নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

শাহাবুদ্দিন শুভ

শাহাবুিদ্দন শুভ

শাহাবুদ্দিন শুভ লেখালেখির নেশাটা ছাড়তে পারিনি। তাই এক সময় জড়িয়ে গেলাম সাংবাদিকতায়। কাজ করেছি দেশ ও দেশের বাহিরের পত্রিকাতে। আর এখন পুরোপুরি একজন ব্যাংকার স্বত্ব সংরক্ষিত e-mail- [email protected] ০০৮৮ ০১৭১৬ ১৫৯২৮০ e-mail- [email protected] +৮৮ ০১৭১৬১৫৯২৮০

শাহাবুিদ্দন শুভ › বিস্তারিত পোস্টঃ

প্রাচীন পুথি ও বিস্মৃত নাগরি হরফের সন্ধান

০৯ ই অক্টোবর, ২০১১ সকাল ৯:১১

তুহিন তৌহিদ: বাংলা ভাষায় লেখার ক্ষেত্রে একটি হরফ ব্যবহƒত হয়। কিন্তু সম্প্রতি জানা গেছে, বাংলা ভাষার ‘নাগরি’ নামে আরেকটি হরফও রয়েছে। পুঁথি রচনার ক্ষেত্রে এই হরফ ব্যবহƒত হত। পুঁথির আবেগময় ভাষার সঙ্গে সামঞ্জস্য রেখে সুরের সঙ্গে একাকার হয়ে ওঠা বিস্মৃতপ্রায় এই ভাষায় লেখা বেশ কয়েকটি পুঁথিও সংগ্রহ করা হয়েছে। আর এই কাজটি করেছেন ‘উৎস’ প্রকাশনের কর্ণধার মোস্তফা সেলিম। এই নাগরি হরফ সিলেট অঞ্চলে প্রচলিত ছিল বলে একে ‘সিলেটি নাগরি’ হরফও বলা হয়ে থাকে। ইতোমধ্যে ‘উৎস’ থেকে প্রকাশিত হয়েছে ১৫টি দুষ্প্রাপ্য পুঁথি। আরও ৩৬টি বিলুপ্ত পুঁথি উদ্ধার করা হয়েছে। বলা হয়ে থাকে, নাগরি সাহিত্যের এক বড় ঐতিহ্য আছে। স্বকীয়তা, ইতিহাস-ঐতিহ্য ও সংস্কৃতিচর্চায় নাগরীসাহিত্য বাংলা ভাষার উপভাষারই প্রাচীন নিদর্শন। চর্চা ও ব্যাপ্তি ছিল প্রায় ৬শ বছর। মূলত বাংলা ভাষার একটি আঞ্চলিক রূপ সিলেটি উপভাষাই ধারণ করেছিল এ লিপির সাহিত্য।

নাগরি ভাষার লিপির সংখ্যা ৩২টি। আরবি, কাইথি, বাংলা ও দেব নাগরির সমন্বয়ে এই ভাষার জš§ হয় চতুর্দশ শতকে। এর উৎপত্তি অনেকের হিসেবে খুব প্রাচীন না হলেও নাগরীসাহিত্যের বৈশিষ্ট্যের বিচারে বলা যায় এ লিপি চালু হয়েছে ১৭ শতকে।

wjsK Click This Link

মন্তব্য ৫ টি রেটিং +১/-০

মন্তব্য (৫) মন্তব্য লিখুন

১| ০৯ ই অক্টোবর, ২০১১ সকাল ৯:২৯

কেলকুলাস বলেছেন:
আমার কাছে আছে একটি পুথিঁ

০৯ ই অক্টোবর, ২০১১ সকাল ১০:৫৪

শাহাবুিদ্দন শুভ বলেছেন: এটা হচ্ছে নাগরি ভাষার পুতি। আর নাগরি ভাষা নিয়ে একমাত্র উতস প্রকাশন কাজ করছে। এই প্রকাশণী থেকে এ পর্যন্ত বাংলায় অনুবাদ করে ১৫ গ্রন্ত প্রকাশ করা হয়েছে। আপনি এসর্ম্পকিত কোন তথ্য জানতে চাইলে যোগাযোগ করুন।
মোস্তফা সেলিম ০১৭১৫ ৪০৪১৩৪

২| ০৯ ই অক্টোবর, ২০১১ সকাল ১০:১৪

সিপন বলেছেন: মনে পরে গেল ছোট বেলার কথা দাদা পরে শোনতেন পুথি।খুব ভাল লাগত।

০৯ ই অক্টোবর, ২০১১ সকাল ১১:১১

শাহাবুিদ্দন শুভ বলেছেন: জি ঠিক বলেছেণ।

৩| ০৯ ই অক্টোবর, ২০১১ সকাল ১০:১৪

সিপন বলেছেন: মনে পরে গেল ছোট বেলার কথা দাদা পরে শোনতেন পুথি।খুব ভাল লাগত।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.