নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

স্বপ্ন দেখি..স্বপ্ন দেখাই ...

আমি খুব সাধারন .......

আমি আহমদ মুসা বলছি

আহমদ মুসা

আমি আহমদ মুসা বলছি › বিস্তারিত পোস্টঃ

রক্তাক্ত ফেব্রুয়ারী

০২ রা ফেব্রুয়ারি, ২০১৪ দুপুর ১২:৫৩

ফেব্রুয়ারী,

তোমার গায়ে এত দাগ কিসের?

লাল টকটকে নোনতা ঘ্রাণের

হায় এতো রক্তের ।



৫২ থেকে ২০১৩

সময় গড়ালেও বদলাওনি তুমি

লাল টকটকে নোনতা ঘ্রাণের

তোমার ইতিহাস, সে যে রক্তের।



ফেব্রুয়ারী,

সেদিনও বুঝেনি-আজো বুঝছেনা

কোন কালে বুঝেনি তারা।

লাল টকটকে নোনতা ঘ্রাণের

জুলুম শাহীর ইতিহাস বরাবরই রক্তের।



ভাষা থেকে সু-বিচার

প্রসঙ্গ বদলালেও,প্রতিবাদ বদলায়নি

বদলায়নি নিয়ম কন্ঠরোধের।

লাল টকটকে নোনতা ঘ্রাণের

প্রতিবাদের ভাষা সব কালে রক্তের।



ফেব্রুয়ারী,

সেদিন তোমার ভাষা বুঝেনি,আজ আমার

তাদের ভাষা শুধু বুলেটের

লাল টকটকে নোনতা ঘ্রাণের

থানে-থান বাধা জমাট রক্তের।



পরদেশ থেকে স্বদেশ

রাজ বদলালেও ,একটুও বদলাওনি তুমি

ফ্যাস্টিসের ভাষাটাই জুলুমের।

লাল টকটকে নোনতা ঘ্রাণের

বুলেট মানেই পরাজয় ,বিজয় রক্তের

_______________________________

সময় : [চট্টগ্রাম-০২.০৩.২০১৩]ফেব্রুয়ারী,





মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.