নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

মানুষের জীবনকাল মাত্র দু’দিনের, যার একদিন যায় স্বপ্ন দেখতে আর একদিন যায় স্বপ্ন ভাঙ্গতে ।

আহমেদ রুহুল আমিন

“ কাউকে জ্ঞান বিতরণের আগে জেনে নিও যে তার মধ্যে সেই জ্ঞানের পিপাসা আছে কি-না। অন্যথায় এ ধরণের জ্ঞান বিতরণ করা হবে এক ধরণের জবরদস্তি। জন্তুর সাথে জবরদস্তি করা যায়, মানুষের সাথে নয়। হিউম্যান উইল রিভল্ট ।”- আহমদ ছফা ।

আহমেদ রুহুল আমিন › বিস্তারিত পোস্টঃ

★ মহিয়সী ★

০৪ ঠা জানুয়ারি, ২০২৬ সকাল ১১:৫০

শৈশব হারিয়েছে
তিস্তার নুড়িতে,
জন্মটা শুভক্ষণে
জলপাইগুড়িতে।

দুধে আলতা গড়নে
নেচারাল বিউটি,
পড়শিরা বলে সবে
সত্যিই 'কিউটি'।

চুপচাপ স্বভাবের
শুনে বেশী বলে কম,
তিনবোন পিঠেপিঠি
বাড়ি ছিল গমগম।

ব্রিটিশের দেশ ভাগে
উঠে আসে ভাড়াতে,
দিনাজপুর উত্তর
মাঝ - মুদিপাড়াতে ।

ন্যায় -নীতি উদারতা
আপোষহীন ভঙ্গি,
এযুগের ওমর এঁর
হন জীবন সঙ্গী।

গৃহীনি থেকে নেন
এদেশের গুরুভার,
দেশনেত্রী, দেশমাতা
রাজনীতি শুরু তাঁর ।

আক্রান্ত বারবার
প্রতিহিংসার শিকারে,
জীবনটাই কারাগার
নিষ্ঠুর বিকারে।

ঘরে থাকে বিভিষণ
পদে পদে শত্রু,
অপমান করে তারা
হলো গণশত্রু।

তাঁর মহাপ্রয়ানে
অসংখ্য হলো লোক,
জানাজার নামাজে
কোটি মানুষের শোক।

মহিয়সী হয়ে আজ
তিনি পান খ্যাতি,
এই দেশ এ-মাটির
সবাই তাঁর জ্ঞাতি।

চাওয়া-পাওয়া ছিলনা
কোন কিছু ঘাটিয়ে,
বুঝে নিন নাম তাঁর
বুদ্ধিটা খাটিয়ে।

-----------++------
ফটো কার্টেসী : অন্তর্জাল।

মন্তব্য ৪ টি রেটিং +১/-০

মন্তব্য (৪) মন্তব্য লিখুন

১| ০৪ ঠা জানুয়ারি, ২০২৬ বিকাল ৪:১৬

কাজী ফাতেমা ছবি বলেছেন: খুব সুন্দর
আল্লাহ উনাকে জান্নাতে ঠাঁই দিন

০৬ ই জানুয়ারি, ২০২৬ বিকাল ৪:৪৮

আহমেদ রুহুল আমিন বলেছেন: আমীন....।

২| ০৫ ই জানুয়ারি, ২০২৬ দুপুর ১:০৯

রাজীব নুর বলেছেন: ভালো।

০৬ ই জানুয়ারি, ২০২৬ বিকাল ৪:৪৯

আহমেদ রুহুল আমিন বলেছেন: অশেষ ধন্যবাদ ।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.