![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
সেই ১৩ দফা দাবি বাস্তবায়নে আবার ঢাকায় শাপলা চত্বরে ১৫ নভেম্বর সমাবেশের ঘোষণা দিয়েছে হেফাজতে ইসলাম। এছাড়া এই মাসের ৭ তারিখে সিলেটে ও ৮ তারিখে খুলনায়ও সমাবেশ করবে দলটি ।
গতকাল চট্টগ্রামের হাট হাজারির এই সমাবেশে আল্লামা শফি বলেন, আমি নারীদের তেঁতুল বলিনি, তেঁতুলের সঙ্গে তুলনা করেছি মাত্র। ওই সমাবেশে নারীদের ‘রানী’ ও ‘ফুল’র সঙ্গে তুলনা করেছিলাম। ফুল দেখলে সবাই তার ঘ্রাণ নিতে চায়, তাই নারীদের উলঙ্গ হয়ে চলাফেরা না করতে বলেছিলাম।
যাইহোক, ছয় মাস আগের ঘটনার রহস্য এখনও গিঁট টিলে নাই । পুলিশ বলেছে ৭/৮ জন মারা গেছে । আর হেফাজত বলেছিল ৩ হাজার। অধিকার ৬০ জন বলেছিল । অধিকার তালিকা দিলেও হেফাজতের তালিকা প্রকাশ করা হয়নি। যা খুবই বিব্রত কর অবস্থার সৃষ্টি করে ছিল।
দেশের এই অবস্থায় আবার যদি ঐ রকম একটা ভয়াবহ ঘটনা আবার ঘটে তার দায় কে নিবে ?
২ টা টিভি চ্যানেল এখন ও বন্ধ আছে । হেফাজতের নেতাদের এখনও গ্রেফতার করা হচ্ছে এখনও । পুলিশ ঐ ঘটনাকে হেফাজতের নাশকতা বলে । আর হেফাজত বলে অন্য এক ভায়াবহ কথা । সেই ঘটনায় আহত অনেকেই এখনও পুরোপুরি সুস্থ হয়নি যার মধ্যে আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যও আছে ।
দুই টা কথা মনে হচ্ছে্---
১ম, ৫ মে শাপলার সমাবেশে হেফাজতের অনেক লোক মারা গেছে । তাই ইসলাম রক্ষার সেই দাবি আদায় ও সেই ঘটনার তীব্র প্রতিবাদ জানাতে আবার সমাবেশ একই স্থানে ।
২য়, বিরোধী দলের সাথে হেফাজত আন্দোলনের একাত্মতা ঘোষণা করা যা বর্তমান সরকারকে আরও চাপের সম্মুখীন করবে। এবং তাদের দাবি আদায় সহজ হবে ।
তবে দিনে দিনে রাজনীতির ময়দান খুবই কঠিন হয়ে যাচ্ছে । কোনো ফর্মুলা আর যেন কাজে আসছে না । বিশাল এক বিপর্যয় না হলে এই সমস্যার সমাধান দেখতে পাচ্ছি না ।
যদিও সমস্যা চিরকাল থাকবে না । একটু সময় লাগবে আরকি ।। আর কি হতে যাচ্ছে তা নিয়ে অনেকেই অনেক কথা বলেন ।
তবে দেশ ও দেশের উন্নতি ও কল্যাণের জন্য যা হলে ভালো হয় তাই আমাদের প্রত্যাশা । এর বিপরীত কোন সমাধান আমরা চাই না ।
কি হয় দেখার অপেক্ষায় থাকলাম!!
২| ০২ রা নভেম্বর, ২০১৩ রাত ১১:১৯
এস আরিফুল হক বলেছেন: আপনার লিংক টি খুব গুরুত্বপূর্ণ । ধন্যবাদ .।
৩| ০৩ রা নভেম্বর, ২০১৩ রাত ১২:০৭
অগ্নি সারথি বলেছেন: শিশুরা যখন ধর্ম বেচা-কেনার বলি.......................
০৩ রা নভেম্বর, ২০১৩ রাত ১:৪৮
এস আরিফুল হক বলেছেন: ধর্ম কেনা বেচা খুবই লাভবান বিজনেস ।
৪| ০৩ রা নভেম্বর, ২০১৩ রাত ১২:৪০
হাসান কালবৈশাখী বলেছেন:
Click This Link
০৩ রা নভেম্বর, ২০১৩ রাত ১:৪৯
এস আরিফুল হক বলেছেন: হুম পড়লাম । এই জন্যই তো চিন্তিত আছি ।
৫| ০৩ রা নভেম্বর, ২০১৩ রাত ১২:৪৮
হাসান কালবৈশাখী বলেছেন:
এটিও পড়ুন -
Click This Link
০৩ রা নভেম্বর, ২০১৩ রাত ১:৫৬
এস আরিফুল হক বলেছেন: আচ্ছা ভাই , অধিকারের ৬২ জনের মধ্যে ৫০ জন পাইলেও তো মেলা কি বলেন ।
৬| ০৩ রা নভেম্বর, ২০১৩ রাত ১:০২
রেজওয়ান করিম বলেছেন: হুম খবরটা পড়লাম
০৩ রা নভেম্বর, ২০১৩ রাত ১:৫৭
এস আরিফুল হক বলেছেন: একটু চিন্তিত ।।
৭| ০৩ রা নভেম্বর, ২০১৩ সকাল ৯:৪৪
ডাক্তার আমি বলেছেন: ১৩ দফা তারা নিজের জিবনে আগে বাস্তবায়ন করুক, তারপর সামগ্রিকভাবে করার আন্দোলনে নামুক ............
০৩ রা নভেম্বর, ২০১৩ দুপুর ১:০৪
এস আরিফুল হক বলেছেন: সেই টা আবার কিভাবে সম্ভব ??
©somewhere in net ltd.
১|
০২ রা নভেম্বর, ২০১৩ রাত ১১:১২
সেমিবস বলেছেন: আপনার হাচিনা সরকার সত্যই কিন্তু সফী সাহেবের বক্তব্যকে সাজিয়ে প্রচার করেছে এটা আপনি অবিশ্বাস করবেন না
Click This Link
১৫ মিনিটে যেখানে লাখো লোক উধাও হয় সেখানে মাত্র ৭/৮ জন মানুষ মারা গেছে!!!!!!!!!!!!!!!!!!!!!!!১১১১