![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
খোকার সাধ
কাজী নজরুল ইসলাম
আমি হব সকাল বেলার পাখি
সবার আগে কুসুম-বাগে উঠব আমি ডাকি।
সূয্যিমামা জাগার আগে উঠব আমি জেগে,
'হয়নি সকাল, ঘুমো এখন'- মা বলবেন রেগে।
বলব আমি, 'আলসে মেয়ে ঘুমিয়ে তুমি থাক,
হয়নি সকাল- তাই বলে কি সকাল হবে না কা!
আমরা যদি না জাগি মা কেমনে সকাল হবে?
তোমার ছেলে উঠলে গো মা রাত পোহাবে তবে!'
ঊষা দিদির ওঠার আগে উঠব পাহাড়-চূড়ে,
দেখব নিচে ঘুমায় শহর শীতের কাঁথা মুড়ে,
ঘুমায় সাগর বালুচরে নদীর মোহনায়,
বলব আমি 'ভোর হল যে, সাগর ছুটে আয়!
ঝর্ণা মাসি বলবে হাসি', 'খোকন এলি নাকি?'
বলব আমি নই কো খোকন, ঘুম-জাগানো পাখি!'
ফুলের বনে ফুল ফোটাব, অন্ধকারে আলো,
সূয্যিমামা বলবে উঠে, 'খোকন, ছিলে ভাল?'
বলব 'মামা, কথা কওয়ার নাই ক সময় আর,
তোমার আলোর রথ চালিয়ে ভাঙ ঘুমের দ্বার।'
রবির আগে চলব আমি ঘুম-ভাঙা গান গেয়ে,
জাগবে সাগর, পাহাড় নদী, ঘুমের ছেলেমেয়ে!
৩০ শে অক্টোবর, ২০১৩ বিকাল ৫:২৭
এস আরিফুল হক বলেছেন: অনেক শুভ কামনা ভাই .।
২| ৩০ শে অক্টোবর, ২০১৩ সকাল ৮:০৯
ভিটামিন সি বলেছেন: কবিতাটা এতো বড়ো জানতাম না তো!!!
৩০ শে অক্টোবর, ২০১৩ বিকাল ৪:৫৮
এস আরিফুল হক বলেছেন: আমিও ভুলে গেছিলাম । ধন্যবাদ ... ভালো থাকবেন
৩| ৩০ শে অক্টোবর, ২০১৩ সকাল ৮:৫২
তুহিন সরকার বলেছেন: শৈশবে ফিরে গেলাম বহুদিন পর।
ধন্যবাদ হক সাহেব, শুভকামনা রইল।
৪| ৩০ শে অক্টোবর, ২০১৩ বিকাল ৫:০০
এস আরিফুল হক বলেছেন: জী ভাই ,
ইট কাঠ পাথর আমরা হয়ে গেছি কঠোর ।
আমার ও ভালো লাগলো .।
©somewhere in net ltd.
১|
৩০ শে অক্টোবর, ২০১৩ ভোর ৫:২২
খেয়া ঘাট বলেছেন: চমৎকার। আহ! কতদিন পর পড়লাম।
অনেক ধন্যবাদ আপনাকে।