র বিরোধী দলকে হার্ড লাইনে নিয়ে নিয়ে যাওয়ার জন্য নাকি আর কিছু। সরকার অনেকাংশে হয়তো সফল হয়েছে।

আমার একটা পোস্ট আসবে এই ব্যাপারে। শুধু চিন্তা গুলো গোচাচ্ছি এখন। আপনার পোস্ট টি কাজে আসবে আমার। আমি শুধু একটা কথা বলবো। আজকের এই সিলেক্টেড কিলিং মিশনের বেনিফিশিয়ারী কে সেটা জানতে বা দেখতে আরো কটা দিন অপেক্ষা করতে হবে। কারন এটা কিন্তু আওয়ামী অপারেশন নয়, এটা ইন্ডিয়ান অপারেশন। বাংলাদেশের পুলিশের এভাবে অকারনে ধরে ধরে মানুষ হত্যা মেন নিতে এখনো কস্ট হচ্চে। এতটা অমানুষ হয়ে যায়নি। আনলেস অন্য কিছু জড়িত।

উপরে একটা হাম্বা হাজিরা দিয়ে গেছেন। উনি বহু পুরানা প্রপাগান্ডাকারী। গোয়েবলস ও হার মেনেছে উনার কাছে। উনি অংক করে বের করেছিলেন হেফাজতের সমাবেশে একটা সফল অপারেশন করেছে গনহত্যাকারী পুলিশ। মাত্র কয়েকজন নিহত হয়েছেন। এবং এই মাত্র কয়েকজনকে হত্যা করা খুব জরুরী ছিলো। এবং এই হত্যাকান্ড ঘটানোকে তিনি সমর্থন দিয়েছেন। এবং সেই ধারাবাহিকতায় উপরে তিনি বলে গেছেন হত্যাকান্ড শুরু করেছে বিরোধীদল একথা বলে সরকারের এই হত্যাযজ্ঞকে জায়েজ করছেন। নেভার মাইন্ড। এভাবেই চেতনার ব্যবসায়ীরা ব্যাবসা চালিয়ে যাচ্ছেন।

২৭ শে জানুয়ারি, ২০১৪ বিকাল ৩:২৮

আমি আহমদ মুসা বলছি বলেছেন: উপপাদ্য@ , আমি জামায়াত কি হবে বা বিএনপির কি হবে সে বিষয়ে কিছুর অবতারনা করিনি । বরং প্রতিদিন খবরের কাগজে যা দেখি তা তুলে ধরেছি। রাজনীতি এই পোষ্টের উদ্দেশ্য নয়। মানবতার প্রশ্নেই এই পোষ্ট।

৪| ২৭ শে জানুয়ারি, ২০১৪ বিকাল ৩:৪০

উপপাদ্য বলেছেন: সেটা আমি শুরুতেই বলেছি। এসব কিলিংএর শেষটা সুখকর যে হয়না। বরং সমস্ত রাস্ট্র ব্যাবস্থাকেই সংকটপন্ন করে ফেলে।

আইনের শাসন, মানবাধিকার, টেকসই গনতন্ত্র, শক্তিশালী সুশীল সমাজ সর্বোপরি জবাবদিহিতা না থাকলে মানবতা গুঁমড়ে গুমড়ে কাঁদবে এটাই স্বাভাবিক।

৫| ২৭ শে জানুয়ারি, ২০১৪ বিকাল ৫:৫৮

উপপাদ্য বলেছেন: এমুহুর্তের ব্রেকিং হচ্ছে সাতক্ষিরায় আরেক ছাত্রদল নেতাকে বন্ধুকযুদ্ধ নাটকে গুলি করে হত্যা করা হয়েছে।

বের হওয়ার পথ কি আছে??

২৭ শে জানুয়ারি, ২০১৪ সন্ধ্যা ৬:৫৯

আমি আহমদ মুসা বলছি বলেছেন: সত্যি, দুঃখ জনক । সরকার কি চাইছে আল্লাহ মালুম । তবে এভাবে চলতে থাকলে হয় গৃহ যুদ্ধ নয়তো জংগিবাদের উত্থান ।

তবে সবশেষে কথা হলো ,অত্যাচার যতই নির্মমও দীর্ঘই হোক তা চিরস্থায়ী নয় । নিস্চয় ,হিটলার , গাদ্দাফি আমাদের জন্য প্রকৃষ্ট উদাহারন ।

ধন্যবাদ উপপাদ্য@

৬| ২৭ শে জানুয়ারি, ২০১৪ সন্ধ্যা ৭:১৫

nurul amin বলেছেন: সরকার রহস্যজনক আচরণ করছে। প্রধানমন্ত্রী কি এ বিষয়ে অবগত নন। নাকি তার নির্দেশে এ সকল হত্যাকান্ড পরিচালিত হচ্ছে। এর জবাব একদিন দিতেই হবে।

২৭ শে জানুয়ারি, ২০১৪ রাত ৯:২০

আমি আহমদ মুসা বলছি বলেছেন: আমার বাড়ীতে আসার জন্য ধন্যবাদ ।nurul amin@ ভাই ।

৭| ২৭ শে জানুয়ারি, ২০১৪ সন্ধ্যা ৭:৩৪

মদন বলেছেন: বিএনপি জামায়াতে করলে হয় তান্ডব আর সরকারে করলে হয় ...(বলা বারন ;) )

জয়বাংলা

২৭ শে জানুয়ারি, ২০১৪ রাত ৯:২১

আমি আহমদ মুসা বলছি বলেছেন: আমার বাড়ীতে আসার জন্য ধন্যবাদ মদন @ ভাই ।

৮| ২৭ শে জানুয়ারি, ২০১৪ রাত ৯:৩২

বিদ্রোহী ভৃগু বলেছেন: প্রতিটি ঘটনা থেকে যে বিষয়টি প্রতিয়মান হয় তা হলো : ৫ জানুয়ারির নির্বাচনের পর থেকে বিরোধী জোটের নেতার সিরিয়াল কিলিংয়ের শিকার হচ্ছেন । কিন্তু মানবাধিকার সংস্থা বা মিডিয়া গুলো আশ্চার্য যনক ভাবে নিরবতা পালন করছে । যদিও ৫ জানুয়ারির পূর্ববর্তি দুইমাসের সহিংসতা চলাকালে প্রতিটি বেসরকারী টিভি চ্যান্যাল বিশেষ বুলেটিন , বিশেষ বিজ্ঞাপন দর্শকদের ভালোই নজর কেড়েছে । এমনকি নির্বাচনের পর সংঘালঘুদের ওপর হামলার বিষয় গুলো ঘটা করে প্রকাশ করলেও [ এই ধরনের বিষয় সাংবাদপত্রে সাধারনত কম প্রকাশ করা হয়] চলমান কথিত ‘বন্দুকযুদ্ধে’ নিহতের সংবাদ প্রকাশের ক্ষেত্রে তারা দারুন লুকচুরির আশ্রয় নিচ্ছেন । যদিও এই ‘বন্দুকযুদ্ধ’ যে কি সচেতন মহল মাত্রই অবগত ।

@কমেন্টস ২ ৩ এ সহমত।

লেখক বলেছেন:---------------তাই বলে কি আমরা রাষ্টিয় তৎত্তাবধায়নে বিরোধী জোটের নেতার সিরিয়াল কিলিংয়ের বিষয়কে স্বাভাবিক বলে মেনে নিব???
----------------- “কোন বিনা বিচারে হত্যাকান্ডই দেশের জন্য কল্যানকর নয়।বরং আজকের শিকার অন্য কেও মানে আগামীকালের শিকার আপনি ।

সহমত ।

+++

২৮ শে জানুয়ারি, ২০১৪ সকাল ১০:১৮

আমি আহমদ মুসা বলছি বলেছেন: আমার বাড়ীতে আসার জন্য ধন্যবাদ বিদ্রোহী ভৃগু @ ভাই ।

৯| ২৮ শে জানুয়ারি, ২০১৪ বিকাল ৩:২৭

ফিলিংস বলেছেন: লেখক বলেছেন: রাজনীতি এই পোষ্টের উদ্দেশ্য নয়। মানবতার প্রশ্নেই এই পোষ্ট।

হরতালের সময় মানবতার প্রশ্ন ছিল না। নাকি তখন পাকি তে ছিলেন।
রাজনৈতিক লোকের খবর রাজনীতি নাহয়ে মানবতা হয়। হরতালের সময় সাধারণ মানুষ মরলেও মানবতা আসেনা।

হাইরে মানবতা !!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!

১০| ২৮ শে জানুয়ারি, ২০১৪ বিকাল ৩:৩১

ফিলিংস বলেছেন: পাপ বাপ কেও ছারেনা। সাধারণ মানুষ কে ককটেল মেরে যে পাপ করেছেন, আল্লাহ সেই পাপের সাজা দিচ্ছে

২৮ শে জানুয়ারি, ২০১৪ বিকাল ৫:৩৪

আমি আহমদ মুসা বলছি বলেছেন: ফিলিংস@ ,আমি তো শুরুতেই ৫ জানুয়ারির পূর্ববর্তি দুইমাসের দেশব্যাপি যে হরতালের সংহিংসতার কথা বলেছি ।

*আপনার নিস্চয় জানা আছে হরতালের সংহিংসতার মামলায় বিচার চলছে । দেশের অন্য স্থানে সংহিংসতার ও বিচার হোক । কিন্তু তাই বলে কি আমরা রাষ্টিয় তৎত্তাবধায়নে বিরোধী জোটের নেতার সিরিয়াল কিলিংয়ের বিষয়কে স্বাভাবিক বলে মেনে নিবেন???

*সবার পাপের সাজা নিস্চয় আল্লাহ দিবেন হাশরে। তবে কেন তাদের দুনিয়ায় এভাবে খুন করবেন বিনা বিচারে ?
তবেকি আল্লাহর বিচারের কাজ সরকার নিজ হাতে তুলে নিয়েছে ???
সচেতন মানুষ হিসেবে নিজের বিবেককে সেই প্রশ্নটা করুন না ফিলিংস@

১১| ২৯ শে জানুয়ারি, ২০১৪ রাত ৯:১৫

নবীউল করিম বলেছেন: ফিলিংস হরতাল কোনও অমানবিক কাজ না। এটা গনতন্ত্রের একটা উপসঙ্গ।

বিরোধীমতের কণ্ঠ চিপে ধরলে হরতাল সহিংসই হবে। এই সহিংসতা যেমন বিরধীপক্ষ কোরতে পারে তেমনি সরকার পক্ষও কোরতে পারে নিজ নিজ স্বার্থে।

ঢালাও ভাবে হরতালে সহিংসতার জন্য বিরোধী দল কে দায়ী না করে প্রত্যেকটা সহিংস ঘটনার নিরপেক্ষ তদন্তের জন্য আওয়াজটা উপরে তুললে, দল কানা না দেশ কানা, পার্থক্যটা বুঝা যেতো।

ব্যাংক দাকাতির ৭২ ঘণ্টার মধ্যে ডাকাত ধরা পড়ে, কিন্তু গাড়িতে আগুণ দাতাকে ৩ মাসেও ধরা যায় না! বিরোধীদের হরতালে নাশকতা হবে, তাই কর্মীদের লাঠি-শঠা নিয়ে শহরের অলিতে গলিতে পাহারা দেবার উৎসাহ দিলে সহিংসতা হবে না তো কি পুষ্প বৃষ্টি হবে? যেমন বৃষ্টি হয়ে ছিল প্রেস ক্লাবে, হাইকোর্টে আর শিক্ষকদের উপরে!!

আর সত্যিই যদি পাপ বাপকে না ছাড়ে এই তত্তে বিশ্বাস করেন, তবে তো আপনার আওয়াজ হওয়া উচিৎ ছিল নিরপেক্ষ তদন্তের। আমি যা জানি, যা দেখেছি, সেটা যেমন সর্বইব ঠিক না, তেমনি আপনি যা জানেন যা দেখেছেন সর্বইব ঠিক না।আপনি যাকে ঠিক মনে করছেন সে যে ঠিক, আর যাকে পাপি মনে করছেন সেই যে পাপি, এটা কি আপনি নিশ্চিত? হতে পারে না আপনি ভুল করে পাপীকেই গুরু মানছেন? যদি তাই হয়, তা হলে তো তখন পাপ আপনার বাপকেও ছারবে না......

রাস্তা পার হবার সময় অনেক মানুষকে দেখা যায়( বিশেষ করে মেয়েরা) দুর্ঘটনা ঘটার সম্ভাবনা যে দিক থেকে, সে দিকে না দেখে নীচে চোখ নামীয়ে দ্রুত রাস্তা পার হতে চায়!! অর্থাৎ আমি দেখি নাই, তাই দুর্ঘটনারও ভয় নাই!!

অন্ধ হলে কি প্রলয় বন্ধ হবে?

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.