নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

স্বপ্ন দেখি..স্বপ্ন দেখাই ...

আমি খুব সাধারন .......

আমি আহমদ মুসা বলছি

আহমদ মুসা

আমি আহমদ মুসা বলছি › বিস্তারিত পোস্টঃ

রোহিঙ্গা-বিহারীতে গা জ্বলে, ভারতীতে সুখ ... ! ! !

১৬ ই ফেব্রুয়ারি, ২০১৪ সন্ধ্যা ৭:৪৫

# আরকানের মজলুম রোহিঙ্গারা জানের মায়ায় তোমাদের মাটিতে পরবাসি, তাই তোমাদের গা জ্বলে ! রামুতে হামলায় তাদের ইন্ধন খোজ ! এতদাঞ্চলে সকল অপ-তৎপড়তায় তাদের সংস্লিষ্টতার দাবী কর ! ‍মুরগীর বাচ্চার মত যখন যেখানে ইচ্ছা যাচ্ছেতাই কর ওই মজলুমদের সাথে । কারন তারা রোহিঙ্গা !

# এই মাটিকে ভালোবেসে একাত্তরের পড়েও বাংলাদেশে থেকে যাওয়া বিহারীদের পাকিস্তান পাঠাতে তোমাদের তৎপড়তার কোন শেষ নাই ! কারন তারা বিহারী !

কিন্তু.....

# তোমাদের থেকে অর্থে-বিত্তে-আকারে বড় ও স্বাধীন একটি [ভারতীয়] দেশের প্রায় পাঁচ লক্ষ নাগরিক কোনপ্রকার ওয়ার্ক পারমিট ছাড়াই অবৈধভাবে বাংলাদেশে অবস্থান করছে জেনেও তাদের নিয়ে তোমাদের কোন বোল নাই* ! ! !

# রোহিঙ্গা - জানের মায়ায়, বিহারীরা পরিস্থিতির শিকার হয়ে বাংলাদেশে অবস্থান করছে এটা সবাই জানে, কেও কি বলতে পারবেন কিসের মায়ায় পাঁচ লক্ষ ভারতীয় এই দেশে অবস্থান করে ??? যখন অর্থে-বিত্তে-কার্য ক্ষেত্রে সবদিক দিয়ে তারা এগিয়ে !

# সব রোহিঙ্গা-বিহারী মিলে কয় লক্ষ মানুষ হবে ,যারা এদেশে অবস্থান করছে ??? নিস্চয় পাঁচ লক্ষ হবেনা ! ! ! তবে কেন এত বড় সংখ্যায় বাংলাদেশে ভারতীয়দের অবৈধ অবস্থান নিয়ে কেও প্রশ্ন তোলেনা ??? কেন দেশের কোন নাশকতায় ভারতীদের সংস্লিষ্টতা খোজা হয়না ??? কখন একটি বিশেষ দেশের নাগরিকদের জন্য নিজের শ্রম বাজারকে এভাবে উন্মুক্ত করে দেয়া হয় সরকার ???

___________________________________________________*'সিলিকন ইন্ডিয়া'র প্রতিবেদন অনুযায়ী ভারতে রেমিটেন্স সরবরাহকারী পঞ্চম শীর্ষ দেশ হচ্ছে বাংলাদেশ! প্রতিবেদনে বলা হয়েছে, ভারতের পশ্চিমবঙ্গ, আসাম, ত্রিপুরা, মেঘালয় ও মিজোরামের অনেক নাগরিক অবৈধভাবে বাংলাদেশে অবস্থান করছে এবং কোনপ্রকার ওয়ার্ক পারমিট ছাড়াই আমাদের দেশের পোষাক শিল্প, এনজিও এবং সুতা/কাপড় শিল্পে উচ্চ বেতনে কাজ করছে ।

*www.siliconindia.com

মন্তব্য ৬ টি রেটিং +০/-০

মন্তব্য (৬) মন্তব্য লিখুন

১| ১৬ ই ফেব্রুয়ারি, ২০১৪ রাত ৮:২৩

হাসিব০৭ বলেছেন: সমস্যা এখানেই আমাদের আওয়ামিলীগের ভারতপ্রীতি

২| ১৬ ই ফেব্রুয়ারি, ২০১৪ রাত ৮:৫৪

বোধহীন স্বপ্ন বলেছেন: গুরুত্বপূর্ণ একটা বিষয় তুলে ধরেছেন।

৩| ১৬ ই ফেব্রুয়ারি, ২০১৪ রাত ৮:৫৮

মদন বলেছেন: :O

৪| ১৬ ই ফেব্রুয়ারি, ২০১৪ রাত ৯:০১

জামাল হোসেন (সেলিম) বলেছেন: # এই মাটিকে ভালোবেসে একাত্তরের পড়েও বাংলাদেশে থেকে যাওয়া বিহারীদের পাকিস্তান পাঠাতে তোমাদের তৎপড়তার কোন শেষ নাই ! কারন তারা বিহারী !

শুধু এই অংশটুকুই আমাদের সামনে আপনার পরিচয় প্রকাশ করে দেয়ার জন্য যথেষ্ট।
বিহারীরা বাংলাদেশকে ভালোবেসে এদেশে পরে আছে? না কি ওরা ওদের গাদ্দারীর প্রতিফল পাচ্ছে? ইতিহাস থেকে শিক্ষা নিতে না পারেন, বদলাতে চেষ্টা করবেন না।
গাদ্দার, তা সে যে ই হোক না কেন, দুদিন আগে আর দুদিন পরে, প্রতিফল পাবেই।

১৭ ই ফেব্রুয়ারি, ২০১৪ সকাল ৯:২৫

আমি আহমদ মুসা বলছি বলেছেন: @জামাল হোসেন (সেলিম), আপনাদের সমস্য হলো ইতিহাস না পড়েই ইতিহাসের দোহাই দেয়া ।
*এই মাটিকে ভালোবেসে একাত্তরের পড়েও বাংলাদেশে থেকে গেছে এমন বিহারীদের সংখ্যা অনেক । না জানেন তো জেনে নিন।
বি:দ্র: এর সাথে আমি ভেতরে উল্লেখ করেছি যে “বিহারীরা পরিস্থিতির শিকার হয়ে বাংলাদেশে অবস্থান করছে ” যেখানে পাকিস্তানও বাংলাদেশ উভয়ে দায়ী।
*কিন্তু আপনিতো আমার পরিচয় দিতে গিয়ে ,নিজের পরিচয় দিয়ে ফেলছেন ! ! !
আমার প্রধান ইস্যূ হল কোনপ্রকার ওয়ার্ক পারমিট ছাড়াই অবৈধভাবে প্রায় পাঁচ লক্ষ ভারতীয়র নাগরিকের বাংলাদেশে অবস্থান । ঐ ইস্যূতে কথা বলছেন না কেন ? গা-জ্বলে ?

৫| ১৯ শে ফেব্রুয়ারি, ২০১৪ দুপুর ১:২৪

জামাল হোসেন (সেলিম) বলেছেন: ভাই আহমদ মুসা,
ওয়ার্ক পারমিট ছাড়া যারা কাজ করছে তাদের ব্যাপারে আমি কিছু এই কারনেই বলিনি, কেননা সেটা আপনার যুক্তি সঙ্গত বক্তব্য ছিল।
শুধু আপনার পোষ্ট বলে কথা নয়, অসংগত কোন কিছু দেখলেই আমি প্রতিবাদ করি। আপনাদের কারো ভালো লাগলেও করি না লাগলেও করি।
আপনি বলেছেন, আপনাদের সমস্য হলো ইতিহাস না পড়েই ইতিহাসের দোহাই দেয়া ।
আপনার অবগতির জন্য বলছি, আপনি আমাকে যে ইতিহাস পড়তে বলছেন, সে ইতিহাস আমরা গড়েছিলাম একসময়।
দেখেছি এই বিহারীরা আর তাদের সাঙ্গ পাঙ্গরা কি করেছে সে সময়। এ জন্যই এদের প্রতি আমার কোন সহানুভুতি নেই।
ধন্যবাদ আপনাকে।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.