নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

পৃথিবীর বুকে এক টুকরো গোলাপ অবশিষ্ট থাকা অব্দি ভালবাসা রয়ে যাবে কি? নাকি তারও আগে বিলুপ্ত হবে প্রেম!

আহসানের ব্লগ

পৃথিবীর বুকে এক টুকরো গোলাপ অবশিষ্ট থাকা অব্দি ভালবাসা রয়ে যাবে কি? নাকি তারও আগে বিলুপ্ত হবে প্রেম!

আহসানের ব্লগ › বিস্তারিত পোস্টঃ

পরিবেশ ধ্বংসকারী ইউক্যালিপটাস গাছ

০১ লা আগস্ট, ২০২২ সন্ধ্যা ৬:৪৩

একটা ইউকেলিপ্টাস গাছ দিনে ৮০ লিটার পানি শোষণ করে, বাতাসে ছাড়ে কার্বন ডাই অক্সাইড । দেশে কোটি কোটি এই প্রজাতীর গাছ আছে। একটা ব্যপার খেয়াল করলে দেখবেন এই গাছের নিচে আশে পাশে অন্যন্য গাছ জন্মাতে পারেনা। এই গাছ জন্ম থেকেই মাটিতে এমন একটা রাসায়নিক ছাড়ে যেন অন্য গাছ জন্মাতে না পারে। দেশে ফলজ গাছের বিস্তার ধংস করেছে এই গাছ। এই গাছ টা পশু পাখি দের কোনো কাজেই আসেনা। সরকারের উচিৎ খুব দ্রুত এই গাছ গুলো কেটে ফেলা। সরকার এরই অনেক অনেক বনায়ন আছে যেখানে শুধু কাষ্ঠ জাতীয় গাছের হদিস মেলে। অথচ পরিবেশের জন্য দরকার ফলজ ভেসজ গাছ। পশু পাখি মানুষ সবাই উপকৃত হবে যদি ফলজ গাছের বনায়ন করা হয়। কয়েক বছর আগে বান্দর বনে সেনা বাহীনি হেল্কপ্টারে করে ৫ লক্ষ কাষ্ঠ জাতীয় গাছের বীজ ছড়িয়ে দিয়েছিলো তখন সমর্থন দেই নাই। বনে যদি ফলজ গাছ না থাকে তাহলে বনের পশু পাখিরা খাবে কি? লোকালয়ে এসে তখন তান্ডব করে আর ওদের বিলুপ্ত হওয়ার এটাও অন্যতম কারণ। গাছ লাগালেই হবেনা, গাছ টা পরিবেশে কি কি উপকার করবে সেটা দেখতে হবে। ইকো ব্যালেন্স এর দিকে না দেখে লাখে লাখে ইউকেলিপ্টাস গাছ লাগিয়ে লাভ তো নয় ই বরং ক্ষতি ছাড়া কিছু দেখছিনা।

মন্তব্য ৪ টি রেটিং +২/-০

মন্তব্য (৪) মন্তব্য লিখুন

১| ০১ লা আগস্ট, ২০২২ সন্ধ্যা ৭:১৬

রূপক বিধৌত সাধু বলেছেন: সহমত।

২| ০১ লা আগস্ট, ২০২২ রাত ৯:২৩

মরুভূমির জলদস্যু বলেছেন:
শিরনামে লিখলেন আকাশমণি আর বর্ননা করলেন ইউক্যালিপটাস গাছের।
একেই বলে উদুর পিন্ডি বুদুর ঘাড়ে

৩| ০১ লা আগস্ট, ২০২২ রাত ৯:৪২

কঙ্কাবতী রাজকন্যা বলেছেন: আকাশমনি কি উইক্যালিপটাস গাছ! :||

৪| ০২ রা আগস্ট, ২০২২ ভোর ৬:৫৩

ইমরোজ৭৫ বলেছেন: গাছ লাগান পরিবেশ বাচান।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.