![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমি আমার নিজের রহস্যই এখন পর্যন্ত সমাধান করতে পারি নি। আপনাদের কি বলব????
আমি আঁধারে আটকে পড়া জোনাকির মতো
বদ্ধ ঘরে লাশের গন্ধে দিগ্বিদিক তাকিয়ে যতো
পথ খুঁজি, কিন্তু পথ ভুলে যাই
কিংবা প্রতি প্রহরণে পথ খুঁজে পাই।
প্রতি প্রদিক্ষণে ফুলেরা জীবনি পায়, জল পায়
আমার দৃষ্টি নেই আমি হাহাকার শুনি, হত্যার ফন্দি
সূর্য পূর্ব থেকে পশ্চিমে যায়
পাখিরা আকাশে উড়ে, মানুষ খাঁচায় বন্দী।
দুঃস্বপ্নের ভারে কুঁজো হয়ে যাওয়া আরোপিত মিছিল
বিসন্ন সুন্দর সব তোমার সৃষ্টি আজ মলিন
ধূসর রাঙা পাহাড়ের সুপ্রাচীন ক্লান্তির ইতিহাস
তুমি মেনে নিলে নতুন প্রভাত, নির্বোধ অভিযোগ।
তুমি ক্ষমা করে দিও ইশ্বর, মিথ্যের স্পন্দনে
নিরন্তর মরীচিকার শেষ প্রান্তে দাড়িয়ে আমি নিঃস্ব
নিয়তির প্রতি মোড়ে মোড়ে তুমি দিকপতি
আমি দাস, আমি তোমারই দাস্য।।
২| ০৭ ই এপ্রিল, ২০২০ রাত ১০:৫৪
নেওয়াজ আলি বলেছেন: লাশ ফেলে আপনজনও পালাচ্ছে
৩| ০৮ ই এপ্রিল, ২০২০ রাত ১২:৩৯
সেলিম আনোয়ার বলেছেন: সুন্দর।+
©somewhere in net ltd.
১|
০৭ ই এপ্রিল, ২০২০ রাত ১০:০৭
রাজীব নুর বলেছেন: ইশ্বর থাকেন ভদ্র পল্লীতে।