![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
গত বৃহস্পতিবার অক্সিজেনের অভাবে রংপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে নছিরন বেগম নামের এক বৃদ্ধা মারা যান । লালমনির হাটের হাতীবান্ধা উপজেলার বাড়াইপাড়া গ্রামে এই হত দরিদ্রের বাড়ি ।
হাসপাতালে ভর্তি করলে ডাক্তার রোগীকে অক্সিজেন দেয়ার পরামর্শ দেন । কিন্তু হাসপাতাল রোগীকে কোনো অক্সিজেন সবরাহ করেনি । সন্ধ্যা থেকে রাত ৩ টা পর্যন্ত পর্যন্ত মৃত্যু যন্ত্রণায় ছটফট করতে করতে অবশেষে না ফেরার দেশে চলে গেলেন ।
কি মনে করেছেন এখানেই শেষ নাহ । নিজেকে কিছুক্ষণ গালি দেন তারপর বলছি । কেন করবেন - হাঁ আমাদের দেশ তো , তাই কিছু দায় আপনাকেও নিতে হবে । আমাকেও কিছু গালি দিয়েন শেষে ।
ওরা এত দরিদ্র ছিল যে, ওষুধ কিনতে টাকা শেষ হয়ে যায় । জনম দুঃখিনী মায়ের লাশ ওয়ার্ড থেকে নিচে নামিয়ে আনার জন্য দাবি করা হয় একশ’ টাকা। নছিরনের ছেলে ও স্বজনরা তা দিতে না পারায় স্ট্রেচার দেয়নি হাসপাতাল কর্মচারীরা । ওরা কিন্তু মানুষ ! ভুল বুঝবেন না । আর ওদের সবারই মা আছে? এখন একটু সন্দেহ হচ্ছে?
শেষ পর্যন্ত নিজেরাই লাশ কাঁধে করে নিচে নামিয়ে আনেন স্বজনরা। এভাবেই হাসপাতাল থেকে মায়ের লাশ নামানো হলো ।
নাহ আরও কিছু শুনতে হবে !!
মায়ের লাশ বাড়িতে নিতে টাকার প্রয়োজন । আগেই তাদের টাকা শেষ হয়ে যায় । লাশ সামনে রেখে ভিক্ষা করতে থাকে আমার আপনার ভাই বৃদ্ধার ছেলে শফিকুল। এ সময় শফিকুলের আহাজারিতে হাসপাতালের বাতাস ভারি হয়ে ওঠে। কি কষ্ট লাগে !!
না এবার আর তাদের বেশি হতাশ করেনি । মায়ের লাশ নিয়ে কাঁদতে দেখে অনেক রোগী ও পথচারী সাহায্যের হাত বাড়িয়ে দেয়। শেষ পর্যন্ত তিন হাজার টাকা সংগ্রহ করে শফিকুল তা দিয়ে মাইক্রোবাস ভাড়া করে মাকে নিয়ে রওনা দেয় বাড়ির দিকে।
আমার কিছু বলার নাই ।
খুব কষ্ট পেয়েছি যখন এরকম দুঃখের সংবাদ পড়লাম ।
০১ লা নভেম্বর, ২০১৩ রাত ১১:২২
এস আরিফুল হক বলেছেন: জি আসেন বেশি বেশি দোয়া করি । দোয়া করলেই সকল সমস্যা আসান হইয়া যাবে ।
২| ০১ লা নভেম্বর, ২০১৩ সকাল ৮:২৩
আহমেদ আলিফ বলেছেন:
মানুষের অসুস্থতা , জীবন, অসহায়ত্ব ডাক্তারের কাছে ব্যবসায়িক পন্য!
০১ লা নভেম্বর, ২০১৩ রাত ১১:২৪
এস আরিফুল হক বলেছেন: সবাই চায় সফলতা । আর টাকা দিয়ে সফলতা কিনা যায় ।
৩| ০১ লা নভেম্বর, ২০১৩ সকাল ৮:৪২
হাসিব০৭ বলেছেন: আমাদের দেশের মানুষগুলো খুব অদ্ভুত কেননা যখন মানুষ বেচে থাকে তখন তাকে কোন মূল্যায়নই করা হয় না কিন্তু চলে গেলে লাশের পাশে টাকা দিতে আমাদের কষ্ট হয় না। আসলে এটা আমাদের জন্মগত দোষ কেউ চোখের সামনে অণ্যায় করলেও আমরা তার প্রতিবাদ করি না কেননা এটা আমাদের সহ্য হয়ে গেছে।
০১ লা নভেম্বর, ২০১৩ রাত ১১:৩৭
এস আরিফুল হক বলেছেন: ঠিক কথাটাই বললেন।। ধন্যবাদ ।
০১ লা নভেম্বর, ২০১৩ রাত ১১:৩৭
এস আরিফুল হক বলেছেন: ঠিক কথাটাই বললেন।। ধন্যবাদ ।
৪| ০১ লা নভেম্বর, ২০১৩ সকাল ৯:১৭
সেমিবস বলেছেন: Click This Link
৫| ০১ লা নভেম্বর, ২০১৩ সকাল ৯:৫১
অসমাপ্ত রায়হান বলেছেন: হাসপাতাল কর্মকর্তাদের হাত পা ভেঙ্গে দেওয়া দরকার ছিল । যাই হোক মরহুমের আত্মার মাগফিরাত কামনা করি ।
©somewhere in net ltd.
১|
০১ লা নভেম্বর, ২০১৩ ভোর ৬:৪৯
জেরিসেল বলেছেন: আসুন আমারা আল্লাহর কাছে দোয়া করি যেন তিনি আমাদের দেশ ও জাতির জন্য একজন উদ্ধারকর্তা পাঠান.........যিনি এই দেশকে অমানুষ মুক্ত করবেন.........