নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আহমদ-মুসা

একজন সাদামাটা বাঙ্গালী

আহমদ-মুসা › বিস্তারিত পোস্টঃ

আর মাত্র ২ দিন :):):) : বিশ্বকাপের জানা-অজানা .........

১০ ই জুন, ২০১৪ সন্ধ্যা ৭:৪২



বিশ্বের সব ফুটবলপ্রেমীদের মুখে একটাই আলোচনা তা হলো ‘ব্রাজিল বিশ্বকাপ’। অফিস-আদালত থেকে শুরু করে গ্রাম্য চায়ের কাপ- সবখানেই চলছে বিশ্বকাপ ঝড়। এই ঝড় আরো বাড়িয়ে দিতে বিশ্বকাপের নানা জানা অজানা কিছু খবর জানাচ্ছি...



বিশ্বকাপের এক আসরে সবচেয়ে বেশি গোলের মালিক ব্রাজিলিয়ান ফরোয়ার্ড রোনালদো। তিনি এক আসরে রেকর্ড সংখ্যক ১৫টি গোল করেছেন।



আর বিশ্বকাপের ২৫টি ম্যাচ খেলে রেকর্ড করেছেন জার্মানির ফুটবলার ‘লুথার ম্যাথুউস’।





আমাদের নিশ্চই ২০০২ বিশ্বকাপের কথা মনে আছে। খেলা শুরুর ১১ সেকেন্ডের মাথায় গোল করে দ্রুততম গোলের রেকর্ড করেছিলেন তুরস্কের ‘হাসান সুকুর’। আর এই দ্রুততম গোলের রেকর্ডটি করেছিলেন দক্ষিণ কোরিয়ার বিপক্ষে।



জার্মানির গোলকিপার অলিভার কান’কে চেনে না এমন ফুটবলপ্রেমী খুঁজে পাওয়া দুস্কর। আর চিনবেই না কেন, কারণ তিনি তো একমাত্র গোলকিপার, যে ‘গোল্ডেন বল’ জিতে ফিফা ইতিহাসে নাম লিখিয়েছেন।



ফুটবল বিশ্বের অনেক চমকপ্রদ তথ্যের মধ্যে এটাও একটা। জানলে হয়তো অবাকই হবেন, বুট পরে খেলতে হবে, তাই ১৯৫০ সালে বিশ্বকাপ থেকে নিজেদের নাম প্রত্যাহার করে নিয়েছিলো ইন্ডিয়া। ফিফার নিয়মানুসারে প্রত্যেক খেলোয়াড়কে পায়ে বুট পরে খেলতে হয়।



বিশ্বকাপে ২০টি ম্যাচ হেরে জাতি হিসেবে সবচেয়ে বেশি হতাশায় ভুগছে মেক্সিকো।





বিশ্বকাপে অংশনেওয়া সবচেয়ে কম বয়সী খেলোয়াড় হিসেবে উত্তর আয়ারল্যান্ডের ‘নরম্যান হোয়াইসাইড’ কেই ধরা হয়। তিনি ১৯৮২ সালে ফিফা বিশ্বকাপে মাত্র ১৭ বছর বয়সে খেলে রেকর্ড করেছিলেন।



বিশ্বকাপের ১৮টি আসরের মধ্যে দক্ষিণ আমেরিকা এবং ইউরোপিয়ানরা প্রত্যেকে ৯টি করে জিতেছেন। অন্য মহাদেশ বাকী একটি জিতেছে।



পর পর চারবার বিশ্বকাপ আসরের ফাইনাল (১৯৫৮, ১৯৬২, ১৯৬৬, ১৯৭০) খেলেছেন এমন খেলোয়াড় মাত্র ২ জন। এর মধ্যে একজন ব্রাজিলের কিংবদন্তি ফুটবলার পেলে ও অন্যজন পশ্চিম জার্মানির ইউউই স্যালার।



বিশ্বকাপ ফুটবলে অংশ নেওয়া খেলোয়াড়দের মধ্যে ‘রজার মিলার’ সবচেয়ে বেশি বয়সী খেলোয়াড়। তিনি ১৯৯৪ সালের বিশ্বকাপে ৪২ বছর বয়সে গোল করে রেকর্ড গড়েছেন।



১৯৩০ বিশ্বকাপে প্যারাগুয়ের বিপক্ষে দ্রুততম সময়ে হ্যাট্রিক করে রেকর্ড গড়েছেন যুক্তরাষ্ট্রের ‘বার্ট পাতেনাউদি’।



১৯৮৬ সালে ফুটবল মাঠে শার্ট খোলা নিষেধ করেছেলিন কারণ তারা চান না খোলা বুক দর্শকরা দেখুক।





দেশ হিসেবে প্রতিটি বিশ্বকাপের চূড়ান্ত পর্বে অংশ নিয়েছে ব্রাজিল। চূড়ান্ত পর্বে ১৮টিতে অংশ নিয়ে জয় পেয়েছে ৫টিতে এবং সবশেষ ২০১০ সালেও চূড়ান্ত পর্বে খেলেছিলেন তারা।



‘স্যার ভিভ রিচার্ডস’ একমাত্র ব্যক্তি যিনি ফুটবল এবং ক্রিকেট উভয় ফরম্যাটে বিশ্বকাপ খেলেছেন।



প্রিয় পাঠক পুরো বিশ্বকাপজুড়েই ফেবু পেজ 2014 FIFA World Cup Brazil আপনাদের জন্য এরকম আরো টুকিটাকি খবর প্রকাশ করবে। পুরো বিশ্বকাপজুড়ে আমাদের সঙ্গেই থাকুন।

মন্তব্য ৩ টি রেটিং +০/-০

মন্তব্য (৩) মন্তব্য লিখুন

১| ১০ ই জুন, ২০১৪ রাত ৮:৩৫

ম্যাংগো পিপল বলেছেন: বিশ্বকাপের এক আসরে সবচেয়ে বেশি গোলের মালিক ব্রাজিলিয়ান ফরোয়ার্ড রোনালদো। তিনি এক আসরে রেকর্ড সংখ্যক ১৫টি গোল করেছেন।

এইটা কই পাইলেন ?? B:-) B:-) তার খেলা সবগুলি বিশ্বকাপের মোট গোল ১৫টি ।

১৯৯৪ - ০
১৯৯৮ -৪
২০০২ - ৮
২০০৬ -৩

২| ১০ ই জুন, ২০১৪ রাত ৯:৪২

আর্জেন্টিনা বলেছেন: উনি মনে হয় ব্রাজিলিয়ান সমর্থক তাই একটু বাড়াইয়া বলছে!

৩| ১০ ই জুন, ২০১৪ রাত ১০:২৬

প্রবাসী পাঠক বলেছেন: ১৯৫০ সালে বিশ্বকাপে খালি পায়ে খেলতে না দেয়ার জন্য ভারত অংশগ্রহণ করে নি এটা একটা মিথ। মূলত ভারত ফুটবল ফেডারেশন বিশ্বকাপের মূল্য অনুধাবন করে নি সেই সময়। তারা মূলত অলিম্পিক গেমকেই মুল্যবান হিসাবে দেখেছে। ভারত যাতায়াত এবং অন্যান্য আনুসাঙ্গিক খরচের অভাবের কারণ দেখিয়ে নাম প্রত্যাহার করে নেয়। যদিও ফিফা তাদের খরচ প্রদান করতে চায় কিন্তু প্রয়োজনীয় প্রস্তুতির কারণে শেষ পর্যন্ত ভারত সেই বিশ্বকাপে অংশ নেয় নি।

ভারত ১৯৫০ বিশ্বকাপ

ভারতের সেই সময়ের অধিনায়কের একটা সাক্ষাৎকারের লিংক ছিল এখন খুঁজে পাচ্ছি না। খুঁজে পেলে কমেন্টে দিয়ে দেব।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.