নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

পৃথিবীর বুকে এক টুকরো গোলাপ অবশিষ্ট থাকা অব্দি ভালবাসা রয়ে যাবে কি? নাকি তারও আগে বিলুপ্ত হবে প্রেম!

আহসানের ব্লগ

পৃথিবীর বুকে এক টুকরো গোলাপ অবশিষ্ট থাকা অব্দি ভালবাসা রয়ে যাবে কি? নাকি তারও আগে বিলুপ্ত হবে প্রেম!

আহসানের ব্লগ › বিস্তারিত পোস্টঃ

অধরা নামের মেয়েটি

২৯ শে মার্চ, ২০১৪ রাত ১২:৫৬

অধরার প্রিয় গান তাহসানের আলো ,

হেডফোনটা আজ অনেক দিন যাবত্‍ নষ্ট ।

টাকার অভাবে কেনা হয়নি ।

অধরা একটা ছোটো খাটো কোম্পানিতে মাঠকর্মী হিসেবে কাজ করে ।



মানুষের দারে দারে ঘুরতে হয় ওকে ,



স্যার একটা ডিকশনারী নেবেন ?

এ ডিকশনারীতে আপনি সব শব্দের অর্থ পাবেন ।

বৃষ্টিতে ভিজলেও কিছু হবেনা ।

নেবেন ?

দু হাজার চারশ টাকা মাত্র ,



অধরার বই ভালো বিক্রি হয় ।

দিনে দু একটা অন্তত ।

প্রতিটা বইয়ে অধরার কমিশন থাকে তিনশ টাকা ।



এ টাকাতেই ওদের মা মেয়ের চলে যায় ।



অধরার মা খুব ভালো চাকরি করতেন ।

ওদের দুজনের দিব্বি চলে যেতো ।



কিন্তু আর কতো !

মায়ের বয়স হয়েছে ।

শরীরটা আর চলেনা ।



অধরার বই ভালো বিক্রি হওয়ার

কারণ ও দেখতে খুব ভালো ।

লোক গুলোর লোলুপ দৃষ্টি ওকে নিংড়ে খায় ।



আর বেশীদিন ও এই চাকরীটা করতে পারেনা ।

নিরপত্তার অভাব টা এখানে একটু বেশীই।

ওর মতো গরীব মেয়ের সম্বল একটাই আর তা হলো সতীত্ব ।

এটা হারালে চলবেনা ।



ওয়ালটনের একটা চাকরী পায় সে ।

কাজ টা হলো শোরুমে লাল শাড়ি পড়ে , ঠোঁটে গাড় লাল লিপস্টিক দিয়ে বসে থাকা ।

কাস্টমার আসলে দাড়িয়ে মিষ্টি করে হেসে কথা বলা ।

বেতন খারাপ না ।

আঠারো হাজার টাকা ।



এসব শোরুমে কাস্টমার কম দর্শনার্থী বেশী ।

দর্শনার্থীদের মধ্যে দুএকজন কাপুরুষ টাইপের পুরুষ থাকে ।

লোলুপ দৃষ্টি গুলো অধরার পুরো শরীরের ওপর চাটতে থাকে ।



দুএকজন বিত্তবান কুকুরের কুপ্রস্তাব পায় অধরা ।

মাসে আঠারো হাজার টাকার জন্য মাটি কামড়ে পড়ে থাকে সে ।



তবু দিন শেষে পবিত্র অধরা অপবিত্রতার কাছে অধরাই থেকে যায় ।



অধরা বাঁচতে জানে ,

জানে প্রতিকুলতাকে অনুকুলে আনতে ।

অধরা আসলেই বাঁচতে জানে ।

মন্তব্য ২ টি রেটিং +০/-০

মন্তব্য (২) মন্তব্য লিখুন

১| ১০ ই এপ্রিল, ২০১৪ রাত ২:১৯

কিছুটা অসামাজিক বলেছেন: বেশ টিকে আছে, এ অবস্থানেই বা কজন থাকতে পারে বলুন ?

১০ ই এপ্রিল, ২০১৪ রাত ২:৪৫

আহসানের ব্লগ বলেছেন: অনেকটা তাই ভাইয়া ।
তবে অধরা রা অনেক কষ্টেই টিকে থাকে ।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.