নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

মানুষের জীবনকাল মাত্র দু’দিনের, যার একদিন যায় স্বপ্ন দেখতে আর একদিন যায় স্বপ্ন ভাঙ্গতে ।

আহমেদ রুহুল আমিন

“ কাউকে জ্ঞান বিতরণের আগে জেনে নিও যে তার মধ্যে সেই জ্ঞানের পিপাসা আছে কি-না। অন্যথায় এ ধরণের জ্ঞান বিতরণ করা হবে এক ধরণের জবরদস্তি। জন্তুর সাথে জবরদস্তি করা যায়, মানুষের সাথে নয়। হিউম্যান উইল রিভল্ট ।”- আহমদ ছফা ।

আহমেদ রুহুল আমিন › বিস্তারিত পোস্টঃ

` উদ্ভ্রান্ত ....... ’

১৩ ই জানুয়ারি, ২০২৬ রাত ৯:৩৮

দ্বিক হারিয়ে দ্বিকভোলা আমি আজো
উদ্ভ্রান্তের মতো ছুটছিতো ছুটছি ….
খেই হারিয়ে রাস্তায় দ্বিকবিদ্বিক –
টেকনাফ থেকে তেঁতুলিয়া ।
শুধু চুপিসারে আসে বিড়ালপাঁয়ে নিস্তব্ধতা ..
হয়তো .. গুম হয়ে কিংবা রাস্তার ধারে
ঝোপের আড়ালে পড়ে থাকে নিথর দেহ !
দ্বিকভোলা রিপভ্যান বদলে ফেলে গন্তব্য ,
নিয়ে যায় বার বার আপন আবাসভূমে ।।
দ্বিক হারিয়ে দ্বিকভোলা আমি আজো
উদ্ভ্রান্তের মতো ছুটছিতো ছুটছি ….
অমরখানা হয়ে গোলাবাড়ি-কিংবা
কাটাতার পেড়িয়ে ওপারে কুকুরজান ,
ভাঙ্গামালি, জলপাইগুড়ি…
যেখানে 'পিতামহরা' নির্বাসিত ছিল
'হাজার বছর'................. !!
দ্বিক হারিয়ে দ্বিকভোলা আমি আজো-
উদ্ভ্রান্তের মতো ছুটছিতো ছুটছি ….
'আঙ্গুরপোতা' হয়ে 'বেরুবাড়ি'-'নাটকটোকা',
কিংবা 'হৃদয়পুরের গাড়াতীশাল' ..।
সাতাত্তুর বছর পেড়ুলেও -
বাথানে পড়ে থাকে মহিষবিহীণ মহিষবাথান ।
দ্বিক হারিয়ে দ্বিকভোলা আমি আজো-
'উদ্ভ্রান্তের' মতো ছুটছিতো ছুটছি ….
'অমরখানা-গোলাবাড়ি'
কিংবা কাঁটাতার পেড়িয়ে ওপারে 'কুকুরজান' –
এপাড়ে 'গাড়াতীশাল' …
'পিতামহদের' স্বপ্ন বিকোয়
'হৃদয়পুরে'- ‘উনিশ’শ সাতচল্লিশ’........ !!

====================

# গ্রামের নাম ‘নাটকটোকা’ - পঞ্চগড় জেলার দেবীগঞ্জ উপজেলার ভিতরে অবস্থিত তৎকালীণ একটি ভারতীয় ছোট্ট ছিটমহল, বিগত সরকারের আমলে যা বাংলাদেশের সাথে যুক্ত হয়েছে । যেখানে সুদীর্ঘ সাতাত্তর বছরেও এখানে কোন উন্নয়নের ছোঁয়া ছিলনা । তথাপী এখানকার মানুষ নিজেদের উদ্যোগে ১৩৩৬ বঙ্গাব্দে এখানে প্রতিষ্ঠা করেছিল একটি শিক্ষালয় । জানিনা, এখানে কি ধরণের পড়ালেখা হতো ? তবুও এই শিক্ষার আলো এখানকার মানুষের মাঝে দ্যুতি ছড়িয়েছিল তা এখানকার মানুষের আর্থ- সামাজিক অবস্থা দেখেই বুঝা যায়.....। ছবিদু’টি কালের স্বাক্ষী হিসাবে আজও বিদ্যমান ।


মন্তব্য ২ টি রেটিং +০/-০

মন্তব্য (২) মন্তব্য লিখুন

১| ১৩ ই জানুয়ারি, ২০২৬ রাত ৯:৫৭

স্বপ্নের শঙ্খচিল বলেছেন: গুম হয়ে কিংবা রাস্তার ধারে
ঝোপের আড়ালে পড়ে থাকে নিথর দেহ !

......................................................................
দেহ মনের এই দীনতা ঘুচিবে যেদিন
প্রার্থনা করি অচিরেই আসিবে সুদিন ।

২| ১৩ ই জানুয়ারি, ২০২৬ রাত ১০:১৬

সৈয়দ কুতুব বলেছেন: কুকুরজান কি ?

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.