নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

স্বপ্ন দেখি..স্বপ্ন দেখাই ...

আমি খুব সাধারন .......

আমি আহমদ মুসা বলছি

আহমদ মুসা

আমি আহমদ মুসা বলছি › বিস্তারিত পোস্টঃ

মুসলিমশূন্য করা হচ্ছে আফ্রিকার দেশ সেন্ট্রাল আফ্রিকান রিপাবলিক !!!

০৯ ই ফেব্রুয়ারি, ২০১৪ রাত ১০:০৪



আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা হিউম্যান রাইট্স ওয়াচের একজন কর্মকর্তা বলছেন, সেন্ট্রাল আফ্রিকান রিপাবলিকের পরিস্থিতি এতোই খারাপ হয়েছে যে, আগামী কয়েকদিনের মধ্যেই গোটা মুসলিম জনগোষ্ঠী দেশটি থেকে পালিয়ে যেতে বাধ্য হবে।



ওই সংস্থার পরিচালক পিটার বুকার্ট বলছেন, দেশটির অর্থনীতির ওপর এর মারাত্মক প্রভাব পড়তে পারে।



গত বছরের এক অভ্যুত্থানের পর খৃস্টান আর মুসলমানদের সহিংসতায় আফ্রিকার এই দেশটি ছিন্নভিন্ন হয়ে পড়েছে।



মি. বুকার্ট বলেন, সেখানে শান্তিরক্ষার জন্য মোতায়েন হওয়া রোয়ান্ডার সৈন্যরা তাকে বলেছে যে এখনে যা ঘটছে তা দেখে তাদের নিজ দেশে দু'দশক আগে যা ঘটেছিল তার কথাই মনে পড়ে গেছে।



তিনি জানান, তিনি নিজেও রাজধানী বঙ্গিতে গত রোববার এমনি একটি হত্যাকাণ্ড ঘটতে দেখেছেন। সার্বিকভাবে পরিস্থিতি দেখে স্পষ্টই বোঝা যাচ্ছে যে দেশটির মুসলিম জনগোষ্ঠীকে নির্মূল করা হচ্ছে।



মি. বুকার্ট বলছেন, বিপুল সংখ্যায় মুসলিমরা দেশ ছেড়ে পালাচ্ছে। বেশ কিছু শহরের মুসলিম বাসিন্দাদের সবাই গত সপ্তাহে পালিয়ে গেছে। কাজেই সহিংসতার হাত থেকে বাঁচতে এখানকার সবশেষ মুসলিম অধিবাসীটিও যে দেশ ছেড়ে পাশের দেশ চাদে চলে যাবে, এটা এখন মাত্র কয়েক দিন বা সপ্তাহের ব্যাপার মাত্র।



তিনি বলেন, ''অনেক পাড়া আছে যেখানে আর একজন মুসলিমও নেই। তাদের বাড়িঘর-দরজা-জানালা সবকিছু পরিকল্পিতভাবে ধ্বংস করে ফেলা হচ্ছে। তাদের কোন অস্তিত্ব যে একসময় এই দেশটিতে ছিল সেটাই মুছে ফেলা হচ্ছে।''



মি. বুকার্ট বলেন, এ সহিংসতা মূলত চালাচ্ছে বালাকাবিরোধী মিলিশিয়ারা, এবং তারা পরিকল্পিতভাবে মুসলিম পাড়াগুলোতে আক্রমণ চালাচ্ছে।



তবে তাদের বিরোধী সেলেকা যোদ্ধারা এখনো আছে বলে তিনি উল্লেখ করেন।



মি. বুকার্টের কথায়, যা হচ্ছে এর গুরুতর বিরূপ প্রভাব দেশটির অর্থনীতির ওপর পড়তে পারে, কারণ সেন্ট্রাল আফ্রিকান রিপাবলিকের গবাদিপশুর বাজার থেকে শুরু করে অনেক ব্যবসাই নিয়ন্ত্রণ করতো মুসলিমরা।– বিবিসি।

মন্তব্য ৫ টি রেটিং +০/-০

মন্তব্য (৫) মন্তব্য লিখুন

১| ০৯ ই ফেব্রুয়ারি, ২০১৪ রাত ১০:৩১

কলাবাগান১ বলেছেন: আরব দেশগুলির কোন বিকার নাই.....


আর এটা ইন্ডিয়াতে হলে, আমাদের জামাতীরা রাস্তা গরম করতেন কিন্তু বার্মাতে গতমাসে যে মহিলা-শিশু সহ প্রায় ৬০ জন মুসলীমকে বৌদ্ধরা হত্যা করল, তা নিয়ে কারো কোন বিকার নাই

২| ০৯ ই ফেব্রুয়ারি, ২০১৪ রাত ১০:৫০

হাসান কালবৈশাখী বলেছেন:
হিউম্যান রাইট্স ওয়াচের বক্তব্য প্রায়ই ভুয়া হয়।
তারা ৫ইমে ২,৫০০ হেফাজতি নিহত হয়েছিল বলেছিল। পরে চুপসে গিয়ে বলে 'অনেক'
Click This Link
Click This Link

৩| ১০ ই ফেব্রুয়ারি, ২০১৪ রাত ১২:৩৬

দ্যা ফ্রীল্যান্সার বলেছেন: আলহামদুলিল্লাহ্। আসলে সারা বিশ্ব যেদিন মুসলিমশূন্য হবে সেদিনই আসবে প্রকৃত শান্তি।

৪| ১০ ই ফেব্রুয়ারি, ২০১৪ রাত ১২:৩৬

ফিলিংস বলেছেন: বিকার দেখাইলে কি ভোট বারবে, বারবেনা।তয় দখাইয়ে লাভ কি।দ্যাশের মসুলমান নিয়ে চিন্তা করে শেষ করতে পারি না, আবার বাইরের..।

৫| ১০ ই ফেব্রুয়ারি, ২০১৪ বিকাল ৩:০৯

আমি আহমদ মুসা বলছি বলেছেন: এখানে এই পর্যন্ত মোট চারজন বন্ধু মন্তব্য করেছেন । আশ্চার্য বই আর কিছুই হবার নেই এই জন্য যে মানুষের মৃত্যূর সংবাদ শুনেও তারা এটাকে বিকার হিসেবে দেখাতে তৎপর । জানি না এখানে ক’জন মুসলমানের বাচ্চা আছে ? তবে খুব কৃতজ্ঞ হব বিধাতার প্রতি । যদি তিনি এই ধরনের মানুষ গুলোকে কোন একদিন “ সেন্ট্রাল আফ্রিকান রিপাবলিক ” এর মুসলমানদের বর্তমান অবস্থার মত সময়ের মুখমুখি করেন ...।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.