![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
ছোটবেলায় পুলিশ হবার স্বপ্ন দেখতাম একটা সুন্দর সমাজ গড়ার প্রত্যাশায় আর আজ................
পুলিশ শব্দটি শুনলে একরাশ ঘৃণা মনে জাগে ! !
পুলিশ মানেই দুর্নীতি!!!
পুলিশ শব্দটি শুনলে ঘুষ শব্দটা অটোমেটিক চলে আসে!
পুলিশ শব্দটি শুনলে চাঁদাবাজি শব্দটা অটোমেটিক চলে আসে!
পুলিশ মানেই সাধারণ জনগণের হয়রানী!!!
পুলিশ মানেই সাধারণ জনগণের আতংক!!
লোক মুখে প্রচলিত----
"বাঘে ছুঁলে আঠার ঘা আর পুলিশ ছুঁলে ছত্রিশ ঘা (কোথাও একশ ঘা বলে)"
পুলিশ শব্দটি শুনলে লাঠিচার্জ, টিয়ারশেল, জলকামান শব্দ মনে পড়ে (ডিজিটাল ভার্সন পিপার স্প্রে)!
পুলিশ নামটি শুনলে ৫৪ ধারার নাম চলে আসে! আর যাকে তাকে গ্রেফতার করে সকালের নাস্তা, বাসার বাজারের টাকা, বউয়ের আব্দারের শাড়ী, চুরি, গয়নার যোগাড়।
(না করে উপায় নাই বেতন আর কত? চাকরী কিনতে কত টাকা লাগছে? বেতনের টাকায় তা তুলতে গেলে ৫-১০ বছর লাগবে)
পুলিশ মানেই টাকার খেলা, সেটা চাকরী নিতে হোক আর ট্রান্সফার হোক,
সব থানার সব পুলিশের সাথে তো স্থানীয় মাদকব্যবসায়ী, চোরাকারবারী, চোর-ডাকাত, ছিনতাইকারী, পতিতা, রাজনৈতিক ডগফাদার, স্থানীয় বখাটে সন্ত্রাসী গালকাটা অমুক ভাই, লুলা অমুক ভাই, ট্যারা অমুক ভাই, কালা অমুক ভাই দের সখ্যতা তো ফ্রি-ই। (একস্ট্রা ইনকামের জন্য)
উপরের শব্দগুলোর ঠিক বিপরীতমুখী আচরণ কবে আমরা পাব?????
পুলিশ তো আর সবাই খারাপ না কিন্তু খারাপদের আধিক্য বেশী (সরকার দলীয় আধি্ক্য এবং এরাই পুলিশ বাহিনীতে বিশৃংখলা সৃষ্টিকারী) তাতে ভালরাও খারাপ হয়ে যায় বা হতে বাধ্য হয়।
আর পুলিশের ও কাজ নাই সরকার নামক বস্তুটির ন্যায়/অন্যায় সকল আদেশ এমনকি দলীয় আদেশও কম্পিউটার কমান্ডের মত কাজ করা।
এজন্যই তো বলতে দেখি- "আমি পুলিশকে নিদের্শ দিয়েছি" .... দিনের মধ্যে আসামী গ্রেফতার করার জন্য"
কেন এই নির্দেশ দিতে হবে????
পুলিশ বাহিনী গঠনের উদ্দেশ্য কি?
দলীয় সরকারের নির্দেশ পালন, আর দলীয় সরকারের সেবা করা..?
নাকি, দেশের আভ্যন্তরীণ আইন শৃঙ্খলা রক্ষা ও জনগণের জান মালের নিরাপত্তা বিধান করা।
দলীয় সরকারের নির্দেশ পালন করতে গেলে দেশের আভ্যন্তরীণ আইন শৃঙ্খলা রক্ষা ও জনগণের জান মালের নিরাপত্তা বিধান নাও হতে পারে!!
(যেমনটি আমরা দেখেছি রাজনৈতিক নেতা (মির্জা আব্বাস) বাসায় ভাঙচুরের দৃশ্য কিংবা আন্দোলন দমানোর নামে রাস্তায় রাস্তায় মানুষ পিটানোর দৃশ্য) মনে রাখবেন রাস্তায় যে লোকটি আন্দোলন করছে সে লোকটির নিরাপত্তা বিধান করাও পুলিশে্রই দায়িত্ব ও কর্তব্য।
তবে আন্দোলনকারী সহিংস হলে ভিন্ন কথা কিন্তু অজুহাত পুলিশের মানায় না (সহিংসতা হতে পারে এজন্য ছত্রভঙ্গ করা হয়েছে এতে সংঘাত বাড়বে বৈ কমবে না)
আর সব দলীয় সরকারই কি সাধু ! তারা দেশের আভ্যন্তরীণ আইন শৃঙ্খলা ভঙ্গ ও জনগণের জান মালের নিরাপত্তার ব্যাঘাত ঘটায় না?
সাংবাদিক দম্পতি সাগর-রুনি হত্যাকান্ড রহস্য উদ্ধার করতে না পারা এটা পুলিশের কোন ধরনের দক্ষতা!!! জনগণ কি বুঝে না, জনগণ এতই বোকা?
সব সরকারই ফায়দা লোটার জন্য পুলিশ বাহীনিকে দলীয় বাহিনী হিসেবে ব্যবহার করে এসেছে। কেউই এটাকে বাংলাদেশরে জনগণের বাহিনী বা বন্ধু হিসেবে তৈরী করতে উৎসাহ দেখায়নি!!!!!!!!!!!! যা দেখিয়েছে তা আইওয়াশ মাত্র।
কারণ পুলিশ সতিক্যার জনগণের বাহিনী হলে সরকারগুলো এত লুটপাট করতে পারবে না
পুলিশ জনগণের সেবা করলে সরকারের সেবা করবে কে??????
এজন্যই ষড়যন্ত্রের বেড়াজালে বন্দী পুলিশ!!!!!!!
পুলিশকে দলীয় বাহিনী হিসেবে ব্যবহার যতদিন বন্ধ না হবে ততদিন এভাবেই চলতে থাকবে।
পুলিশ বাহিনী ও বিচার বিভাগ এর পূর্নাঙ্গ ও কার্যকর স্বাধীনতা ওতপ্রোতভাবে জড়িত নয় কি?
পুলিশ বাহিনী স্বাধীন ও নিরপেক্ষ বাহীনি হিসেবে কাজ করার স্বাধীনতা চাই।
পুলিশ বাহিনী জনগণের বন্ধু হোক, জনগণের বাহিনীতে পরিণত হোক, জনগণের স্বস্তির জায়গা হোক,
আমরা চাই পুলিশকে ভয় পেয়ে সব দলীয় সরকার কাজ করুক।
তবেই প্রকৃত স্বাধীন বাংলাদেশের স্বাদ পাওয়া যাবে তাছাড়া কখনই তা সম্ভব না। সম্ভব না!!!
২| ২৯ শে জানুয়ারি, ২০১৩ সকাল ১১:২২
এ. কে. এম. শফিউল আলম বলেছেন: মানুষের যখন কোন কৈফিয়ত দেয়ার কেউ না থাকে তখন সে তার ক্ষমতা অপব্যাবহার করে। এটাই চিরন্তন নীতি হয়ে গেছে। এমন একটা সময় ছিলো যখন মানুষ সৃষ্টিকর্তার ভয়ে নিজেদের কে ক্ষমতা অপব্যাবহার করা থেকে বিরত থাকতো। কিন্তু এখন আস্তিক সম্প্রদায়ের ৯০ ভাগের ও বেশি মানুষ নাম মাত্র সৃষ্টিকর্তা আছে বলে মনে করে। সৃষ্টিকর্তার ভয় তাদের কে তাদের দায়িত্ব সম্পর্কে সচেতন করে তুলতে পারে না। পারেনা সুদ ঘোষ থেকে বাচিয়ে রাখতে। একজন মানুষকে যতোই মানবতা, দায়িত্বশীলতা, কিংবা শাসনে রাখেন না কেন কোন কিছুই তার প্রবৃত্তি কে দমন করতে পারবে না। একমাত্র সৃষ্টিকর্তার ভয় ই পারে তা করতে। আমরা তো নিজেদের কে প্রচন্ড আস্তিক বলে দাবি করি। যার প্রধান শর্ত হল সৃষ্টিকতার প্রতি ভয় ভীতি। একবার চিন্তা করে দেখুন তো সৃষ্টিকর্তার ভয় আমাকে বা আপনাকে একটা অন্যায় থেকে বাচাতে পারতেছে কিনা।
৩| ২৯ শে জানুয়ারি, ২০১৩ সকাল ১১:২৩
এ. কে. এম. শফিউল আলম বলেছেন: মানুষের যখন কোন কৈফিয়ত দেয়ার কেউ না থাকে তখন সে তার ক্ষমতা অপব্যাবহার করে। এটাই চিরন্তন নীতি হয়ে গেছে। এমন একটা সময় ছিলো যখন মানুষ সৃষ্টিকর্তার ভয়ে নিজেদের কে ক্ষমতা অপব্যাবহার করা থেকে বিরত থাকতো। কিন্তু এখন আস্তিক সম্প্রদায়ের ৯০ ভাগের ও বেশি মানুষ নাম মাত্র সৃষ্টিকর্তা আছে বলে মনে করে। সৃষ্টিকর্তার ভয় তাদের কে তাদের দায়িত্ব সম্পর্কে সচেতন করে তুলতে পারে না। পারেনা সুদ ঘোষ থেকে বাচিয়ে রাখতে। একজন মানুষকে যতোই মানবতা, দায়িত্বশীলতা, কিংবা শাসনে রাখেন না কেন কোন কিছুই তার প্রবৃত্তি কে দমন করতে পারবে না। একমাত্র সৃষ্টিকর্তার ভয় ই পারে তা করতে। আমরা তো নিজেদের কে প্রচন্ড আস্তিক বলে দাবি করি। যার প্রধান শর্ত হল সৃষ্টিকতার প্রতি ভয় ভীতি। একবার চিন্তা করে দেখুন তো সৃষ্টিকর্তার ভয় আমাকে বা আপনাকে একটা অন্যায় থেকে বাচাতে পারতেছে কিনা।
৪| ২৯ শে জানুয়ারি, ২০১৩ দুপুর ১২:৫৮
বিকারগ্রস্থ মস্তিস্ক বলেছেন:
ভাইয়ের কি খুবই দাবাং টাইপের ছবি প্রিয় না বাংলা ছবি :p
৫| ২৯ শে জানুয়ারি, ২০১৩ দুপুর ১:২১
ঢাকাবাসী বলেছেন: এদেশের মত দুর্নীতিতে ৫- ৬ বারের চ্যাম্পিয়ন দেশের পুলিশ এর চাইতে ভাল হয়না। মাছের পঁচন শুরু হয় মাথা থেকে।
©somewhere in net ltd.
১|
২৯ শে জানুয়ারি, ২০১৩ সকাল ১০:৪০
দেশ ও জাতির ভবিষ্যৎ বলেছেন: পুলিশ মানেই সাধারণ জনগণের আতংক!!